ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৭/১১ পৃষ্ঠা ৩-৭
  • আধ্যাত্মিকভাবে সতেজ হওয়ার তিনটে দিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আধ্যাত্মিকভাবে সতেজ হওয়ার তিনটে দিন
  • ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের জেলা সম্মেলনগুলো—সত্যের পক্ষে এক জোরালো প্রমাণ
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • যে-আচরণ ঈশ্বরের গৌরব নিয়ে আসে
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • “পরজাতীয়দের মধ্যে আপন আপন আচার ব্যবহার উত্তম করিয়া রাখ”
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • জেলা সম্মেলনগুলো —আনন্দপূর্ণ উপাসনার এক সময়
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৭/১১ পৃষ্ঠা ৩-৭

আধ্যাত্মিকভাবে সতেজ হওয়ার তিনটে দিন

১. এই বছরের জেলা সম্মেলন থেকে আমরা কী লাভ করার আশা করতে পারি?

১ এই আধ্যাত্মিক মরুভূমিতে, যা হল শয়তানের জগৎ, যিহোবা তাঁর দাসদেরকে ক্রমাগত সতেজ করেন। (যিশা. ৫৮:১১) আমাদেরকে শক্তি জোগানোর জন্য যে-একটা ব্যবস্থা যিহোবা ব্যবহার করেন, তা হল বার্ষিক জেলা সম্মেলন। এই বছরের সম্মেলন যতই এগিয়ে আসছে, আমরা কীভাবে আধ্যাত্মিক সতেজতা লাভ ও প্রদান করার জন্য প্রস্তুত হতে পারি?—হিতো. ২১:৫.

২. কোন প্রস্তুতিগুলো আমাদের চূড়ান্ত করা প্রয়োজন?

২ আপনি যদি ইতিমধ্যে তা না করে থাকেন, তাহলে সম্মেলনের তিন দিনই উপস্থিত থাকার জন্য এখনই আপনার ব্যক্তিগত ও জাগতিক কাজের তালিকায় রদবদল করার জন্য সময় করে নিন। প্রত্যেক দিন সম্মেলনস্থলে যেতে আপনার কতটা সময় লাগবে, তা কি আপনি হিসেব করে রেখেছেন, যাতে কার্যক্রম শুরু হওয়ার আগে আপনি পৌঁছাতে ও আসন খুঁজে নিতে পারেন? নিশ্চিতভাবেই যিহোবা আমাদের জন্য শক্তি প্রদানকারী যে-আধ্যাত্মিক ভোজ প্রস্তুত করেছেন, তার কোনোটাই আমরা বাদ দিতে চাইব না। (যিশা. ৬৫:১৩, ১৪) আপনার কি থাকার ও যাওয়া-আসার ব্যবস্থাদি করা হয়ে গিয়েছে?

৩. কার্যক্রম থেকে পুরোপুরিভাবে উপকার লাভ করার জন্য কোন পরামর্শগুলো আমাদেরকে ও আমাদের পরিবারকে সাহায্য করবে?

৩ কী আপনাকে অধিবেশনগুলো চলাকালীন পূর্ণ মনোযোগ দিতে সাহায্য করবে? যদি সম্ভব হয়, তাহলে সম্মেলনের সময়ের প্রতিদিন রাতে পর্যাপ্ত বিশ্রাম নিন। বক্তার ওপর আপনার দৃষ্টি নিবদ্ধ করুন। আপনার বাইবেল থেকে প্রতিটি শাস্ত্রপদ মিলিয়ে দেখুন। সংক্ষিপ্ত নোটও নিন। পরিবারগুলোর একসঙ্গে বসা উচিত, যাতে বাবা-মারা তাদের সন্তানদেরকে পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য সাহায্য করতে পারে। (হিতো. ২৯:১৫) সম্ভবত প্রত্যেকটা সন্ধ্যায় পরিবারগতভাবে আপনি সম্মেলনের মুখ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। এমনকী সম্মেলনের পরেও, আপনার পরিবার যাতে ক্রমাগত সতেজ হতে পারে, সেইজন্য আপনি আপনার পারিবারিক উপাসনার সন্ধ্যার সময় আপনার পরিবারে প্রয়োগ করার জন্য নির্দিষ্ট বিষয়গুলোকে বিবেচনা করতে সময় আলাদা করে রাখতে পারেন।

৪. কীভাবে আমরা আধ্যাত্মিক সতেজতা লাভ করার জন্য আমাদের মণ্ডলীতে অন্যদেরকে সাহায্য করতে পারি?

৪ অন্যদেরকে সতেজতা লাভ করতে সাহায্য করুন: আমরা চাই অন্যেরাও যেন আধ্যাত্মিক সতেজতা লাভ করে। মণ্ডলীতে বয়স্ক প্রকাশক ও অন্যেরা কি রয়েছে, যাদের সম্মেলনে যোগদান করার জন্য সাহায্যের প্রয়োজন? আপনি কি তাদেরকে সাহায্য করতে পারেন? (১ যোহন ৩:১৭, ১৮) প্রাচীনদের, বিশেষ করে দল অধ্যক্ষদের এটা দেখা উচিত যে, এই ধরনের প্রকাশকরা যেন প্রয়োজনীয় সাহায্য লাভ করে।

৫. কীভাবে আমরা সম্মেলনের আমন্ত্রণপত্রগুলো বিতরণ করব? (৫ পৃষ্ঠায় দেওয়া বাক্সটিও দেখুন।)

৫ অতীতের মতোই, আমাদের সম্মেলন শুরু হওয়ার তিন সপ্তাহ আগে, আমরা অন্যদেরকে যোগদান করার আমন্ত্রণ জানানোর এক অভিযানে অংশগ্রহণ করব। মণ্ডলীগুলোর তাদের ভাগের আমন্ত্রণপত্রগুলো বিতরণ করার ও এলাকার যতখানি সম্ভব, শেষ করার জন্য লক্ষ্য স্থাপন করা উচিত। এলাকাটা যদি স্পর্শকাতর হয়, তাহলে আমন্ত্রণপত্র দেওয়ার আগে আমাদের নির্ধারণ করা দরকার যে, গৃহকর্তা আগ্রহী কি না। আপনার পরিবারে থেকে যাওয়া আমন্ত্রণপত্রগুলো অভিযান শেষে সম্মেলনে নিয়ে আসা উচিত, যাতে আপনি রীতিবর্হিভূতভাবে সাক্ষ্যদানের সময় সেগুলো ব্যবহার করতে পারেন। প্রথম দিনের কার্যক্রম চলাকালীন এই বিষয়ের ওপর আরও তথ্য প্রদান করা হবে। যে-আমন্ত্রণপত্রগুলো আপনার পরিবার সম্মেলন শহরে থাকার সময় ব্যবহার করবে না বলে মনে হয়, সেগুলো সম্মেলন হলে ঢোকার সময় একজন পরিচারককে দিয়ে দেওয়া উচিত। দয়া করে একটি কপি নিজের জন্য রেখে দিন, কারণ তৃতীয় দিনে শেষ বক্তৃতায় আপনার এটি দেখার প্রয়োজন হবে।

৬. কোন কোন উপায়ে আমরা সম্মেলনে উত্তম আচারব্যবহার প্রদর্শন করতে পারি?

৬ উত্তম আচারব্যবহার সতেজ করে: এমন একটা সময়ে যখন অনেক লোকই “আত্মপ্রিয়” এবং অন্যদের অনুভূতির প্রতি বিবেচনা দেখায় না, তখন সেই সহখ্রিস্টানদের মাঝে থাকা কতই না সতেজতাদায়ক, যারা উত্তম আচারব্যবহার প্রদর্শন করার জন্য আপ্রাণ চেষ্টা করে! (২ তীম. ৩:২) সকাল ৮:০০টায় যখন হল খোলা হয়, তখন শান্তভাবে ও সুশৃঙ্খলভাবে হলে ঢোকার এবং যারা আমাদের সঙ্গে বাস করে অথবা আমাদের গাড়িতে যাতায়াত করে কিংবা বর্তমানে যাদের সঙ্গে আমরা বাইবেল অধ্যয়ন পরিচালনা করছি, কেবল তাদের জন্যই আসন সংরক্ষণ করার দ্বারা আমরা উত্তম আচারব্যবহার দেখিয়ে থাকি। সভাপতি যখন অনুরোধ করেন যে, আমরা যেন আমাদের আসনে গিয়ে বসি ও প্রতিটা অধিবেশনের সূচনামূলক যন্ত্রসংগীত শুনি, তখন আমরা তা মেনে চলি। কার্যক্রম চলাকালীন আমাদের সেলফোন অথবা পেজারকে এমনভাবে সেট করা আমাদের উত্তম আচারব্যবহারকে প্রদর্শন করে, যাতে তা অন্যদের বিঘ্নিত না করে। এ ছাড়া, কার্যক্রম চলাকালীন কথা না বলার, এসএমএস না করার, খাওয়াদাওয়া না করার অথবা বারান্দায় অযথা চলাফেরা না করার দ্বারাও আমরা উত্তম আচারব্যবহার প্রদর্শন করি।

৭. কীভাবে আমরা আমাদের ভাইবোনদের সঙ্গে মেলামেশা করার সময় সতেজতা লাভ ও প্রদান করতে পারি?

৭ সতেজতাদায়ক মেলামেশা: আমাদের সতেজতাদায়ক খ্রিস্টীয় একতা ও ভ্রাতৃসমাজ উপভোগ করার জন্য সম্মেলনগুলো আমাদেরকে প্রচুর সুযোগ প্রদান করে থাকে। (গীত. ১৩৩:১-৩) ‘প্রশস্ত হওয়ার’ ও অন্যান্য মণ্ডলী থেকে আসা ভাইবোনদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য নিজে থেকে এগিয়ে যান না কেন? (২ করি. ৬:১৩) আপনি হয়তো প্রতিদিন অন্ততপক্ষে একজন নতুন ব্যক্তি অথবা একটা নতুন পরিবারকে জানা আপনার লক্ষ্য করে তুলতে পারেন। দুপুরের বিরতি তা করার জন্য এক উত্তম সুযোগ প্রদান করে। তাই হালকা খাবার নিয়ে আসুন আর খাবার কেনার জন্য অথবা কাছাকাছি কোনো রেস্টুরেন্টে খাওয়ার জন্য সম্মেলন হল ছেড়ে না গিয়ে বরং সম্মেলনস্থলে অন্যদের সঙ্গে খাওয়াদাওয়া ও মেলামেশা উপভোগ করুন। এটা হয়তো নতুন ও স্থায়ী বন্ধুত্বের আশীর্বাদের দিকে পরিচালিত করতে পারে।

৮. কেন আমাদের সম্মেলনে স্বেচ্ছাসেবকের কাজ করা উচিত আর কীভাবে আমরা তা করতে পারি?

৮ পবিত্র সেবায় সহউপাসকদের সঙ্গে কাজ করা কতই না সতেজতাদায়ক! আপনি কি স্বেচ্ছায় কোনো বিভাগে সহযোগিতা করতে অথবা পরিষ্কারের কাজে আপনার মণ্ডলীকে সাহায্য করতে পারেন? (গীত. ১১০:৩) আপনি যদি ইতিমধ্যেই কোনো কাজের দায়িত্ব না পেয়ে থাকেন, তাহলে দয়া করে সম্মেলনে স্বেচ্ছাসেবক পরিচর্যা বিভাগ-এ যাওয়ার বিষয়টা বিবেচনা করুন। একসঙ্গে কাজ করা কাজকে আনন্দপূর্ণ ও হালকা করে তোলে।

৯. কেন সম্মেলনের সময়ে আমাদের আচরণ ও বেশভূষার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত?

৯ আমাদের আচরণ প্রত্যক্ষদর্শীদের জন্য সতেজতাদায়ক: আমরা শুধুমাত্র কার্যক্রম চলাকালীনই নয় কিন্তু তিন দিনই সম্মেলনের অভ্যাগত। সম্মেলন শহরে যারা আমাদেরকে লক্ষ করে, তাদের আমাদের ও ন-সাক্ষিদের মধ্যে এক সতজতাদায়ক বৈষম্য দেখতে পাওয়া উচিত। (১ পিতর ২:১২) সম্মেলনস্থলে, আমাদের থাকার জায়গায় এবং রেস্টুরেন্টগুলোতে আমাদের পোশাক-আশাক ও সাজগোজ যিহোবার সম্মান নিয়ে আসা উচিত। (১ তীম. ২:৯, ১০) আমরা যদি ব্যাজ কার্ড পরে থাকি, তাহলে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে যিহোবার সাক্ষি বলে শনাক্ত করতে পারবে। এটা হয়তো আমাদেরকে আমাদের সম্মেলন সম্বন্ধে তাদেরকে বলার ও আরও সাক্ষ্যদান করার সুযোগ প্রদান করতে পারে।

১০. কীভাবে আমরা এই বিষয়টা নিশ্চিত করতে পারি যে, হোটেল ও রেস্টুরেন্টের কর্মীদের আমাদের সম্মেলন সম্বন্ধে এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে?

১০ কীভাবে আমরা হোটেল ও রেস্টুরেন্টের কর্মীদের সঙ্গে সহযোগিতা করতে পারি? আমরা আসলে যতগুলো রুম ব্যবহার করব, তার চেয়ে বেশি রুম বুক করা উচিত নয় কারণ তাতে অন্যান্য অভ্যাগতরা রুম পাবে না আর এতে হোটেল কর্তৃপক্ষের ব্যাবসায়িক যে-ক্ষতি হবে, তা পূরণ করা খুবই কঠিন হয়ে পড়বে। হোটেলে ঢোকার অথবা হোটেল ছেড়ে যাওয়ার সময়, হোটেল যদি ব্যস্ত থাকে, তাহলে আমাদের ধৈর্য ও অনুগ্রহ বা সদয় মনোভাব প্রদর্শন করা উচিত। (কল. ৪:৬) রেস্টুরেন্টের পরিবেশনকারীদের এবং যে-হোটেল কর্মীরা আমাদের ব্যাগ বয়ে নিয়ে যায়, আমাদের রুম পরিষ্কার করে ও অন্যান্য কাজ করে থাকে, তাদেরকে রীতি অনুসারে আমাদের বকশিশ দেওয়া উচিত।

১১. আমাদের খ্রিস্টীয় আচরণের ফলে যে-উত্তম সাক্ষ্যদান করা হয়, কোন অভিজ্ঞতাগুলো তা দেখায়?

১১ সম্মেলন চলাকালীন আমাদের উত্তম আচরণ অন্যদের ওপর কোন প্রভাব ফেলে? সংবাদপত্রের একটি প্রবন্ধ অনুসারে, সম্মেলনের জন্য ব্যবহৃত একটা হলের ম্যানেজার এরকমটা বলেছিলেন: “লোকেরা খুবই ভদ্র। প্রতি বছর তাদেরকে পেয়ে আমরা আনন্দিত।” গত বছর একজন ন-সাক্ষি, সম্মেলন অভ্যাগতদের দ্বারা ব্যবহৃত একটা হোটেলে তার মানিব্যাগ হারিয়েছিলেন। অক্ষত অবস্থায় সমস্ত জিনিসসমেত ব্যাগটা যখন হোটেলের ম্যানেজারের কাছে ফেরত দেওয়া হয়েছিল, তখন সেই ম্যানেজার সেই ব্যাগের মালিককে বলেছিলেন: “আপনার জন্য এটা ভালো বিষয় ছিল যে, যিহোবার সাক্ষিরা কাছাকাছি তাদের সম্মেলনে যোগদান করছিল আর হোটেল তাদের দ্বারা পূর্ণ ছিল। তা না হলে, আপনি হয়তো এই মানিব্যাগটা ফেরত পেতেন না।”

১২. সম্মেলন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে, কী আমাদের লক্ষ্য হওয়া উচিত এবং কেন?

১২ এই বছরের সম্মেলনগুলো দ্রুত এগিয়ে আসছে। কার্যক্রম ও সম্মেলনের পরিবেশকে সতেজতাদায়ক করে তোলার জন্য অনেক সময় ব্যয় ও প্রচেষ্টা করা হয়েছে। তিন দিনই উপস্থিত থাকাকে আপনার লক্ষ্য করে তুলুন আর যিহোবা ও তাঁর সংগঠন আপনার জন্য যা প্রস্তুত করেছেন, সেটার জন্য প্রস্তুতি নিন। আপনার উত্তম আচারব্যবহার ও আনন্দপূর্ণ মেলামেশার মাধ্যমে অন্যদেরকে সতেজ করার জন্য সংকল্পবদ্ধ হোন। তাহলে আপনি ও অন্যেরাও হয়তো গত বছরের অভ্যাগতদের মধ্যে একজন যেমনটা মনে করেছিলেন, তেমনটা করতে পারেন, যিনি লিখেছিলেন: “আমি এর চেয়ে বেশি পরিতৃপ্তিদায়ক অভিজ্ঞতার কথা মনে করতে পারছি না!”

[৪ পৃষ্ঠার ব্লার্ব]

অতীতের মতোই, আমাদের সম্মেলন শুরু হওয়ার তিন সপ্তাহ আগে, আমরা অন্যদেরকে যোগদান করার আমন্ত্রণ জানানোর এক অভিযানে অংশগ্রহণ করব

[৬ পৃষ্ঠার ব্লার্ব]

সম্মেলনস্থলে, আমাদের থাকার জায়গায় এবং রেস্টুরেন্টগুলোতে আমাদের পোশাক-আশাক ও সাজগোজ যিহোবার সম্মান নিয়ে আসা উচিত

[৭ পৃষ্ঠার ব্লার্ব]

আপনার উত্তম আচারব্যবহার ও আনন্দপূর্ণ মেলামেশার মাধ্যমে অন্যদেরকে সতেজ করার জন্য সংকল্পবদ্ধ হোন

[৪ পৃষ্ঠার বাক্স]

২০১১ সালের জেলা সম্মেলন সম্বন্ধে মনে রাখার মতো বিষয়গুলো

◼ কার্যক্রমের সময়সূচি: কার্যক্রম তিনদিনই সকাল ৯:২০ মিনিটে শুরু হবে। হলের দরজা সকাল ৮:০০-টায় খুলে দেওয়া হবে। যখন ভূমিকামূলক যন্ত্রসংগীতের বিষয় ঘোষণা করা হয়, তখন আমাদের সকলেরই নিজ নিজ আসনে বসে যাওয়া উচিত, যাতে কার্যক্রম মর্যাদাপূর্ণভাবে শুরু করা যেতে পারে। কার্যক্রম প্রথম ও দ্বিতীয় দিন বিকেল ৪:৫৫ মিনিটে এবং তৃতীয় দিন বিকেল ৩:৪০ মিনিটে শেষ হবে।

◼ পার্কিং: সমস্ত সম্মেলনস্থলে, যেখানে আমরা পার্কিংয়ের অনুমতি পেয়েছি, সেখানে যিনি প্রথমে আসবেন তিনি বিনামূল্যে গাড়ি রাখার জায়গা প্রথমে পাবেন। যেহেতু পার্কিংয়ের জায়গা সীমিত, তাই যতটা সম্ভব বেশ কয়েক জন মিলে একটা গাড়ি ব্যবহার করা উচিত।

◼ আসন সংরক্ষণ: যারা আমাদের সঙ্গে বাস করে অথবা আমাদের গাড়িতে যাতায়াত করে কিংবা বর্তমানে যাদের সঙ্গে আমরা বাইবেল অধ্যয়ন পরিচালনা করছি, কেবল তাদের জন্যই আসন সংরক্ষণ করা যেতে পারে।—১ করি. ১৩:৫.

◼ দুপুরের খাবার: দয়া করে দুপুরের বিরতির সময়ে খাবারের জন্য সম্মেলনস্থল ছেড়ে না গিয়ে বরং হালকা খাবার সঙ্গে করে নিয়ে আসুন। আসনের নীচে রাখা যায় এমন একটা ছোটো খাবারের ব্যাগ ব্যবহার করা যেতে পারে। সম্মেলন হলে বড়ো আকারের খাবারের ব্যাগ এবং কাচের পাত্র নিয়ে আসা অনুমোদিত নয়। সম্মেলনের সংগঠকের পক্ষ থেকে খাবার এবং জলখাবার সরবরাহ করা হবে না।

◼ দান: সম্মেলনে শিক্ষামূলক কাজের জন্য স্বেচ্ছায় দান দেওয়ার মাধ্যমে আমরা সম্মেলনের ব্যবস্থাদির প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি। যেকোনো চেক “ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্‌ ইন্ডিয়া”-র নামে হওয়া উচিত।

◼ দুর্ঘটনা ও জরুরি অবস্থা: সম্মেলনস্থলে যদি চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি অবস্থা দেখা দেয়, তাহলে দয়া করে কাছাকাছি রয়েছে এমন কোনো পরিচারকের সঙ্গে যোগাযোগ করুন, যিনি তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা বিভাগ-কে জানাবেন, যাতে সম্মেলনস্থলে আমাদের প্রাথমিক চিকিৎসা বিভাগের যোগ্য ব্যক্তিরা পরিস্থিতির গুরুত্ব মূল্যায়ন করতে ও সাহায্য করতে পারে। যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের প্রাথমিক চিকিৎসা বিভাগের ব্যক্তিরা অ্যাম্বুলেন্স ডাকবে। এটা জরুরি অবস্থায় প্রদেয় সেবা বিভাগকে বার বার ফোন পাওয়ার থেকে রেহাই দেবে।

◼ ওষুধ: আপনার যদি ডাক্তারের লেখা কোন ওষুধের প্রয়োজন হয়, তাহলে দয়া করে আপনার সঙ্গে যথেষ্ট পরিমাণে তা নিয়ে আসার বিষয়ে খেয়াল রাখুন, কারণ সম্মেলন হলে সেগুলোর কোনোটাই পাওয়া যাবে না।

◼ জুতো: প্রতি বছর জুতো সম্পর্কিত কারণে বেশ কয়েকজন আঘাত পেয়ে থাকে। মার্জিত, সঠিক মাপের জুতো বাছাই করা সর্বোত্তম, যা একজনকে ঢালু পথে, সিঁড়িতে বা এইরকম রাস্তায় নিরাপদে হাঁটাচলা করতে সাহায্য করবে।

◼ সুগন্ধি দ্রব্য: অধিকাংশ সম্মেলন এমন অবরুদ্ধ হলগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে যন্ত্ররে সাহায্যে বায়ুচলাচলের ব্যবস্থা থাকে। তাই, কড়া সুগন্ধি দ্রব্য, পারফিউম ব্যবহার সীমিত করা আমাদের জন্য প্রেমের কাজ হবে, যা হয়তো শ্বাসকষ্ট অথবা সম্পর্কযুক্ত অন্যান্য সমস্যায় ভোগে এমন ব্যক্তিদের জন্য সমস্যার কারণ হতে পারে।—১ করি. ১০:২৪.

◼ দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) ফর্ম: সম্মেলনের সময়ে রীতিবহির্ভূত সাক্ষ্যদানের ফলে কেউ আগ্রহ দেখিয়ে থাকলে, সেই বিষয়ে তথ্য প্রদান করতে দয়া করে পুনর্সাক্ষাৎ করুন নামক একটা ফর্ম ব্যবহার করা উচিত। প্রকাশকদের দু-একটা ফর্ম সম্মেলনে নিয়ে আসা উচিত। পূরণ করা ফর্মগুলো বুক রুম-এ অথবা আপনার মণ্ডলীতে ফিরে গিয়ে মণ্ডলীর সচিবের কাছে জমা দিতে পারেন।—২০০৯ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠা দেখুন।

◼ রেস্টুরেন্ট: রেস্টুরেন্টগুলোতে আপনাদের উত্তম আচরণের মাধ্যমে যিহোবার নামকে সম্মান করুন। যদি বকশিশ দেওয়ার রীতি থাকে, তাহলে কিছু বকশিশ ছেড়ে যান।

◼ হোটেল:

(১) আপনি যতগুলো ব্যবহার করবেন, দয়া করে তার চেয়ে বেশি রুম বুক করবেন না এবং যতজনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি লোককে আপনার রুমে রাখবেন না।

(২) জরুরি অবস্থা দেখা না দিলে, আপনার বুক করা রুম বাতিল করবেন না আর বাতিল করার প্রয়োজন হলে, সঙ্গেসঙ্গে হোটেলকে তা জানিয়ে দিন।—মথি ৫:৩৭.

(৩) মালপত্র বহনের ট্রলি তখনই নিয়ে যান, যখন আপনি তা ব্যবহার করার জন্য তৈরি আছেন এবং সঙ্গেসঙ্গে সেটা ফিরিয়ে দিন, যাতে অন্যেরা ব্যবহার করতে পারে।

(৪) যেখানে রান্না করার অনুমতি রয়েছে, সেই রুমগুলোতেই রান্না করবেন।

(৫) হোটেলের কর্মীরা যখন আপনার জিনিসপত্র বয়ে নিয়ে যায়, তখন তাদেরকে কিছু বকশিশ দিন আর যে-ব্যক্তি প্রতিদিন রুম পরিষ্কার করেন, তাকে কিছু বকশিশ দিন।

(৬) হোটেলে থাকাকালীন, অতিথিদের জন্য বিনামূল্যে সকালের জলখাবার, কফি বা বরফ দেওয়ার যে-ব্যবস্থা থাকে, সেই সুবিধার অপব্যবহার করবেন না।

(৭) হোটেলের কর্মচারীদের সঙ্গে আচারব্যবহারে সবসময়ই আত্মার ফল প্রদর্শন করুন। তারা অনেক অতিথির দেখাশোনা করে থাকে এবং আমাদের সদয়ভাব, ধৈর্য এবং যুক্তিবাদিতাকে উপলব্ধি করে থাকে।

(৮) সুপারিশকৃত লজিং লিস্ট-এ দেখানো রুমের ভাড়াটা হচ্ছে কর বাদ দিয়ে প্রতিদিনের রুমের পুরো ভাড়া। আপনাকে যদি এমন কিছু জিনিসের জন্য অতিরিক্ত টাকা চেয়ে বিল দেওয়া হয় যেগুলো আপনি আদৌ চাননি বা ব্যবহার করেননি, তাহলে সেই টাকা দিতে অস্বীকার করুন, এবং যত শীঘ্র পারেন সম্মেলনে রুমিং ডিপার্টমেন্ট-কে জানান।

(৯) আপনার হোটেল রুম নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনি সম্মেলনে থাকাকালীনই রুমিং ডিপার্টমেন্ট-কে তা জানান, যাতে তারা আপনাকে সাহায্য করতে পারে।

(১০) এ ছাড়া, দয়া করে লক্ষ করুন যে, হোটেলে রুম নেওয়ার সময় আপনি যখন ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন, তখন আশা করা হয় যে, আপনার রুমের পুরো মূল্য ও সেইসঙ্গে আপনার থাকাকালীন সম্ভাব্য যেকোনো ক্ষতিপূরণ অথবা দুর্ঘটনাজনিত খরচ মেটানোর জন্য আপনার অ্যাকাউন্টে যথেষ্ট অর্থ রয়েছে। আপনি চলে যাওয়ার পর, কয়েক দিনের মধ্যে আপনার খরচপত্র না মেটানো পর্যন্ত আপনি এই অর্থের কোনোটাই ব্যবহার করতে পারবেন না।

◼ স্বেচ্ছাসেবকের কাজ: সম্মেলনে উপস্থিত থাকার মাধ্যমে আমরা যে-সুখ লাভ করি, তা এমনকী আরও বেশি হতে পারে যদি আমরা এর সঙ্গে জড়িত প্রয়োজনীয় কাজগুলোতে সহযোগিতা করার জন্য স্বেচ্ছায় সাহায্য করি। (প্রেরিত ২০:৩৫) যিনি তা করতে চান তার সম্মেলনে স্বেচ্ছাসেবক পরিচর্যা বিভাগে জানানো উচিত। ১৬ বছরের কমবয়সি ছেলেমেয়েরাও তাদের বাবা অথবা মা কিংবা অভিভাবক অথবা বাবা বা মায়ের দ্বারা অনুমোদিত অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির অধীনে কাজ করে অনেক সাহায্য করতে পারে।

[৫ পৃষ্ঠার বাক্স]

কীভাবে আমরা আমন্ত্রণপত্রটি অর্পণ করব?

আমাদের এলাকা শেষ করার জন্য আমাদের সংক্ষেপে কথা বলা উচিত। আমরা হয়তো এইরকম কিছু বলতে পারি: “নমস্কার। আমরা এই আমন্ত্রণপত্রটি বিতরণ করার বিশ্বব্যাপী এক কাজে অংশ নিচ্ছি। এই কপিটি আপনার জন্য। এই আমন্ত্রণপত্রে আপনি বিস্তারিত আরও কিছু তথ্য পাবেন।” আমন্ত্রণপত্রের সামনের দিকটি আগ্রহ জাগিয়ে তোলার মতো, তাই এটি এমনভাবে গৃহকর্তার হাতে দিন যাতে তিনি সেটি দেখতে পান। উদ্যমী হোন। সপ্তাহান্তগুলোতে বিতরণে অংশগ্রহণ করার সময়, উপযুক্ত হলে পত্রিকাগুলোও অর্পণ করা উচিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার