যিহোবার কর্তৃত্বকে আমাদের অবশ্যই সম্মান করতে হবে
কোরহ, দাথন ও অবীরাম, প্রাচীনকালের এই নামগুলো শুনলে আপনার কোন বিষয়টা মনে আসে? বিদ্রোহ! কীসের বিরুদ্ধে? ঈশ্বরীয় কর্তৃত্বের বিরুদ্ধে। তাদের দুঃখজনক কাজের বিবরণ গণনাপুস্তক ১৬ অধ্যায়ে লিপিবদ্ধ রয়েছে আর এই বিষয়ের এক সারাংশ ২০০২ সালের ১লা আগস্ট প্রহরীদুর্গ পত্রিকার “ঈশ্বরের কর্তৃত্বের প্রতি আনুগত্যের সঙ্গে বশীভূত হোন” প্রবন্ধটিতে পাওয়া যায়। এই বিষয়বস্তুটি পড়া এবং এরপর যিহোবার কর্তৃত্বকে সম্মান করুন ভিডিওতে ভাবিয়ে তোলার মতো এর উপস্থাপনাটি দেখা আপনার কাছে উপকারজনক বলে মনে হবে। আপনি কোরহের বিশ্বস্ত পুত্র ও তাদের বিদ্রোহী বাবার মধ্যে যে-সংঘাত গড়ে উঠেছিল, তা দেখতে পাবেন, যিনি নিখিলবিশ্বের সার্বভৌম ব্যক্তির সঙ্গে এক সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন। (গণনা. ২৬:৯-১১) বাস্তব জীবনের এই নাটকটি আমাদের সকলকে যিহোবার প্রতি আমাদের আনুগত্যকে আরও পূর্ণরূপে গড়ে তুলতে অনুপ্রাণিত করা উচিত।
আপনি যখন ভিডিওটি দেখবেন, তখন কোরহ ও তার সহবিদ্রোহীরা যে-ছয়টা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে, আনুগত্যের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল সেটার প্রমাণ খুঁজে বের করুন: (১) কীভাবে তারা ঈশ্বরীয় কর্তৃত্বকে অসম্মান করেছিল? (২) কীভাবে তারা অহংকার, উচ্চাকাঙ্ক্ষা এবং ঈর্ষাকে তাদের প্রভাবিত করার সুযোগ দিয়েছিল? (৩) যিহোবার দ্বারা নিযুক্ত ব্যক্তিদের অসিদ্ধতাগুলোর ওপর তারা কীভাবে মনোযোগ কেন্দ্রীভূত করেছিল? (৪) অভিযোগ করার কোন মনোভাব তারা গড়ে তুলেছিল? (৫) তাদের সেবা করার বিশেষ সুযোগগুলোর ব্যাপারে কেন তারা অসন্তুষ্ট হয়েছিল? (৬) কীভাবে তারা ঈশ্বরের প্রতি আনুগত্যের চেয়ে বন্ধুবান্ধব ও পরিবারের প্রতি আনুগত্যকে অগ্রাধিকার দিয়েছিল?
এই বাইবেল নাটক থেকে শেখা শিক্ষণীয় বিষয়গুলো আজকে যেভাবে ঈশ্বরীয় কর্তৃত্ব সম্বন্ধে আমাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির প্রতি প্রযোজ্য, তা বিবেচনা করুন: (১) মণ্ডলীতে প্রাচীনদের সিদ্ধান্তগুলোর প্রতি আমাদের কীরকম প্রতিক্রিয়া দেখানো উচিত এবং কেন? (২) আমাদের মধ্যে থাকা যেকোনো ভুল উদ্দেশ্যকে আমরা কীভাবে দূর করতে পারি? (৩) নেতৃত্ব নেওয়ার জন্য যারা নিযুক্ত তাদের অসিদ্ধতাগুলোর প্রতি আমাদের কীরকম প্রতিক্রিয়া দেখানো উচিত? (৪) অভিযোগ করার মনোভাব যদি আমাদের হৃদয়ে গড়ে উঠতে শুরু করে, তা হলে আমাদের কী করা উচিত? (৫) আমাদেরকে যে-সুযোগগুলো দেওয়া হয়েছে, সেগুলো সম্বন্ধে আমাদের কীরকম বোধ করা উচিত? (৬) ঈশ্বরের প্রতি আমাদের আনুগত্যের চেয়ে কাদের কখনও অগ্রাধিকার দেওয়া উচিত নয় আর কখন এটা হয়তো আমাদের জন্য এক কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে?
মণ্ডলীতে এই তথ্যটি আলোচনা হওয়ার পর, পুনরায় ভিডিওটা দেখুন না কেন? যেকারণগুলোর জন্য আমাদের সবসময় যিহোবার কর্তৃত্বকে সম্মান করতে হবে, সেগুলো যেন আপনার মনে দ্বিগুণ ছাপ ফেলে!—গীত. ১৮:২৫, NW; ৩৭:২৮, NW.