ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৩ পৃষ্ঠা ১
  • যিহোবার মঙ্গলভাব অনুকরণ করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার মঙ্গলভাব অনুকরণ করুন
  • ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • “আঃ! তাঁহার কেমন মঙ্গলভাব!”
    যিহোবার নিকটবর্তী হোন
  • মঙ্গলভাব​—⁠কীভাবে আপনি তা গড়ে তুলতে পারেন?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • যিহোবা—মঙ্গলভাবের সর্বোৎকৃষ্ট উদাহরণ
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • মঙ্গলভাব দেখিয়ে চলুন
    ২০০২ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৩ পৃষ্ঠা ১

যিহোবার মঙ্গলভাব অনুকরণ করুন

১ এক অপূর্ব সূর্যাস্ত দেখার অথবা কোনো সুস্বাদু ভোজনের পর আমরা কি সমস্ত মঙ্গলভাবের উৎস যিহোবাকে ধন্যবাদ দিতে অনুপ্রাণিত হই না? তাঁর মঙ্গলভাব আমাদের তাঁকে অনুকরণ করতে চাওয়ার প্রেরণা দেয়। (গীত. ১১৯:​৬৫, ৬৮; ইফি. ৫:⁠১) কীভাবে আমরা মঙ্গলভাব গুণটি প্রদর্শন করতে পারি?

২ অবিশ্বাসীদের প্রতি: যে-একটা উপায়ে আমরা যিহোবার মঙ্গলভাব অনুকরণ করতে পারি তা হল, যারা আমাদের বিশ্বাস-বাটীর পরিজন নয় তাদের প্রতি সত্যিকারের চিন্তা দেখিয়ে। (গালা. ৬:১০) ব্যবহারিক উপায়গুলোর মাধ্যমে মঙ্গলভাব দেখানো, তারা যিহোবার সাক্ষিদের এবং আমরা যে-বার্তা বহন করি সেটাকে যে-দৃষ্টিতে দেখে, সেটার ওপর এক ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

৩ উদাহরণস্বরূপ, ডাক্তারখানায় অপেক্ষা করার সময়, এক অল্পবয়স্ক অগ্রগামী ভাই একজন বয়স্কা মহিলার পাশে বসেছিলেন, যাকে উপস্থিত অন্যান্যদের চাইতে খুব বেশি অসুস্থ বলে মনে হয়েছিল। ডাক্তারকে দেখানোর জন্য যখন ভাইয়ের পালা আসে, তখন তিনি সেই মহিলাকে তার জায়গায় যাওয়ার সুযোগ দেন। পরে, আবারও তার সঙ্গে সেই মহিলার দেখা হয়, তবে এইবার বাজারে আর ভাইকে দেখে তিনি খুব খুশি হন। যদিও তিনি আগে সুসমচারের প্রতি সাড়া দেননি কিন্তু তিনি বলেছিলেন যে, এখন তিনি জেনেছেন যে যিহোবার সাক্ষিরা সত্যিই তাদের প্রতিবেশীদের ভালবাসে। তার সঙ্গে এক নিয়মিত বাইবেল অধ্যয়ন শুরু করা হয়েছিল।

৪ আমাদের ভাইদের প্রতি: এ ছাড়া, আমাদের সহবিশ্বাসীদের সাহায্য করতে নিজেদের বিলিয়ে দিয়ে আমরা যিহোবার মঙ্গলভাব অনুকরণ করি। দুর্যোগের সময়, আমরাই প্রথমে আমাদের ভাইদের সাহায্য করার জন্য এগিয়ে আসি। সভাগুলোতে আসার জন্য যাদের পরিবহণের প্রয়োজন তাদের সাহায্য করার সময়, অক্ষম ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার সময় এবং মণ্ডলীতে যাদের আমরা ভাল করে জানি না তাদের প্রতি ভালবাসা দেখানোর সময় আমরা এই একই মনোভাব দেখাই।​—⁠২ করি. ৬:​১১-​১৩; ইব্রীয় ১৩:⁠১৬.

৫ আরেকটা উপায়ে যিহোবা মঙ্গলভাব দেখান আর তা হল, “ক্ষমাবান্‌” হয়ে। (গীত. ৮৬:⁠৫) তাঁকে অনুকরণ করে, অন্যদের ক্ষমা করার দ্বারা আমরা মঙ্গলভাবের প্রতি আমাদের ভালবাসা দেখাতে পারি। (ইফি. ৪:৩২) এটা সহবিশ্বাসীদের সঙ্গে আমাদের মেলামেশাকে ‘উত্তম ও মনোহর’ করতে সাহায্য করে।​—⁠গীত. ১৩৩:​১-৩.

৬ যিহোবার মহৎ মঙ্গলভাবের কারণে আমরা যেন তাঁর প্রশংসায় উপচে পড়ি ও আনন্দে উদ্ভাসিত হই। আর আমরা যা কিছু করি সমস্ত কিছুতে যেন এটি আমাদের তাঁর মঙ্গলভাব অনুকরণ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে প্রেরণা দেয়।​—⁠গীত. ১৪৫:৭; যির. ৩১:⁠১২.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার