“উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলন থেকে পূর্ণ উপকার লাভ করা
১ এক উদ্দীপনামূলক কার্যক্রম: সম্প্রতি জেলা সম্মেলনে আমরা কত উদ্দীপনামূলক কার্যক্রমই না উপভোগ করেছি! আমরা একই উদ্দেশ্যে অর্থাৎ উদ্যোগের সঙ্গে ঈশ্বরের রাজ্যের বিষয় ঘোষণা করার জন্য আরও ভালভাবে সজ্জিত হতে একত্রিত হয়েছিলাম। আপনি কি মনে করতে পারেন যে, “ঘোষণা করা” বাক্যাংশটাকে প্রথম বক্তা কীভাবে সংজ্ঞায়িত করেছিলেন? আপনার কি স্মরণে আছে যে, “যিহোবা আমাদের সঙ্গে আছেন জেনে নির্ভীক হোন” বক্তৃতায় আমাদের কী গবেষণা করতে উৎসাহিত করা হয়েছিল? এ পর্যন্ত আপনি বাস্তব কোন জীবন কাহিনীগুলো পরীক্ষা করে দেখেছেন?
২ “আমাদের বিশ্বাসের গুণগত মান বিভিন্ন পরীক্ষার দ্বারা যাচাই হয়” সিম্পোজিয়াম বক্তৃতায় তিনটি প্রধান কারণের কথা বলা হয়েছিল যে, কেন যিহোবা তাড়না ঘটতে অনুমতি দেন। আপনি কি ব্যাখ্যা করতে পারেন যে, সেগুলো কী? আমাদের খ্রিস্টীয় নিরপেক্ষতার পক্ষে শাস্ত্রীয় ভিত্তি কী? আমাদের নিরপেক্ষ অবস্থান সম্বন্ধে প্রতিদ্বন্দ্বিতাগুলোর জন্য নিজেদের তৈরি হতে আমাদের কী করতে উৎসাহ দেওয়া হয়েছিল? বিশ্বস্তভাবে পরীক্ষাগুলো সহ্য করা কীভাবে যিহোবার গৌরব নিয়ে আসে?
৩ “তাড়নার সময় অটল থাকুন” নাটকের কোন দৃশ্যগুলো বিশেষ করে আপনাকে শক্তিশালী করেছে? কীভাবে আমরা যিরমিয়ের মতো হতে পারি?
৪ “এই জগতের দৃশ্যপট পরিবর্তিত হচ্ছে” শিরোনামের জনসাধারণের উদ্দেশে বক্তৃতা সামনের কোন তাৎপর্যপূর্ণ পরিবর্তনগুলোর বিষয় বর্ণনা করেছিল, যা ঈশ্বরের ভয়ানক দিনের দিকে নিয়ে যাবে? “উদ্যোগী রাজ্য ঘোষণাকারী হিসেবে সৎক্রিয়ায় উপচে পড়ুন” নামক শেষ বক্তৃতাটা শুনে আপনি কীভাবে আপনার ব্যক্তিগত পরিচর্যায় এই তথ্যটি কাজে লাগিয়েছেন?
৫ কাজে লাগানোর জন্য প্রধান বিষয়গুলো: “কৃতজ্ঞ হোন” বক্তৃতায় যেমন ব্যাখ্যা করা হয়েছে, কীভাবে আমরা যিহোবার প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি? “রাজ্য ঘোষণাকারীরা উদ্যোগী” নামক মুখ্য বক্তৃতায় কার উদ্যোগ অনুকরণ করার জন্য উৎসাহ দেওয়া হয়েছিল? আত্মপরীক্ষা করার জন্য কোন আমন্ত্রণ জানানো হয়েছিল?
৬ “মীখার ভবিষ্যদ্বাণী যিহোবার নামে চলতে আমাদের শক্তিশালী করে” সিম্পোজিয়াম বক্তৃতা যিহোবার অনুগ্রহ পাওয়ার জন্য আমাদের পূরণ করা দরকার এমন কোন তিনটে বিষয়ের ওপর জোর দিয়েছিল? এগুলো কি পূরণ করা সম্ভব? (মীখা ৬:৮) “আপনার হৃদয়কে রক্ষা করে শুদ্ধতা বজায় রাখুন” বক্তৃতা অনুসারে, নৈতিকভাবে কোন কোন দিক দিয়ে আমাদের অবশ্যই শুচি হতে হবে? “প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন” বক্তৃতায় কোন কোন ক্ষেত্রে আমাদের প্রতারিত না হতে এবং অন্যদের প্রতারিত না করতে সাবধান করা হয়েছে?
৭ “রাজ্য ঘোষণাকারীরা যারা তাদের পরিচর্যাকে গৌরবান্বিত করে” সিম্পোজিয়াম বক্তৃতা থেকে আপনি কোন বিষয়গুলো আপনার পরিচর্যায় কাজে লাগাতে শুরু করেছেন? “আধ্যাত্মিক বিষয়ে কথাবার্তা বলা গেঁথে তোলে” বক্তৃতায় ফিলিপীয় ৪:৮ পদকে বিশ্লেষণ করা হয়েছিল। কীভাবে সেই শাস্ত্রপদ আমাদের কথাবার্তাগুলোকে আধ্যাত্মিক বিষয়-ভিত্তিক হয়ে উঠতে সাহায্য করে এবং আমাদের তা কখন করতে হবে?
৮ “দুর্দশার সময়ে যিহোবার ওপর পুরোপুরি আস্থা রাখুন” বক্তৃতাটা আলোচনা করেছিল যে, কীভাবে আমরা দুঃখজনক ঘটনা, অর্থনৈতিক সমস্যা, ভগ্ন স্বাস্থ্য, পারিবারিক সমস্যা এবং বার বার করে চলা ভুলগুলোর সঙ্গে মোকাবিলা করতে পারি। এই পরিস্থিতিগুলোর মুখোমুখি হওয়ার সময় কীভাবে আমরা যিহোবাতে নির্ভরতা দেখাতে পারি?
৯ নতুন আধ্যাত্মিক সম্পদগুলো: একমাত্র সত্য ঈশ্বরের উপাসনা করুন নামক নতুন বইটি পেয়ে আমরা আনন্দিত হয়েছিলাম। এর উদ্দেশ্য সম্বন্ধে ব্যাখ্যা করে যে-ঘোষণাটি করা হয়েছিল, সেটা কীভাবে আপনাকে প্রভাবিত করেছিল? আমাদের শিষ্য তৈরি করার কাজে অধ্যয়নের দ্বিতীয় বই হিসেবে এটা কেন সাহায্যকারী হবে?
১০ এরপর আমরা যিহোবার নিকটবর্তী হোন (ইংরেজি) নামক সুন্দর বইটি পেয়েছিলাম। এর কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য কী? বিশেষ করে কোন দৃষ্টান্তগুলো আপনার ভাল লেগেছে? এটা পড়া কি আপনাকে যিহোবার আরও নিকটবর্তী করেছে? আর কে কে এর থেকে উপকৃত হতে পারে?
১১ “উদ্যোগী রাজ্য ঘোষণাকারীরা” জেলা সম্মেলন আমাদের আধ্যাত্মিক উৎসাহ জুগিয়েছে, যা এই কঠিন সময়ের মুখোমুখি হওয়ার জন্য আমাদের দরকার। এই উল্লেখযোগ্য আধ্যাত্মিক ব্যবস্থা থেকে পুরোপুরি উপকার লাভ করার জন্য যা কিছু বলা হয়েছিল, সেগুলো মনে রাখতে আমরা যেন আমাদের যথাসাধ্য করি, আমরা যা যা পেয়েছিলাম সেগুলোর প্রতি যেন উপলব্ধি দেখাই এবং যা যা শিখেছিলাম, সেগুলো যেন কাজে লাগাই। (২ পিতর ৩:১৪) তা করা আমাদের নীতিনিষ্ঠা বজায় রাখতে এবং সমস্তই যিহোবার গৌরবার্থে আমাদের প্রভু যিশু খ্রিস্টকে অনুকরণ করে উদ্যোগী রাজ্য ঘোষণাকারী হতে শক্তিশালী করবে।—ফিলি. ১:৯-১১.