ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৮/০৪ পৃষ্ঠা ৫
  • আপনার সমস্ত আচারব্যবহারে পবিত্র হোন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার সমস্ত আচারব্যবহারে পবিত্র হোন
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • উপশিরোনাম
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • পবিত্র আচারব্যবহার দেখান
  • ▪ হোটেলের সমস্ত নিয়মকানুন মেনে চলুন
  • “পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ”
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আধ্যাত্মিকভাবে সতেজ হওয়ার তিনটে দিন
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যিহোবার অপেক্ষা করুন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সৎক্রিয়ায় আদর্শ হোন
    ২০০৩ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৮/০৪ পৃষ্ঠা ৫

আপনার সমস্ত আচারব্যবহারে পবিত্র হোন

১ পবিত্র ঈশ্বর যিহোবার দাস হিসেবে, আমরা আমাদের সমস্ত আচারব্যবহারে পবিত্র হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করি। (১ পিতর ১:​১৫, ১৬) এর মানে হল যে, আমরা আমাদের জীবনের সমস্ত ক্ষেত্রে যিহোবার মানগুলোকে সমর্থন করার জন্য আপ্রাণ চেষ্টা করি। পবিত্র আচারব্যবহার দেখানোর জন্য এই বছরের জেলা সম্মেলন আমাদেরকে এক বিশেষ সুযোগ করে দেবে।

২ হোটেলগুলোতে: গত বছর একটা হোটেলে সম্মেলনের অভ্যাগতরা ছিল আর সেই হোটেলের একজন ম্যানেজার বলেছিলেন: “আমাদের এখানে আসা যিহোবার সাক্ষিরা খুবই ভাল লোক। . . . আমরা আপনাদের মতো লোকেদেরই চাই।” নিচের অনুস্মারকগুলো মেনে চলা আমাদেরকে আমাদের সুনাম বজায় রাখতে সাহায্য করবে। (১) প্রকৃতপক্ষে যে-কয়টা রুমের দরকার হবে তার চেয়ে বেশি রুম বুক করবেন না এবং আপনার রুমে যত জনকে থাকতে অনুমতি দেওয়া হয় তার বেশি লোক থাকবেন না। (২) আপনাকে যদি আপনার বুকিং বাতিল করতেই হয়, তা হলে দেরি না করে হোটেলকে তা জানান। (৩) যে-রুমগুলোতে রান্না করার অনুমতি নেই সেখানে রান্না করবেন না। (৪) হাউসকিপার এবং ওয়েটারকে বকশিশ দিন। (৫) হোটেলে থাকার সময় অতিথিদের ব্যবহারের জন্য বিনামূল্যে জোগানো সকালের জলখাবার, কফি এবং বরফের ব্যবস্থাদির অত্যাধিক সুযোগ নেবেন না। (৬) হোটেলকর্মীদের সঙ্গে কথাবার্তা বলার সময়, বিশেষ করে হোটেলে ঢোকার ও ছেড়ে যাওয়ার অত্যন্ত ব্যস্ত সময়ে আত্মার ফল প্রদর্শন করুন।​—⁠গালা. ৫:​২২, ২৩.

৩ আমাদের ভদ্র আচরণ এক জোরালো সাক্ষ্য দিতে পারে। গত বছর একজন যুবক সাক্ষি নম্রভাবে হোটেলের ক্লার্কের কাছে কাগজ ও কলম চেয়েছিলেন আর তারপর তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। এটা সেই ক্লার্কের ওপর ছাপ ফেলেছিল আর তাই তিনি মন্তব্য করেছিলেন: “নিশ্চিতভাবে এইরকম নম্র স্বভাবের যুবক-যুবতীদের এখন আপনি আর দেখতে পাবেন না।” কিন্তু কিছু ক্ষেত্রে, বাবামার তত্ত্বাবধানহীন ছেলেমেয়েদেরকে সাঁতার কাটতে, লিফ্টগুলোতে খেলা করতে, জোরে জোরে কথা বলতে এবং প্রবেশদ্বারে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে। বাবামায়েদের তাদের ছেলেমেয়েদেরকে ছেড়ে দেওয়া উচিত নয়, বরং তাদের ওপর নজর রাখা উচিত এটা নিশ্চিত করতে যে, তাদের আচারব্যবহার যেন যিহোবার প্রশংসা নিয়ে আসে।​—⁠হিতো. ২৯:⁠১৫.

৪ রেস্টুরেন্টগুলোতে: একটা সম্মেলনের কাছাকাছি এক রেস্টুরেন্টের একজন ওয়েটার মন্তব্য করেছিলেন: “সাক্ষিরা অন্যদের চেয়ে আলাদা। তারা অন্যদের প্রতি সম্মান দেখায়।” উত্তম আচারব্যবহারের অন্তর্ভুক্ত জোরে কথাবার্তা বলা ও হাসাহাসি করা এড়িয়ে চলা, যা হয়তো যারা খাওয়াদাওয়া করছে তাদের বিরক্ত করতে পারে। এ ছাড়া, আমাদের এও মনে রাখা উচিত যে, কোনো কোনো জায়গায় কাজের ওপর নির্ভর করে ১৫ থেকে ২০ শতাংশ বকশিশ দেওয়ার রীতি রয়েছে। এমনকি ভোজন ও পান করার সময়ও, আমরা সমস্তকিছুই ঈশ্বরের গৌরবার্থে করার চেষ্টা করি।​—⁠১ করি. ১০:⁠৩১.

৫ সম্মেলনে: বিশেষ করে সম্মেলনস্থলে আমাদের উত্তম আচারব্যবহার প্রতীয়মান হওয়া উচিত। দয়া করে পরিচারকদের নির্দেশনার সঙ্গে সহযোগিতা করুন, সেটা গাড়ি রাখার জায়গা এবং মিলনায়তন উভয় ক্ষেত্রেই। (ইব্রীয় ১৩:১৭) একজন আগ্রহী ব্যক্তি যিনি গত বছর কেরলে আমাদের চারটে সম্মেলনের একটাতে যোগ দিয়েছিলেন, তিনি বলেছিলেন: “এখানে সকলেই হাসিখুশি। আমি এই ধরনের লোকেদের মধ্যে থাকতে পছন্দ করি।” আরেকজন মন্তব্য করেছিলেন: “এইরকম এক সুসংগঠিত সমাবেশ আমি কখনও দেখিনি।” কিশোর-কিশোরীসহ পরিবারগুলোর তাদের ছোট ছেলেমেয়েদেরকে অন্য অল্পবয়স্ক দলগুলোর সঙ্গে বসার অনুমতি না দিয়ে বরং একসঙ্গে বসা উচিত। যেকোনো ধরনের রেকর্ডারগুলো সম্মেলন হলের ইলেকট্রিক্যাল অথবা সাউন্ড সিস্টেমের সঙ্গে সংযুক্ত করা উচিত নয় এবং সেগুলো কেবল সেইভাবেই ব্যবহার করা যেতে পারে, যা অন্যদের বিঘ্নিত করে না। আপনি যদি ছবি তুলতে চান, তা হলে অধিবেশন চলাকালীন ক্যামেরার ফ্ল্যাশ ব্যবহার করা উচিত নয়। পেজার ও সেল ফোনগুলোকে ঠিকমতো সমন্বয় করা উচিত, যাতে সেগুলো বিক্ষিপ্ত করার কারণ না হয়। সম্মেলন হলে আপনি যদি কোনো দুর্ঘটনা ঘটতে দেখেন, তা হলে দয়া করে কোনো পরিচারককে অথবা প্রাথমিক চিকিৎসা বিভাগকে তা জানান। সম্মেলন হলে যোগ্যতাসম্পন্ন চিকিৎসা সংক্রান্ত সহায়তা পাওয়া যাবে।

৬ আমাদের আচারব্যবহার আমাদেরকে অন্যদের থেকে আলাদা করে এবং আমাদের ঈশ্বরকে গৌরবান্বিত করে। (১ পিতর ২:১২) সম্মেলনে, যিহোবার সাক্ষিদের কাজকর্ম জনসমক্ষে দেখা যাবে। তাই, আপনার সমস্ত আচারব্যবহারে পবিত্র হতে দৃঢ়সংকল্পবদ্ধ হোন।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. আমাদের সমস্ত আচারব্যবহারে পবিত্র হওয়া কেন গুরুত্বপূর্ণ?

২. কীভাবে আমরা হোটেলগুলোতে উত্তম আচারব্যবহার দেখাতে পারি?

৩. কীভাবে অল্পবয়স্ক সাক্ষিদের আচারব্যবহার হয়তো অন্যদেরকে প্রভাবিত করতে পারে?

৪. অন্যেরা যখন রেস্টুরেন্টগুলোতে খাওয়াদাওয়া করে, তখন কীভাবে আমরা তাদের প্রতি বিবেচনা দেখাতে পারি?

৫. সম্মেলনস্থলে আমাদের উত্তম আচারব্যবহার কোন বিষয় অন্তর্ভুক্ত করে?

৬. সম্মেলনগুলোতে আমাদের আচারব্যবহার কীভাবে ঈশ্বরকে গৌরবান্বিত করে?

[৫ পৃষ্ঠার বাক্স]

পবিত্র আচারব্যবহার দেখান

▪ হোটেলের সমস্ত নিয়মকানুন মেনে চলুন

▪ ছেলেমেয়েদের ওপর ভালভাবে নজর রাখুন

▪ অন্যদের প্রতি বিবেচনা দেখান

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার