ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৯ পৃষ্ঠা ১
  • তৎপরতার সঙ্গে প্রচার করুন!

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • তৎপরতার সঙ্গে প্রচার করুন!
  • ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার তৎপরতার মনোভাব বজায় রাখুন
    ২০১২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • আপনার তৎপর মনোভাবকে রক্ষা করুন
    ১৯৯৫ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • যেভাবে প্রচার করার বিষয়ে তৎপরতার মনোভাব গড়ে তোলা যায়
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “যিহোবার মহাদিন নিকটবর্তী”
    ২০০৬ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৯ পৃষ্ঠা ১

তৎপরতার সঙ্গে প্রচার করুন!

১. আমাদের দিনে পৌলের কোন পরামর্শের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন?

১ ‘তুমি বাক্য প্রচার কর, কার্য্যে অনুরক্ত হও।’ (২ তীম. ৪:২) কেন পৌলের পরামর্শ আমাদের দিনে এত গুরুত্বপূর্ণ? এই কথাগুলো কীভাবে আমাদের ও অন্যদের জীবনে প্রভাব ফেলতে পারে?

২. কেন আমরা অধ্যবসায়ের সঙ্গে সেই ব্যক্তিদের অনুসন্ধান করি, যারা এখনও সুসমাচার শোনেনি?

২ জীবন জড়িত রয়েছে: পৃথিবীব্যাপী লক্ষ লক্ষ লোকের এখনও সেই সুসমাচার শোনা বাকি আছে, যা তাদেরকে পরিত্রাণের দিকে পরিচালিত করতে পারে। (রোমীয় ১০:১৩-১৫; ১ তীম. ৪:১৬) অনেক বার কাজ করা হয়েছে এমন এলাকায় সৎহৃদয়ের অনেক ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা যদি অন্য কোনো দিনে অথবা সেই দিনের অন্য কোনো সময়ে সাক্ষাৎ করি, তাহলে আমরা হয়তো অন্য কোনো ব্যক্তিকে খুঁজে পেতে পারি। এইরকম অধ্যবসায়ের সঙ্গে অনুসন্ধান করার ফলে আমাদের এক শুদ্ধ বিবেক থাকবে ও আমরা রক্তের দায় থেকে শুচি থাকব।—প্রেরিত ২০:২৬.

৩. পরিচর্যায় থাকার সময় কীভাবে আমরা সময়কে বিজ্ঞতার সঙ্গে ব্যবহার করতে পারি?

৩ প্রচণ্ড বিরোধিতার মুখোমুখি হওয়া সত্ত্বেও, প্রথম শতাব্দীর খ্রিস্টানরা ‘তাহাদের উপদেশে যিরূশালেম পরিপূর্ণ করিয়াছিল।’ (প্রেরিত ৫:২৮) আমাদের এলাকায় লোকেদের ধর্মীয় অনুভূতির কথা মনে রেখে এবং কোথায় আমাদের কাজ করা উচিত সেই সম্বন্ধে প্রাচীনদের কাছ থেকে পাওয়া নির্দেশনাগুলো মেনে চলার মাধ্যমে আমরাও কি ‘[“পুঙ্খানুপুঙ্খ,” NW] সাক্ষ্য দেওয়ার’ জন্য একইভাবে দৃঢ়সংকল্পবদ্ধ? (প্রেরিত ১০:৪২) পরিচর্যায় থাকার সময় আমরা কি বিজ্ঞতার সঙ্গে সময়কে ব্যবহার করি? অন্যেরা পুনর্সাক্ষাৎ করার সময় আমরা যদি তাদের জন্য অপেক্ষা করি, তাহলে সেই সময়ে আমরা কি কৌশলতার সঙ্গে পথচারীদের সঙ্গে কথা বলার জন্য পদক্ষেপ নিতে পারি?

৪. কীভাবে তৎপরতার সঙ্গে প্রচার করা আমাদেরকে জেগে থাকতে সাহায্য করে?

৪ আমাদের সতর্কতা বৃদ্ধি করে: এই বিধিব্যবস্থার শেষ নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অবশ্যই সতর্ক ও জেগে থাকতে হবে। (১ থিষল. ৫:১-৬) আমরা যখন নিয়মিতভাবে আমাদের রাজ্যের আশা সম্বন্ধে কথা বলি, তখন আমরা এই বিধিব্যবস্থার দ্বারা ভারগ্রস্ত হওয়া এড়িয়ে চলি। (লূক ২১:৩৪-৩৬) এর ফলে, আমরা যিহোবার দিনের ‘আকাঙ্ক্ষা করিবার’ সঙ্গে সঙ্গে জীবনরক্ষাকারী প্রচার কাজে আরও বেশি করে অংশ নেওয়ার জন্য পরিচালিত হই।—২ পিতর ৩:১১, ১২.

৫. কীভাবে জীবনের প্রতি সম্মান আমাদেরকে পরিচর্যার জন্য অনুপ্রাণিত করে?

৫ আমরা যখন তৎপরতার সঙ্গে প্রচার করি, তখন আমরা জীবন সম্বন্ধে যিহোবার এই দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করি: “কতকগুলি লোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাঁহার নাই; বরং সকলে যেন মনপরিবর্ত্তন পর্য্যন্ত পঁহুছিতে পায়, এই তাঁহার বাসনা।” (২ পিতর ৩:৯; যিহি. ৩৩:১১) আমরা যেন আমাদের এলাকায় যত জনের সঙ্গে সম্ভব যোগাযোগ করার জন্য সংকল্পবদ্ধ হই আর সমস্তই যিহোবার প্রশংসার জন্য!—গীত. ১০৯:৩০.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার