আমরা সবসময় সাক্ষি
১. একটা কুয়োর ধারে একজন স্ত্রীলোকের কাছে যিশুর সাক্ষ্য দেওয়ার বিবরণ থেকে আমরা কী শিখতে পারি?
১ যিশু ঘন্টার পর ঘন্টা ধরে হাঁটছিলেন। তিনি ক্লান্ত ও তৃষ্ণার্ত ছিলেন। তাঁর শিষ্যরা যখন খাবার কিনতে গিয়েছিল, তখন তিনি বিশ্রাম নেওয়ার জন্য শমরীয় শহরের একটা কুয়োর ধারে বসেছিলেন। যিশু প্রচার করার জন্য শমরিয়াতে আসেননি; তিনি কেবল গালীলে তাঁর পরিচর্যা চালিয়ে যাওয়ার জন্য ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তা সত্ত্বেও, তিনি একজন স্ত্রীলোকের কাছে সাক্ষ্য দেওয়ার সুযোগ গ্রহণ করেছিলেন, যিনি সেখানে জল তুলছিলেন। (যোহন ৪:৫-১৪) কেন? যিশু কখনো যিহোবার “বিশ্বাস্য ও সত্যময় সাক্ষী” হওয়া থেকে বিরত হননি। (প্রকা. ৩:১৪) সবসময় যিহোবার সাক্ষি হওয়ার দ্বারা আমরা যিশুকে অনুকরণ করি।—১ পিতর ২:২১.
২. রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার জন্য আমরা কীভাবে প্রস্তুত হতে পারি?
২ প্রস্তুত থাকুন: আমাদের সঙ্গে সাহিত্য রাখার দ্বারা আমরা রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারি। অনেক প্রকাশক বিভিন্ন ট্র্যাক্ট অথবা পত্রিকার উপযুক্ত সংখ্যাগুলো তাদের সঙ্গে রাখে ও দোকানের কর্মচারী, পেট্রল-পাম্পের কর্মী এবং সারাদিনে অন্য যে-ব্যক্তিদের সঙ্গে তাদের যোগাযোগ হয়, তাদের কাছে সেগুলো অর্পণ করে। (উপ. ১১:৬) তবে, আমাদের ক্ষেত্র যদি সংবেদনশীল হয়, তাহলে এই ব্যাপারে সাবধান থাকতে হবে যে, কেবল তাদের কাছেই প্রকাশনাগুলো অর্পণ করা হচ্ছে যাদের প্রকৃত আগ্রহ রয়েছে।
৩. কীভাবে আমরা কথোপকথন শুরু করতে পারি?
৩ কথোপকথন শুরু করুন: রীতিবহির্ভূতভাবে সাক্ষ্য দেওয়ার সময়, শুরুতেই আমাদের শাস্ত্রীয় কোনো বিষয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। যিশু নিজেকে মশীহ হিসেবে শনাক্ত করার দ্বারা কুয়োর ধারে সেই স্ত্রীলোকের সঙ্গে কথোপকথন শুরু করেননি। তিনি শুধু তার কাছে পান করার জন্য জল চেয়েছিলেন আর এভাবে তার কৌতূহলকে জাগিয়ে তুলেছিলেন। (যোহন ৪:৭-৯) একজন বোন দেখেছেন যে, এইরকম পদ্ধতি তাকে কথোপকথন শুরু করতে সাহায্য করে, যখন কেউ তাকে জিজ্ঞেস করে যে, তিনি বড়দিন বা নববর্ষের মতো একটা ছুটির দিন উদ্যাপন করা উপভোগ করেছেন কি না। একজন যিহোবার সাক্ষি বলে সেই উদ্যাপনে তিনি অংশ নেননি এই উত্তর দেওয়ার পরিবর্তে, তিনি বলেন, “আমি এই উদ্যাপনটা না করার ব্যাপারে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। কৌতূহলী প্রশ্নকারী এরপর সাধারণত জিজ্ঞেস করেন যে, কেন আর এই প্রশ্নই বোনকে সাক্ষ্যদান করার সুযোগ করে দেয়।
৪. কেন মথি ২৮:১৮-২০ পদ আপনাকে অনুপ্রাণিত করে?
৪ যদিও যিশু উদ্যোগের সঙ্গে তাঁর পার্থিব পরিচর্যা শেষ করেছিলেন, তবুও বর্তমানে তাঁর মতো উদ্যোগ সহকারে যে-প্রচার কাজ সম্পাদিত হচ্ছে, সেটার প্রতি তিনি এখনও খুবই আগ্রহী। (মথি ২৮:১৮-২০) তাই, আমাদের আদর্শ যিশুর মতো, আমরাও সেই সাক্ষি যারা যেকোনো সময়ে আমাদের বিশ্বাস সম্বন্ধে ‘অঙ্গীকার করিতে [‘অপরের কাছে জানাতে,’ ইজি-টু-রিড]’ প্রস্তুত।—ইব্রীয় ১০:২৩.