ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৬/০৩ পৃষ্ঠা ১
  • অনবরত পরিবর্তনশীল এক জগতে প্রচার করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • অনবরত পরিবর্তনশীল এক জগতে প্রচার করা
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আগ্রহ জাগানোর জন্য তাজা খবরগুলোকে কাজে লাগান
    ২০০০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আমাদের রাজ্যের প্রচারকে উন্নতি করার উপায়গুলি
    ১৯৯৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • ব্যক্তিগত আগ্রহ দেখান—প্রস্তুত হয়ে
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি খাপ খাইয়ে নিতে ইচ্ছুক?
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৬/০৩ পৃষ্ঠা ১

অনবরত পরিবর্তনশীল এক জগতে প্রচার করা

১ কত তাড়াতাড়ি বিষয়গুলো পরিবর্তিত হতে পারে! রাতারাতি এক প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক বিশৃঙ্খলতা বা ব্যাপকভাবে প্রচারিত এক দুঃখজনক ঘটনা আলোচনার বিষয়বস্তু হয়ে উঠতে পারে। কিন্তু, আবার ঠিক তত তাড়াতাড়িই লোকেরা অন্য বিষয়ের প্রতি তাদের মনোযোগ কেন্দ্রীভূত করে ফেলতে পারে। (প্রেরিত ১৭:২১; ১ করি. ৭:৩১) অনবরত পরিবর্তনশীল এই জগতে আমরা কীভাবে লোকেদের মনোযোগ আকর্ষণ করতে পারি, যাতে তাদের কাছে রাজ্যের বার্তা জানাতে পারি?

২ অন্যদের উদ্বেগের বিষয়গুলো নির্ণয় করুন: লোকেদের মনোযোগ আকর্ষণ করার একটা উপায় হল, চলতি ঘটনাগুলোর বিষয় উল্লেখ করা। যিশু তাঁর শ্রোতাদের ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়ে গম্ভীরভাবে চিন্তা করার অনুরোধ জানানোর সময় একবার সেই সময়ের সাম্প্রতিক দুঃখজনক ঘটনাগুলোর কথা উল্লেখ করেছিলেন, যেগুলো তাদের মনে ছিল। (লূক ১৩:​১-৫) একইভাবে, সুসমাচার তুলে ধরার সময় আমাদের কোনো চলতি সংবাদ বা স্থানীয় কোনো ঘটনার বিষয় উল্লেখ করা উচিত, যেটা আমাদের এলাকার লোকেদের হৃদয় স্পর্শ করে। কিন্তু, এই ধরনের বিষয়গুলো আলোচনা করার সময়, আমাদের অবশ্যই সতর্ক হতে হবে, যাতে কোনো রাজনৈতিক বা সামাজিক বিতর্কিত বিষয়গুলোর পক্ষ না নিই।​—⁠যোহন ১৭:⁠১৬.

৩ কীভাবে আমরা জানতে পারি যে, লোকেরা বর্তমানে কোন বিষয় নিয়ে চিন্তা করছে? হয়তো সবচেয়ে ভাল উপায়টি হল, শুধু একটা প্রশ্ন জিজ্ঞেস করা এবং এরপর উত্তরটা শোনা। (মথি ১২:৩৪) লোকেদের প্রতি আগ্রহই আমাদেরকে অন্যদের দৃষ্টিভঙ্গি লক্ষ করতে এবং কৌশলে আরও কিছু জানতে চালিত করবে। একজন গৃহকর্তার খোলাখুলি মন্তব্য হয়তো সেই এলাকার অনেকের উদ্বিগ্নতার বিষয় প্রকাশ করতে এবং সাক্ষ্য দেওয়ার পথ খুলে দিতে পারে।

৪ একটা উপস্থাপনা প্রস্তুত করা: অনবরত পরিবর্তনশীল এক জগতে ক্ষেত্রের পরিচর্যার জন্য প্রস্তুত হতে আমরা যুক্তি (ইংরেজি) বই ব্যবহার করতে পারি। আমাদের উপস্থাপনায় চলতি ঘটনাগুলোকে কীভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেই বিষয়ে ১০-১১ পৃষ্ঠায় “অপরাধ/নিরাপত্তা” এবং “চলতি ঘটনাগুলো” শিরোনামের নিচে অনেক সাহায্যকারী পরামর্শ দেওয়া রয়েছে। ২০০০ সালের অক্টোবর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৭ পৃষ্ঠায় একই ধরনের তথ্য পাওয়া যেতে পারে। আপনার উপস্থাপনা প্রস্তুত করার সময়, একটা উপযুক্ত শাস্ত্রপদ নিশ্চয়ই অন্তর্ভুক্ত করবেন।

৫ আমাদের এলাকার লোকেদের অনবরত পরিবর্তনশীল উদ্বেগগুলোর প্রতি মনোযোগ দেওয়ার সময়, আমাদের রাজ্যের সুসমাচারের বিষয়ে আমাদের উপস্থাপনাকে ঠিক সেভাবে উপযোগী করা দরকার। এভাবে আমরা লোকেদের হৃদয়ের গভীরে যা রয়েছে, সেই সম্বন্ধে কথা বলতে পারি। আর এভাবেই, আমরা আরও অনেককে এমন একজন ব্যক্তি সম্বন্ধে জানতে সাহায্য করি, যাঁর গুণাবলি ও মানগুলো অপরিবর্তনীয়।​—⁠যাকোব ১:⁠১৭.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার