তাদেরকে সাহায্য করার এক মাধ্যম
সত্য খ্রিস্টানরা সুসমাচার ছড়িয়ে দেওয়ার জন্য জনসাধারণ্যে পরিচর্যায় অংশগ্রহণ করে। (ফিলি. ২:১৭) সেটা করার এক মাধ্যম হিসেবে, ইন্টারনেটে www.watchtower.org-এ ২০টা ভাষায় কিছু মৌলিক ব্রোশার, ট্র্যাক্ট এবং প্রবন্ধ রয়েছে। এই ওয়েব সাইটটা যিহোবার সাক্ষিদের কাছে চলতি প্রকাশনাগুলো বিতরণ করার জন্য তৈরি করা হয়নি। এর উদ্দেশ্য হল, যিহোবার সাক্ষিরা বাইবেল থেকে যা শিক্ষা দেয়, সেই সম্বন্ধে জনসাধারণের কাছে সঠিক তথ্য জোগানো।
সম্প্রতি, আমাদের অনুমোদিত ওয়েব সাইটে এক গুরুত্বপূর্ণ সংযোজন করা হয়েছে। সেটা হল ২২০টারও বেশি ভাষায় ঈশ্বর আমাদের কাছ থেকে কী চান? ব্রোশারটি। এ ছাড়া, ২০০৪ সালের প্রহরীদুর্গ পত্রিকার ১লা জানুয়ারির সংখ্যা এবং সচেতন থাক! পত্রিকার জানুয়ারি - মার্চ সংখ্যা থেকে সমস্ত ভাষায় পত্রিকার পিছনের পৃষ্ঠায় আমাদের ওয়েব সাইটের ঠিকানা দেওয়া শুরু হয়েছে।
কীভাবে আপনি এই হাতিয়ারটা ব্যবহার করতে পারেন? আপনার হয়তো এমন একজনের সঙ্গে সাক্ষাৎ হতে পারে, যাকে আগ্রহী বলে মনে হয় কিন্তু কেবল অন্য আরেকটা ভাষা বোঝেন। যদি তার ইন্টারনেট থাকে, তা হলে আপনি প্রহরীদুর্গ অথবা সচেতন থাক! পত্রিকার পিছনের পৃষ্ঠায় ঠিকানাটা দেখাতে পারেন। এভাবে, আপনি তার ভাষায় সাহিত্য না নিয়ে আসা পর্যন্ত তিনি হয়তো তার মাতৃভাষায় চান ব্রোশারটি পরীক্ষা করে দেখতে পারেন। অথবা আপনি হয়তো এমন কোনো মণ্ডলী বা দলকে সেই সাক্ষাৎটা করার জন্য বলতে পারেন, যারা তার ভাষা জানে।