রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দিয়ে যিহোবার প্রশংসা করুন
১ যিহোবার অনুগত দাসেরা প্রতিদিন তাঁর প্রশংসা করার জন্য সুযোগগুলো খোঁজে। (গীত. ৯৬:২, ৩; ইব্রীয় ১৩:১৫) যে-একটা উপায়ে আমরা সেটা করতে পারি তা হল, রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দিয়ে। আজকে যিহোবার অনেক উপাসক কৃতজ্ঞ যে, কেউ একজন তাদের কাছে রীতিবহির্ভূত সাক্ষ্যদানের মাধ্যমে রাজ্যের বার্তা জানিয়েছিলেন।
২ একজন ব্যক্তির কাছে রীতিবহির্ভূত সাক্ষ্যদান প্রায়ই অন্যদের জন্য রাজ্যের বার্তাকে শোনার পথ খুলে দেয়। উদাহরণ হিসেবে, যাকোবের কুয়োর সামনে শমরীয় নারীর সঙ্গে যিশুর কথাবার্তা আরও অনেককে সুসমাচারের প্রতি আগ্রহ দেখাতে পরিচালিত করেছিল। (যোহন ৪:৬-৩০, ৩৯-৪২) পৌল ও সীল যখন ফিলিপীতে কারাগারে বন্দি ছিল, তখন তারা কারারক্ষকের কাছে সাক্ষ্য দিয়েছিল এবং সেই ব্যক্তির পুরো পরিবার সত্যকে গ্রহণ করেছিল।—প্রেরিত ১৬:২৫-৩৪.
৩ সুযোগগুলো: রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার কোন সুযোগগুলো আপনার রয়েছে? কেউ কেউ কেনাকাটা করার, জনসাধারণের পরিবহণে যাতায়াতের বা ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করার সময় তা করে থাকে। অন্যেরা কাজের জায়গায় বা স্কুলের বিরতির সময় সাক্ষ্য দিয়ে থাকে। আমাদের বাইবেল সম্বন্ধীয় প্রকাশনাগুলোর যেকোনো একটা শুধু লোকেদের নজরে পড়ার মতো জায়গায় রাখলে, তা অন্যদেরকে আমাদের বিশ্বাস সম্বন্ধে জিজ্ঞেস করার জন্য পরিচালিত করতে পারে।—১ পিতর ৩:১৫.
৪ যেভাবে শুরু করা যায়: সাত বছরের এক লাজুক মেয়ে একটা সভাতে শুনেছিল যে, সকলের জন্য প্রচার করা খুবই গুরুত্বপূর্ণ। তাই, তার মায়ের সঙ্গে কেনাকাটা করতে যাওয়ার সময় সে তার ব্যাগে দুটো ব্রোশার নিয়ে যায়। তার মা যখন কাউন্টারে পয়সা দিচ্ছিলেন, তখন মেয়েটি একজন ভদ্রমহিলাকে একটা ব্রোশার দেয়, যিনি অত্যন্ত খুশিমনে সেটা নিয়েছিলেন। মেয়েটিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল যে, সে কীভাবে সেই ভদ্রমহিলার কাছে যাওয়ার সাহস পেয়েছিল, তখন এই লাজুক মেয়েটি উত্তর দিয়েছিল: “আমি কেবল বলেছিলাম, এক, দুই, তিন! তারপর এগিয়ে গিয়েছিলাম!”
৫ রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার জন্য আমাদের সকলের সেই ছোট্ট মেয়েটির মতো মনোভাব থাকা দরকার। কী আমাদের সাহায্য করতে পারে? কথা বলার জন্য সাহস চেয়ে প্রার্থনা করুন। (১ থিষল. ২:২) আলোচনা শুরু করার জন্য কোনো একটা প্রশ্ন অথবা আগ্রহজনক এক বিষয়ের ওপর মন্তব্য তৈরি করে রাখুন। এরপর এই নির্ভর রাখুন যে, যিহোবা আপনার প্রচেষ্টাগুলোতে আশীর্বাদ করবেন।—লূক ১২:১১, ১২.
৬ প্রতিদিন আমরা যে-লোকেদের সঙ্গে সাক্ষাৎ করি তাদের কাছে রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়া যিহোবার প্রশংসা নিয়ে আসে ও আমাদের আনন্দ দেয়। এটা হয়তো কাউকে অনন্তজীবনের পথে চলতে সাহায্য করতে পারে।