এক অশ্বারোহী সৈন্যদলের আকস্মিক আক্রমণ, যেটাতে আপনি জড়িত
১ “ষষ্ঠ দূত তূরী বাজাইলেন।” এরপরে ‘অশ্বারোহী সৈন্যেরা’ যেন মেঘগর্জন শুরু করছে, যাদের সংখ্যা “দুই সহস্র লক্ষ।” এরা কোনো সাধারণ সৈন্যবাহিনী নয়। “অশ্বগণের মস্তক সিংহ-মস্তকের ন্যায়।” তাদের মুখ থেকে অগ্নি, ধূম ও গন্ধক বের হচ্ছে আর তাদের “লাঙ্গূল সর্পের তুল্য।” এই রূপক অশ্বারোহী সৈন্যদলের আকস্মিক আক্রমণের ফল হয় ধ্বংসাত্মক। (প্রকা. ৯:১৩-১৯) আপনি কি জানেন, আপনি কীভাবে এই লক্ষণীয় ভবিষ্যদ্বাণীমূলক দর্শনের পরিপূর্ণতায় জড়িত?
২ অভিষিক্ত অবশিষ্টাংশ এবং তাদের আরও মেষ সহযোগীরা একতাবদ্ধভাবে ঈশ্বরের বিচার জানাচ্ছে। এর ফলে খ্রিস্টীয়জগতের আধ্যাত্মিকভাবে মৃত অবস্থা সম্পূর্ণভাবে উন্মোচিত হয়ে যায়। আসুন আমরা ভবিষ্যদ্বাণীমূলক দর্শনের দুটো দিক পরীক্ষা করে দেখি, যা ঈশ্বরের দাসদের পরিচর্যা এত কার্যকর হওয়ার কারণ তুলে ধরে।
৩ ঈশ্বরের বার্তা জানানোর জন্য প্রশিক্ষিত ও সুসজ্জিত: ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং মণ্ডলীর অন্যান্য সভাগুলোর মাধ্যমে ঈশ্বরের পরিচারকরা দক্ষতার সঙ্গে ঈশ্বরের বার্তা বলার জন্য প্রশিক্ষিত হয়ে চলেছে। যিশু এবং তাঁর শিষ্যদের অনুকরণ করে তারা যোগ্য ব্যক্তিদের অন্বেষণ করে এবং যেখানেই লোকেদের পায় তাদের কাছে প্রচার করে। (মথি ১০:১১; মার্ক ১:১৬; লূক ৪:১৫; প্রেরিত ২০:১৮-২০) বাইবেলভিত্তিক এই প্রচারের পদ্ধতি কতই না কার্যকর প্রমাণিত হয়েছে!
৪ সেই ঐশিক প্রচারের দায়িত্ব সম্পাদন করার জন্য খ্রিস্টান পরিচারকদের মাধ্যমে কোটি কোটি বাইবেল, বই, ব্রোশার এবং পত্রিকা বিতরিত হচ্ছে। এই প্রকাশনাগুলো প্রায় ৪০০ ভাষায় সরবরাহ করা হচ্ছে, যেগুলো বিভিন্ন বিষয়বস্তুকে অন্তর্ভুক্ত করে এবং সেই পদ্ধতিগুলোকে ব্যবহার করে যেগুলো বিভিন্ন ধরনের লোকেদের আকৃষ্ট করে। আপনি কি এই হাতিয়ারগুলো কার্যকরভাবে ব্যবহার করছেন?
৫ স্বর্গীয় পরিচালনা এবং সমর্থন: ভবিষ্যদ্বাণীমূলক দর্শনটি এও স্পষ্ট করে যে, রূপক অশ্বারোহী দলের আকস্মিক আক্রমণের দ্বারা প্রতিনিধিত্বকারী কাজে ঐশিক সমর্থন রয়েছে। (প্রকা. ৯:১৩-১৫) বিশ্বব্যাপী যে-প্রচার কাজ সম্পন্ন হচ্ছে, তা মানুষের কোনো প্রজ্ঞা বা শক্তির দ্বারা নয় বরং ঈশ্বরের আত্মার দ্বারা হচ্ছে। (সখ. ৪:৬) যিহোবা এই কাজে স্বর্গদূতেদের ব্যবহার করছেন। (প্রকা. ১৪:৬) এইভাবে, যিহোবা তাঁর মানব সাক্ষিদের প্রচেষ্টায় স্বর্গ থেকে সমর্থন করছেন, যাতে নম্র লোকেদের তাঁর কাছে আকৃষ্ট করতে পারেন।—যোহন ৬:৪৫, ৬৫.
৬ ঈশ্বরের বার্তা জানানোর জন্য প্রশিক্ষিত, সুসজ্জিত এবং স্বর্গদূতেদের পরিচালনাধীনে কার্যরত যিহোবার লোকেরা হল এক অপ্রতিরোধ্য শক্তি। আসুন এই রোমাঞ্চকর ভবিষ্যদ্বাণীমূলক দর্শনের পরিপূর্ণতায় আমাদের দায়িত্ব আমরা পালন করে চলি।
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১, ২. কীভাবে আজকে ঈশ্বরের দাসেরা প্রকাশিত বাক্য ৯:১৩-১৯ পদের ভবিষ্যদ্বাণীমূলক দর্শনের পরিপূর্ণতার সঙ্গে জড়িত?
৩. ঈশ্বরের বার্তা কার্যকরভাবে বলার জন্য আপনি কোন প্রশিক্ষণ লাভ করেছেন?
৪. অনেক প্রকাশকের কাছে কোন প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে, যা তাদের কাজ চালিয়ে যেতে সাহায্য করে?
৫, ৬. কী দেখায় যে, যিহোবার লোকেদের স্বর্গীয় সমর্থন রয়েছে?