খ্রিস্টীয় পরিচর্যা —আমাদের প্রধান কাজ
১ আমাদের সকলেরই বিভিন্ন ধরনের কাজ রয়েছে, যেগুলো আমাদের করতেই হয়। একজনের পরিবারের জন্য ভরণপোষণ জোগানো হল একটা ঐশিক প্রয়োজনীয় শর্ত। (১ তীম. ৫:৮) কিন্তু, সেই ঐশিক শর্ত পূরণ করার সঙ্গে যে-কাজ জড়িত, তা যেন রাজ্য প্রচার ও শিষ্য তৈরির কাজের চেয়ে বেশি জরুরি না হয়ে পড়ে।—মথি ২৪:১৪; ২৮:১৯, ২০.
২ যিশু আমাদের জন্য এক আদর্শ রেখে গেছেন, যাতে আমরা ‘প্রথমে রাজ্যের বিষয়ে চেষ্টা করি।’ (মথি ৬:৩৩; ১ পিতর ২:২১) বস্তুগত দিক দিয়ে যদিও তাঁর খুব অল্পই ছিল কিন্তু তাঁর পিতার ইচ্ছা পালন করার ক্ষেত্রে তিনি পুরোপুরি মগ্ন ছিলেন। (লূক ৪:৪৩; ৯:৫৮; যোহন ৪:৩৪) তিনি প্রতিটা সুযোগে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে প্রাণপণ চেষ্টা করেছিলেন। (লূক ২৩:৪৩; ১ তীম. ৬:১৩) তিনি তাঁর শিষ্যদের শস্যচ্ছেদনের কাজে একইরকম তীব্র আগ্রহ রাখার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন।—মথি ৯:৩৭, ৩৮.
৩ আজকে যিশুকে অনুকরণ করা: আমরা খ্রিস্টীয় পরিচর্যার ওপর কেন্দ্রীভূত সাধাসিধে জীবনযাপন করার চেষ্টা করে যিশুর উদাহরণ অনুকরণ করতে পারি। আমাদের যদি জীবনের প্রয়োজনীয় বিষয়গুলো থাকে, তা হলে আসুন আমরা এই জগতের বস্তুসামগ্রী আরও বেশি অর্জন না করার ব্যাপারে বাইবেলের পরামর্শে মনোযোগ দিই। (মথি ৬:১৯, ২০; ১ তীম. ৬:৮) প্রচার কাজে আমাদের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা আরও কত ভাল! যদি আমরা কঠিন পরিস্থিতিগুলোর মুখোমুখি হই, তা হলে আমরা যেন যিশুর মতো প্রাণপণ চেষ্টা করি, জীবনের উদ্বেগগুলোকে আমাদের প্রধান কাজ রাজ্যের সুসমাচার ঘোষণা করায় বাধা হতে না দিই।—লূক ৮:১৪; ৯:৫৯-৬২.
৪ এমনকি যাদের অনেক দায়িত্ব রয়েছে, তারাও প্রচার কাজকে অগ্রাধিকার দেয়। একজন ভাই যার একটা বড় পরিবার রয়েছে, এক দায়িত্বপূর্ণ চাকরি করেন এবং খ্রিস্টীয় মণ্ডলীতে একজন প্রাচীন হিসেবে সেবা করেন, তিনি বলেন: “আমি পরিচর্যাকে আমার ক্যারিয়ার হিসেবে দেখি।” একজন অগ্রগামী বোন বলেন: “অগ্রগামীর কাজ এক সফল চাকরির চেয়ে হাজার গুণ বেশি মূল্যবান।”
৫ আমাদের পরিস্থিতি যাই হোক না কেন, আমরা যেন যিশুর উদাহরণ অনুসরণ করি। কীভাবে? খ্রিস্টীয় পরিচর্যাকে আমাদের প্রধান কাজ করে।