ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৩ পৃষ্ঠা ৮
  • আপনার অগ্রাধিকারের বিষয় কোনটি?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার অগ্রাধিকারের বিষয় কোনটি?
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি আপনার পরিচর্যা পূর্ণরূপে সম্পন্ন করছেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • খ্রিস্টীয় পরিচর্যা —আমাদের প্রধান কাজ
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “তুমি প্রভুতে যে পরিচারকের পদ পাইয়াছ সে বিষয়ে বিশেষভাবে মনোযোগ দাও”
    ২০০৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর”
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৬
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৩ পৃষ্ঠা ৮

আপনার অগ্রাধিকারের বিষয় কোনটি?

১ অনেক ধর্মীয় সংগঠন দাতব্য কাজগুলো করার ওপর জোর দেয়, যেমন জাগতিক শিক্ষার সুযোগসুবিধা বা চিকিৎসাগত চাহিদাগুলো জোগানো। কিন্তু, যিহোবার সাক্ষিরা “উপকার ও সহভাগিতার কার্য্য” ভুলে না গেলেও, তারা লোকেদের আধ্যাত্মিক দিক দিয়ে সাহায্য করাকেই অগ্রাধিকার দেয়।​—⁠ইব্রীয় ১৩:⁠১৬.

২ প্রথম শতাব্দীর আদর্শ: যিশু তাঁর পার্থিব পরিচর্যাকালে অনেক ভাল ভাল কাজ করেছিলেন কিন্তু তাঁর প্রধান কাজ ছিল সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়া। (লূক ৪:৪৩; যোহন ১৮:৩৭; প্রেরিত ১০:৩৮) তিনি তাঁর অনুসারীদের আদেশ দিয়েছিলেন, “অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য কর; . . . তাহাদিগকে শিক্ষা দেও।” (মথি ২৮:​১৯, ২০) আর তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে, যারা তাঁর ওপর বিশ্বাস অনুশীলন করবে, তারা তিনি যে-কাজ শুরু করে গিয়েছিলেন সেই কাজ আরও বড় আকারে করবে। (যোহন ১৪:১২) যিশু প্রচার কাজকে অগ্রাধিকার দিয়েছিলেন কারণ এটা লোকেদের পরিত্রাণের পথ সম্বন্ধে শিখতে সাহায্য করে।​—⁠যোহন ১৭:⁠৩.

৩ প্রেরিত পৌল তার প্রচার কাজকে এক “অবশ্য বহনীয় ভার” হিসেবে দেখেছিলেন, এমন একটা চাহিদা যেটাকে তিনি উপেক্ষা করতে পারতেন না। (১ করি. ৯:​১৬, ১৭) তিনি তার পরিচর্যা সম্পন্ন করার জন্য প্রয়োজনে যেকোনো ত্যাগস্বীকার করতে, যেকোনো পরীক্ষা সহ্য করতে বা যেকোনো কষ্ট স্বীকার করতে ইচ্ছুক ছিলেন। (প্রেরিত ২০:​২২-২৪) প্রেরিত পিতর ও তাঁর সহযোগীরাও একইরকম মনোভাব দেখিয়েছিলেন। কারাবরণ ও প্রহারের মুখেও “তাহারা . . . উপদেশ দিতেন, এবং যীশুই যে খ্রীষ্ট, এই সুসমাচার প্রচার করিতেন, ক্ষান্ত হইতেন না।”​—⁠প্রেরিত ৫:​৪০-৪২.

৪ আমাদের সম্বন্ধে কী বলা যায়? রাজ্যের সুসমাচার ঘোষণা এবং শিষ্য তৈরির কাজকে কি আমরা অগ্রাধিকার দিই? যিশুর মতো আমাদেরও কি যারা “ব্যাকুল ও ছিন্নভিন্ন . . . যেন পালকবিহীন মেষপাল” তাদের জন্য প্রকৃত চিন্তা রয়েছে? (মথি ৯:৩৬) জগতের চলতি ঘটনাগুলো এবং বাইবেলের ভবিষ্যদ্বাণী স্পষ্টভাবে দেখায় যে, এই দুষ্ট বিধিব্যবস্থার সময় শেষ হয়ে আসছে! প্রচার কাজের গুরুত্বের বিষয় মনে রাখা আমাদের উদ্যোগের সঙ্গে প্রচার করা চালিয়ে যেতে প্রেরণা দেবে।

৫ আপনার পরিস্থিতি মূল্যায়ন করুন: যেহেতু ব্যক্তিগত পরিস্থিতি প্রায়ই বদলায়, তাই সময় সময় এটা বিবেচনা করা উপযুক্ত যে প্রচার কাজে আরও পূর্ণরূপে অংশ নেওয়ার জন্য আমরা কোনো রদবদল করতে পারি কি না। একজন বোন ৫০, ৬০ ও ৭০ এর দশকে নিয়মিত অগ্রগামীর কাজ করেছেন কিন্তু তার স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ায় সেই কাজ বন্ধ করে দেওয়ার দরকার হয়ে পড়ে। কিন্তু, পরে তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়। সম্প্রতি তিনি তার পরিস্থিতিকে আবারও মূল্যায়ন করেন এবং এই সিদ্ধান্তে পৌঁছান যে, তিনি আবারও অগ্রগামীর কাজ করতে পারবেন। ৯০ বছর বয়সে অগ্রগামী পরিচর্যা বিদ্যালয়ে যোগ দিতে পেরে তিনি কত খুশিই না হয়েছিলেন! আপনার সম্বন্ধে কী বলা যায়? আপনি কি অবসর গ্রহণ বা গ্র্যাজুয়েশনের দিকে এগিয়ে যাচ্ছেন? আপনার পরিবর্তিত পরিস্থিতি কি আপনাকে অগ্রগামী হওয়ার সুযোগ করে দিতে পারে?

৬ যিশু যখন দেখেছিলেন যে, মার্থা “পরিচর্যা বিষয়ে অধিক ব্যতিব্যস্ত ছিলেন,” তখন তিনি সদয়ভাবে তাকে পরামর্শ দিয়েছিলেন যে তিনি যদি বিষয়গুলোকে সরল রাখেন, তা হলে প্রচুর আশীর্বাদ লাভ করবেন। (লূক ১০:​৪০-৪২) আপনি কি আপনার জীবনযাপনকে সাদাসিধে করতে পারেন? স্বামী ও স্ত্রী দুজনেরই চাকরি করা কি সত্যিই প্রয়োজন? যদি রদবদল করা হয়, তা হলে একজনের আয়ে কি পরিবার চলতে পারে? অনেকে রদবদল করে আধ্যাত্মিক দিক দিয়ে উপকৃত হয়েছে, যাতে পরিচর্যায় আরও বেশি করে অংশ নিতে পারে।

৭ আমরা সকলে যেন যিশু ও প্রেরিতদের দ্বারা স্থাপিত আদর্শ অনুসরণ করি! আমরা নিশ্চিত থাকতে পারি যে, রাজ্যের সুসমাচার প্রচার করার অতীব গুরুত্বপূর্ণ কাজে আরও পূর্ণরূপে অংশ নেওয়ার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টাগুলোতে যিহোবা আশীর্বাদ করবেন।​—⁠লূক ৯:​৫৭-৬২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার