জেলা সম্মেলনগুলো —আনন্দপূর্ণ উপাসনার এক সময়
১ যোষেফ, মরিয়ম, তাদের সন্তানেরা এবং অন্যেরা নিয়মিতভাবে বার্ষিক উৎসবগুলোতে যোগ দেওয়ার জন্য যিরূশালেমে যেত। এই উপলক্ষ্যে, তারা এবং অন্য উপাসকেরা তাদের দৈনন্দিন সমস্যাগুলো সম্বন্ধে চিন্তা না করার চেষ্টা করত এবং তাদের জীবনের আরও বেশি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক দিকগুলোর ওপর মনোযোগ কেন্দ্রীভূত করত। সেই উৎসবগুলো তাদেরকে যিহোবার মঙ্গলভাব নিয়ে চিন্তা করার ও কথা বলার এবং তাঁর ব্যবস্থাকে বিবেচনা করার জন্য সময় করে দিয়েছিল। আমাদের আসন্ন জেলা সম্মেলনগুলো আমাদেরকে যিহোবার আনন্দপূর্ণ উপাসনার জন্য একইরকম সুযোগ প্রদান করবে।
২ প্রস্তুতি প্রয়োজন: নাসরৎ থেকে যাত্রা করার অর্থ ছিল যিশুর পরিবারকে যাওয়া-আসাসহ প্রায় ২০০ কিলোমিটার পথ হাঁটা। যদিও আমরা জানি না যে, যিশুর কতজন ভাইবোন ছিল, কিন্তু আমরা কল্পনা করতে পারি যে, যোষেফ ও মরিয়মের কতটা পরিকল্পনা ও প্রচেষ্টার প্রয়োজন হয়েছিল। আপনি কি আসন্ন জেলা সম্মেলনের তিনদিনই যোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছেন? এর জন্য হয়তো কাজ থেকে ছুটি নেওয়া কিংবা আপনার নিয়োগকর্তা অথবা আপনার সন্তানের শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে ছুটি নেওয়ার বিষয়ে কথা বলার প্রয়োজন হতে পারে। যদি হোটেল রিজার্ভ করার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি কি তা করেছেন? মণ্ডলীতে বিশেষ প্রয়োজন রয়েছে এমন কাউকে সম্মেলনে যোগ দেওয়ার জন্য সাহায্য করতে আপনি কি নিজে থেকে পদক্ষেপ নিতে পারেন?—১ যোহন ৩:১৭, ১৮.
৩ গঠনমূলক সাহচর্য: সহউপাসকদের সঙ্গে গঠনমূলক মেলামেশা করার জন্য যিহুদি উৎসবগুলো কি এক সুযোগই না প্রদান করেছিল! যিশুর পরিবার নিঃসন্দেহে তাদের দীর্ঘদিনের বন্ধুদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত। এ ছাড়া, তারা সেই যিহুদি জনতা ও ধর্মান্তরিত ব্যক্তি যারা যিরূশালেমে উপস্থিত থাকত অথবা সেখানে আসত বা সেখান থেকে যাত্রা করত তাদের মধ্যে নতুন নতুন বন্ধু তৈরি করার সুযোগকেও উপভোগ করত।
৪ যে-একটা কারণে বিশ্বস্ত ও বুদ্ধিমান দাসশ্রেণী একই তথ্যগুলো ছাপানো আকারে উপস্থাপন করার পরিবর্তে, বক্তৃতাগুলো শোনার জন্য জেলা সম্মেলনগুলোতে একত্রিত হওয়ার ব্যবস্থাদি করে থাকে তা হল, আমরা যাতে একে অন্যকে চেতনা দিতে বা উৎসাহিত করতে পারি। (ইব্রীয় ১০:২৪, ২৫) তাই, অধিবেশনের সভাপতির যন্ত্রসংগীতের বিষয়ে বলার আগে, যা নির্দেশ করে যে এখন বসার সময়, অন্যদের সঙ্গে সাহচর্য উপভোগ করার জন্য প্রতিটা দিন সম্মেলনস্থলে আগে এসে পৌঁছানোর জন্য পরিকল্পনা করুন। দুপুরের সময়ে খাবারের জন্য সম্মেলনস্থল ত্যাগ করার পরিবর্তে আমাদেরকে হালকা খাবার নিয়ে আসার এবং সম্মেলনস্থলেই থাকার জন্য উৎসাহিত করা হচ্ছে যাতে আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে ও কথাবার্তা বলতে পারি যারা আমাদের চারপাশে রয়েছে। আমাদের একতাবদ্ধ খ্রিস্টীয় ভ্রাতৃসমাজ হল যিহোবার কাছ থেকে এক উপহার যেটা আমাদের কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়।—মীখা ২:১২.
৫ শেখার এক সময়: অল্পবয়স থেকেই যিশু তাঁর স্বর্গীয় পিতা সম্বন্ধে শেখার জন্য উৎসবগুলোর সদ্ব্যবহার করেছিলেন। (লূক ২:৪১-৪৯) যে-অংশগুলো উপস্থাপন করা হবে সেগুলো থেকে পুরোপুরিভাবে উপকার লাভ করার জন্য কী আমাদেরকে এবং আমাদের পরিবারকে সাহায্য করবে? অধিবেশনগুলো চলাকালীন বসে থাকুন এবং অযথা কথা বলা এড়িয়ে চলুন। আপনার সেলফোন, পেজার বা এই ধরনের অন্যান্য উপকরণ যেন আপনাকে কিংবা অন্যদের বিঘ্নিত না করে। বক্তার ওপর আপনার দৃষ্টি কেন্দ্রীভূত রাখুন এবং সংক্ষিপ্ত নোট নিন। আপনার সন্তানরাও যে শুনছে সেই দিকে খেয়াল রাখার জন্য পরিবারগতভাবে একসঙ্গে বসুন। আপনি যে-বিষয়গুলো উপভোগ করেছেন সেগুলো নিয়ে একসঙ্গে আলোচনা করার জন্য বিকেলে কিছুটা সময় করে নিন।
৬ পোশাক-আশাক ও সাজগোজ: রাস্তা দিয়ে যাত্রা করার সময় বিদেশি বণিকরা যিশুর পরিবার এবং অন্যান্য যিহুদি উপাসক যারা উৎসবে যোগ দিতে যেত অথবা সেখান থেকে ফিরে আসত তাদের বস্ত্রের কোণের থোপ এবং থোপের নীল সুতো দেখে তাদেরকে সহজেই চিনতে পারত। (গণনা. ১৫:৩৭-৪১) খ্রিস্টানরা যদিও বিশেষ কোনো পোশাক-আশাক পরে না কিন্তু আমরা মার্জিত পোশাক-আশাক পরার এবং পরিপাটী ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার জন্য পরিচিত। আমরা যখন আমাদের সম্মেলনস্থলে যাচ্ছি বা সেখান থেকে চলে আসছি এবং যখন সম্মেলন শহরে রয়েছি তখন আমাদের বেশভূষার প্রতি আমাদের বিশেষ মনোযোগ দেওয়া উচিত। এমনকী কার্যক্রমের পরে আমরা যদি পোশাক পরিবর্তন করেও থাকি, তবুও আমাদের এক মর্যাদাপূর্ণ বেশভূষা বজায় রাখা এবং সম্মেলনের ব্যাজ কার্ড পরে থাকা উচিত। এইভাবে আমরা ন-সাক্ষিদের থেকে আলাদা হব এবং পর্যবেক্ষণকারীদের ওপর এক উত্তম প্রভাব ফেলব।
৭ স্বেচ্ছাসেবকদের প্রয়োজন: সম্মেলন নির্বিঘ্নে চলার জন্য অনেক কর্মচারীর প্রয়োজন। আপনি কি সাহায্য করার জন্য স্বেচ্ছাসেবকের কাজ করতে পারেন? (গীত. ১১০:৩) সম্মেলনগুলোতে সম্পাদিত কাজ হল আমাদের পবিত্র সেবার অংশ এবং তা এক উত্তম সাক্ষ্য প্রদান করে। একটা সম্মেলন হলের ম্যানেজার স্বেচ্ছাসেবকদের, যারা হলটাকে পরিষ্কার করেছিল তাদের কাজের দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে, তিনি এই কথা লিখেছিলেন: “আমি অভিজ্ঞতা লাভ করেছি এমন সমাবেশগুলোর মধ্যে সবচেয়ে অপূর্ব সমাবেশের জন্য আপনাদের ধন্যবাদ দিতে চাই। আমি সবসময়ই শুনেছি যে, যিহোবার সাক্ষিরা হল সেই বিশেষ লোক যাদের দীর্ঘদিন ধরে, সবসময় আমাদের হল পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় ছেড়ে যাওয়ার ব্যাপারে এক সুনাম রয়েছে। আপনারা এবং আপনাদের সংগঠন এই হলটিকে সমাজের জন্য আরও ভালো এক স্থান করে তুলেছেন এবং সেটা সবচেয়ে সদয়ভাব সম্পন্ন ব্যক্তিদের এক দলকে নিয়ে তা করেছেন আর এই লোকেদের সঙ্গে পরিচিত হওয়ার আনন্দ এর আগে আমাদের আর কখনো হয়নি।”
৮ সাক্ষ্যদান করার সুযোগগুলো: সম্মেলন শহরের অনেকে, পরিপাটী পোশাক পরিহিত পরিদর্শনকারীদের দেখে যারা সম্মেলনের ব্যাজ কার্ড পরে রয়েছে এবং তা হয়তো তাদের আগ্রহকে জাগিয়ে তুলতে পারে যা আমাদেরকে তাদের কাছে সম্মেলন সম্বন্ধে জানানোর সুযোগ করে দেয়। চার বছর বয়সি একটি ছেলে কার্যক্রম শেষ হওয়ার পর নতুন প্রকাশিত সাহিত্যের নিজস্ব একটা কপি রেস্টুরেন্টে নিয়ে এসেছিল এবং তা পরিচারিকাকে দেখিয়েছিল। এটা সেই ছেলের বাবা-মার কাছে সেই ভদ্র মহিলাকে সম্মেলনে আসার আমন্ত্রণ জানানোর পথ খুলে দিয়েছিল।
৯ উত্তম কাজগুলো: জেলা সম্মেলনগুলোতে অনেকের কাছেই আমাদের ‘সৎকর্ম্ম’ বা উত্তম কাজগুলো “সুস্পষ্ট হয়।” (১ তীম. ৫:২৫) উত্তর ভারতের একটা শহরে যেখানে বহু বছর ধরে আমাদের সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়ে আসছে, সেখানকার হোটেলের একজন ম্যানেজার স্বীকার করেছিলেন: “আমরা আপনাদের আচার-ব্যবহারে খুবই খুশি কারণ আমরা দেখেছি যে, কেউই এখানে-সেখানে থুথু ফেলে না, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ায় না এবং স্থানটিকে নোংরা করে না, অন্যদেরকে নিয়ে যেটা এক সাধারণ সমস্যা।” অন্যান্য দল ও বিনোদন প্রদর্শনকারীদের সঙ্গে যে-সমস্যাগুলোর মুখোমুখি হয়ে থাকে সেগুলো সম্বন্ধে বলার পর অন্য একটা শহরের হোটেলের একজন ম্যানেজার আমাদের সেই ভাইবোনদের সহযোগিতামূলক মনোভাব এবং ধৈর্যের প্রশংসা করেছিলেন যারা সেই হোটেলে ছিল। তিনি বলেছিলেন, “আমরা আশা করি আমাদের সমস্ত অতিথি যেন যিহোবার সাক্ষিদের মতো হয়!” আমাদের ভাইবোনদের আচরণ যা এই মন্তব্য এবং এই ধরনের আরও অন্যান্য মন্তব্য করার দিকে পরিচালিত করেছিল তা নিশ্চয়ই আমাদের ঈশ্বর যিহোবার হৃদয়কে আনন্দিত করে!
১০ প্রাচীন উৎসবগুলো ছিল সেই আনন্দপূর্ণ উপলক্ষ্য যেগুলোর জন্য আধ্যাত্মিকমনা যিহুদিরা অপেক্ষা করে থাকত। (দ্বিতীয়. ১৬:১৫) উপস্থিত থাকার এবং পুরোপুরিভাবে উপকার লাভ করার জন্য যেকোনো ত্যাগস্বীকার করতে পেরে যিশুর পরিবার আনন্দিত ছিল। আমাদের জেলা সম্মেলনগুলোকে আমাদের প্রেমময় স্বর্গীয় পিতার কাছ থেকে পাওয়া এক দান বা উপহার হিসেবে দেখার দ্বারা আমরা দেখাই যে, আমাদেরও একইরকম উপলব্ধি রয়েছে। (যাকোব ১:১৭) আনন্দপূর্ণভাবে যিহোবার উপাসনা করার এই বার্ষিক সুযোগের জন্য প্রস্তুতি নেওয়ার এখনই হল সময়!
[অধ্যয়ন প্রশ্নাবলি]
১. কীভাবে ইস্রায়েলীয়দের উৎসবগুলো আমাদের আধুনিক জেলা সম্মেলনগুলোর সমরূপ?
২. আসন্ন জেলা সম্মেলনের জন্য প্রস্তুত হতে আমাদের কী করা উচিত?
৩. কীভাবে ইস্রায়েলের উৎসবগুলো গঠনমূলক মেলামেশার সুযোগ প্রদান করেছিল?
৪. কীভাবে আমরা দেখাতে পারি যে, আমাদের একতাবদ্ধ খ্রিস্টীয় ভ্রাতৃসমাজকে আমরা হালকাভাবে নিই না?
৫. কার্যক্রম থেকে পুরোপুরিভাবে উপকার লাভ করার জন্য কী আমাদের সাহায্য করবে?
৬. আমাদের পোশাক-আশাক ও সাজগোজের বিষয়ে আমাদের কী মনে রাখা উচিত?
৭. সম্মেলনে স্বেচ্ছায় কাজ করার বিষয়কে কেন আমাদের বিবেচনা করা উচিত?
৮. সম্মেলন শহরে সাক্ষ্যদান করার কোন সুযোগগুলো থাকবে?
৯. আমাদের ভাইবোনদের ভালো আচরণের বিষয়ে হোটেল আধিকারিকরা কোন মন্তব্যগুলো করেছিল?
১০. যিহোবার আধ্যাত্মিক ব্যবস্থাগুলোর প্রতি যিশুর পরিবারের উপলব্ধিকে কীভাবে আমরা অনুকরণ করতে পারি?
[৫, ৬ পৃষ্ঠার বাক্স]
জেলা সম্মেলনের অনুস্মারকগুলো
◼ কার্যক্রমের সময়সূচি: কার্যক্রম তিনদিনই সকাল ৯:২০ মিনিটে শুরু হবে। হলের দরজা সকাল ৮:০০-টায় খুলে দেওয়া হবে। রাজ্যের গানের যন্ত্রসংগীত যখন ঘোষণা করা হয়, তখন আমাদের সকলের আসনে বসে যাওয়া উচিত, যাতে কার্যক্রম মর্যাদাপূর্ণভাবে শুরু করা যেতে পারে। কার্যক্রম প্রথম ও দ্বিতীয় দিন বিকেল ৪:৫৫ মিনিটে এবং তৃতীয় দিন বিকেল ৩:৪০ মিনিটে শেষ হবে।
◼ পার্কিং: সমস্ত সম্মেলনস্থলে, যেখানে আমরা পার্কিং করার অনুমতি পেয়েছি, সেখানে যিনি প্রথমে আসবেন তিনি বিনামূল্যে গাড়ি রাখার জায়গা প্রথমে পাবেন। যেহেতু পার্কিংয়ের জায়গা সীমিত, তাই যতদূর সম্ভব একসঙ্গে একই গাড়িতে আসার প্রচেষ্টা করা উচিত।
◼ আসন সংরক্ষণ: যারা আপনার সঙ্গে একই গাড়িতে যাত্রা করে অথবা আপনার সঙ্গে বাস করে এবং সেইসঙ্গে বর্তমানে যাদের সঙ্গে আপনি বাইবেল অধ্যয়ন পরিচালনা করছেন কেবল তাদের জন্যই আসন সংরক্ষণ করা যেতে পারে।—১ করি. ১৩:৫.
◼ দুপুরের খাবার: দয়া করে দুপুরের বিরতির সময়ে খাবারের জন্য সম্মেলনস্থল ছেড়ে না গিয়ে বরং সাধারণ খাবার সঙ্গে নিয়ে আসুন। ঠাণ্ডা করার এক ছোটো খাবারের ব্যাগ ব্যবহার করা যেতে পারে, যেটাকে কোনো আসনের নীচে রাখা যায়। সম্মেলন হলে বড়ো আকারের খাবারের বাক্স, কাচের পাত্র নিয়ে আসা অনুমোদনযোগ্য নয়। সম্মেলন ব্যবস্থাপনায় খাবার এবং জলখাবার সরবরাহ করা হবে না।
◼ দান: আমরা আমাদের কিংডম হলে বা সম্মেলনে শিক্ষামূলক কাজের জন্য স্বেচ্ছায় দান দেওয়ার মাধ্যমে সম্মেলনের ব্যবস্থাদির জন্য আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি। সম্মেলনে দান হিসেবে দেওয়া যেকোনো চেক “ওয়াচ টাওয়ার বাইবেল অ্যান্ড ট্র্যাক্ট সোসাইটি অভ্ ইন্ডিয়া”-র নামে হওয়া উচিত।
◼ দুর্ঘটনা ও জরুরি অবস্থা: সম্মেলনস্থলে যদি চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি অবস্থা দেখা দেয়, তাহলে দয়া করে কাছাকাছি রয়েছে এমন কোনো পরিচারকের সঙ্গে যোগাযোগ করুন, যিনি তৎক্ষণাৎ প্রাথমিক চিকিৎসা বিভাগ-কে জানাবেন, যাতে সম্মেলনস্থলে আমাদের প্রাথমিক চিকিৎসা বিভাগের যোগ্য ব্যক্তিরা পরিস্থিতির গুরুত্ব মূল্যায়ন করতে ও সাহায্য করতে পারে।
◼ জুতো: প্রতি বছর জুতো সম্পর্কিত কারণে বেশ কয়েকজন আঘাত পেয়ে থাকে। মার্জিত, সঠিক মাপের জুতো বাছাই করা সর্বোত্তম, যা একজনকে সিঁড়িতে বা এইরকম রাস্তায় নিরাপদে হাঁটাচলা করতে সাহায্য করবে।
◼ যারা কানে কম শোনে: নিম্নলিখিত সম্মেলনগুলোতে এই কার্যক্রম সাংকেতিক ভাষাতে উপস্থাপন করা হবে: ব্যাঙ্গালোর (ইংরেজি); কোয়েম্বাটুর (তামিল); কোচি-২ (মালায়ালাম); এবং পুনে-চিনচড় (ইংরেজি)।
◼ রেকর্ডিং: রেকর্ডিং উপকরণগুলো সম্মেলন হলের ইলেকট্রিক অথবা সাউন্ড সিস্টেম ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা উচিত নয় এবং সেগুলো কেবল এমনভাবে ব্যবহার করা যেতে পারে, যাতে অন্যেরা বিঘ্নিত না হয়।
◼ বেবি স্ট্রলার এবং লন চেয়ার: সম্মেলনস্থলে বেবি স্ট্রলার এবং লন চেয়ারগুলো নিয়ে আসা উচিত নয়। কিন্তু, বাবা-মাদের পাশের আসনে সুরক্ষিত চাইল্ড সেফটি সিটগুলো গ্রহণযোগ্য।
◼ সুগন্ধি দ্রব্য: অধিকাংশ সম্মেলন এমন অবরুদ্ধ হলগুলোতে অনুষ্ঠিত হয়ে থাকে, যেখানে আমাদের যন্ত্রের সাহায্যে বায়ুচলাচলের ব্যবস্থা করতে হয়। তাই, কড়া পারফিউম ব্যবহার সীমিত করা আমাদের জন্য প্রেমের কাজ হবে, যা হয়তো শ্বাসকষ্ট অথবা অন্যান্য সম্পর্কযুক্ত সমস্যায় ভোগে এমন ব্যক্তিদের জন্য সমস্যার কারণ হতে পারে।—১ করি. ১০:২৪.
◼ পুনর্সাক্ষাৎ করুন ফর্ম: সম্মেলনের সময়ে আমাদের রীতিবহির্ভূত সাক্ষ্যদানের ফলে কেউ আগ্রহ দেখিয়ে থাকলে, সেই বিষয়ে তথ্য প্রদান করতে দয়া করে পুনর্সাক্ষাৎ করুন (S-43) নামক একটা ফর্ম ব্যবহার করা উচিত। প্রকাশকদের দু-একটা পুনর্সাক্ষাৎ করুন ফর্ম সম্মেলনে নিয়ে আসা উচিত। পূরণ করা ফর্মগুলো বুক রুম-এ অথবা আপনার মণ্ডলীতে ফিরে গিয়ে মণ্ডলীর সচিবের কাছে জমা দিতে পারেন।—২০০৯ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৩ পৃষ্ঠা দেখুন।
◼ রেস্টুরেন্ট: হোটেল ও রেস্টুরেন্টগুলোতে আপনাদের উত্তম আচরণের মাধ্যমে যিহোবার নামকে সম্মান করুন। অনেক জায়গায়, কাজের ওপর নির্ভর করে বকশিশ দেওয়ার রীতি রয়েছে।
◼ হোটেল: (১) আপনি যতগুলো ব্যবহার করবেন, দয়া করে তার চেয়ে বেশি রুম বুক করবেন না এবং যতজনের জন্য অনুমতি দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি লোককে আপনার রুমে রাখবেন না। (২) আপনাকে যদি বুক করা রুম বাতিল করতেই হয়, তাহলে সঙ্গেসঙ্গে হোটেলকে জানিয়ে দিন। (৩) মালপত্র বহনের ট্রলি তখনই নিয়ে যান, যখন আপনি তা ব্যবহার করার জন্য তৈরি আছেন এবং সঙ্গেসঙ্গে সেটা ফিরিয়ে দিন, যাতে অন্যেরা ব্যবহার করতে পারে। (৪) রুমে রান্নাবান্না করার অনুমতি না থাকলে, তা করবেন না। (৫) যে-ব্যক্তি রুম পরিষ্কার করেন, তাকে প্রতিদিন কিছু বকশিশ দিন। (৬) হোটেলে থাকাকালীন, অতিথিদের জন্য বিনামূল্যে সকালের জলখাবার, কফি বা বরফ দেওয়ার যে-ব্যবস্থা থাকে, সেই সুবিধার অপব্যবহার করবেন না। (৭) হোটেলের কর্মচারীদের সঙ্গে আচারব্যবহারে সবসময়ই আত্মার ফল প্রদর্শন করুন। তারা অনেক অতিথির দেখাশোনা করে থাকে এবং আমাদের দয়া, ধৈর্য এবং যুক্তিবাদিতাকে উপলব্ধি করে থাকে। (৮) সুপারিশকৃত লজিং লিস্ট-এ দেখানো রুমের ভাড়াটা হচ্ছে কর বাদ দিয়ে প্রতিদিনকার রুমের পুরো ভাড়া। আপনাকে যদি এমন কিছু জিনিসের জন্য অতিরিক্ত টাকা চেয়ে বিল দেওয়া হয় যেগুলো আপনি আদৌ চাননি বা ব্যবহার করেননি, তাহলে সেই টাকা দিতে অস্বীকার করুন, এবং যত শীঘ্র পারেন সম্মেলনে রুমিং ডিপার্টমেন্ট-কে জানান। (৯) আপনার হোটেল রুম নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আপনি সম্মেলনে থাকাকালীনই রুমিং ডিপার্টমেন্ট-কে তা জানান যাতে তারা আপনাকে সাহায্য করতে পারে।
◼ স্বেচ্ছাসেবকের কাজ: সম্মেলনে উপস্থিত থাকার মাধ্যমে আমরা যে-সুখ লাভ করি তা এমনকী আরও বেশি হতে পারে যদি আমরা এর সঙ্গে জড়িত প্রয়োজনীয় কাজগুলোতে সহযোগিতা করার জন্য স্বেচ্ছায় সাহায্য করি। (প্রেরিত ২০:৩৫) যিনি তা করতে চান তার সম্মেলনে স্বেচ্ছাসেবক পরিচর্যা বিভাগে জানানো উচিত। ১৬ বছরের কমবয়সি ছেলেমেয়েরাও তাদের বাবা অথবা মা কিংবা অভিভাবক অথবা তাদের দ্বারা অনুমোদিত অন্য কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তির অধীনে কাজ করে অনেক সাহায্য করতে পারে।