পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ মে ১৫
“অনুপ্রাণিত এই পদে যে-পরিস্থিতির বিষয়ে বর্ণনা করা হয়েছে, আপনি কি সেই পরিস্থিতির মধ্যে বসবাস করা উপভোগ করবেন বলে মনে করেন? [২ পিতর ৩:১৩ পদ পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকাটি ব্যাখ্যা করে যে, নতুন আকাশমণ্ডল ও নতুন পৃথিবী বলতে কী বোঝায়। এ ছাড়া, ঈশ্বর যখন পৃথিবীর জন্য তাঁর উদ্দেশ্য পরিপূর্ণ করবেন, তখন জীবন কীভাবে ভিন্ন হবে এটি তা-ও ব্যাখ্যা করে।”
সচেতন থাক! এপ্রিল-জুন
“আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, আগামী ২০ বা ৩০ বছরের মধ্যে জগতের পরিস্থিতি কেমন হবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর গীতসংহিতা ১১৯:১০৫ পদ পড়ুন।] বাইবেল আমাদের সামনের পথকে আলোকিত করে, ফলে ভবিষ্যতে কী রয়েছে আমরা তা উপলব্ধি করতে পারি। এই পত্রিকা সেই ভবিষ্যদ্বাণীগুলোকে পরীক্ষা করে যেগুলো দেখায় যে, সময়ের প্রবাহে আমরা এখন কোথায় আছি এবং কেন আমরা এক উজ্জ্বল ভবিষ্যৎ আশা করতে পারি।”
প্রহরীদুর্গ জুন ১
“অধিকাংশ সংস্কৃতিতেই এমন একটা সময় ছিল, যখন বয়স্ক ব্যক্তিদের সঙ্গে সম্মানপূর্বক ব্যবহার করা হতো, যেমনটা প্রাচীনকালের এই নিয়মে দেখা যায়। [লেবীয় পুস্তক ১৯:৩২ পদ পড়ুন।] আজকের দিনেও এইরকম সম্মান দেখা যায় বলে কি আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] ঈশ্বর যেভাবে বয়স্ক ব্যক্তিদের যত্ন নিয়ে থাকেন এবং আমরাও যেভাবে যত্ন নিতে পারি, এই পত্রিকা তা বিবেচনা করে।”
সচেতন থাক! এপ্রিল-জুন
“জগতের অধঃপতিত পরিস্থিতি মানবজাতির জন্য কী অর্থ রাখে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর ২ তীমথিয় ৩:১-৫ পদ পড়ুন।] সাধারণভাবে, মানবজাতির জন্য ভবিষ্যতে কী রয়েছে এই পত্রিকা তা পরীক্ষা করে।” ৯ পৃষ্ঠাটি খুলুন এবং “সামনেই যে-পথ” উপশিরোনামের নীচে দেওয়া তথ্যটি উল্লেখ করুন।