পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
The Watchtower মে ১৫
“আপনি কি কখনও ভেবে দেখেছেন যে, লোকেরা পৃথিবীতে যে-কাজগুলো করে ঈশ্বরের ওপর সেগুলো কোনো প্রভাব ফেলে কি না? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] লক্ষ করুন আমাদের কাজগুলো কীভাবে ঈশ্বরের অনুভূতিকে প্রভাবিত করতে পারে। [হিতোপদেশ ২৭:১১ পদ পড়ুন।] এই পত্রিকা কিছু লোকের উদাহরণ নিয়ে আলোচনা করে, যারা ঈশ্বরের হৃদয়কে আনন্দিত করেছিল আর এটি ব্যাখ্যা করে যে, কীভাবে আমরাও তা করতে পারি।”
Awake! এপ্রিল-জুন
“যদিও বাবামা উভয়েই সন্তান চায় কিন্তু তাদের যত্ন নেওয়ার ভার সাধারণত মায়ের ওপরই ছেড়ে দেওয়া হয়। একটা বাচ্চাকে মানুষ করে তোলার ক্ষেত্রে বাবার কী ভূমিকা আছে বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এক যৌথ সুখী প্রচেষ্টার দ্বারা কীভাবে একটা বাচ্চার প্রয়োজনগুলো, সবচেয়ে ভালভাবে মেটানো যেতে পারে, এই পত্রিকা সেটা ব্যাখ্যা করে।”
The Watchtower জুন ১
“কেউ কেউ মনে করে যে, ঈশ্বরকে উপাসনা করার জন্য সংগঠিত একটা ধর্মের অংশ হওয়ার কোনো দরকার নেই। আপনি কি এই সম্বন্ধে কখনও ভেবে দেখেছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা, অতীতে লোকেদের সঙ্গে ঈশ্বরের আচরণের বিবরণ পরীক্ষা করে। এ ছাড়া, ঈশ্বরকে সত্যে উপাসনা করার অর্থ কী, তা নিয়েও এটি আলোচনা করে।” যোহন ৪:২৪ পদ পড়ুন।
Awake! এপ্রিল-জুন
“আজ অনেক লোকই মনে করে যে, তাদের কাজ শেষ করার মতো যথেষ্ট সময় তাদের নেই। আপনার ক্ষেত্রেও কি এটা সত্য? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ২১ পৃষ্ঠার প্রবন্ধটি খুলুন।] আমাদের হাতে যে-সময় রয়েছে তার থেকে পুরোপুরি লাভ ওঠানোর বিষয় সম্বন্ধে সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা কিছু ব্যবহারিক পরামর্শ দান করে।”