রক্ত থেকে পৃথক থাকার জন্য আমাদের সাহায্য করতে নতুন ব্যবস্থা
পরিচালক গোষ্ঠী স্থায়ী মোক্তারনামা (ডিউরেবাল পাওয়ার অফ এটোর্নি) (DPA) প্রমাণপত্র এবং চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র/ঘোষণা (অ্যাডভান্স মেডিকাল ডায়রেকটিভ/রিলিস্) কার্ডের প্রধান বিষয়গুলোকে সংযুক্ত করে, কেবল একটা আইনগত প্রমাণপত্র করার অনুমতি দিয়েছে, যেটাকে আমরা সাধারণভাবে DPA কার্ড বলে উল্লেখ করব।
এই DPA কার্ডটা অনির্ধারিত সময়ের জন্য বৈধ থাকবে আর আপনি যখন দেশ-বিদেশে যাত্রা করেন, তখন এটা আপনার অনুরোধের এক প্রমাণপত্র হিসেবে কাজে আসবে। ভবিষ্যতে, আপনার তখনই একটা নতুন DPA কার্ড পূরণ করা উচিত যদি (১) আপনার DPA কার্ডে কোনোরকম পরিবর্তন করার প্রয়োজন হয় যেমন আপনার অনুরোধ, স্বাস্থ্যসংক্রান্ত প্রতিনিধির (হেল্থ কেয়ার এজেন্টস্) ঠিকানা ও টেলিফোন নম্বর পালটানো অথবা (২) আপনার DPA কার্ডটা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়।
বাড়িতে DPA কার্ডের বিষয়ে প্রার্থনাপূর্বক বিবেচনা করে, সাবধানতার সঙ্গে পূরণ করা উচিত। কিন্তু, কার্ডে সই করার আগে আইনগত নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ গুরুত্বপূর্ণ। উদাহরণস্বরূপ, আপনার কার্ডে যদি বলা থাকে যে, সই করার সময় আপনার সামনে দুজন সাক্ষি থাকতে হবে, তা হলে আপনি সই করার সময় তাদের উপস্থিত থাকা উচিত। সময়ে সময়ে বই অধ্যয়ন অধ্যক্ষরা, নতুন কার্ডগুলো যারা পূরণ করেনি তাদের জিজ্ঞেসাবাদ করবে এটা দেখতে যে, তাদের কোনো সাহায্যের প্রয়োজন আছে কি না।
DPA কার্ডটা ভাঁজ করার আগে, আপনার চিকিৎসকের জন্য ও সেইসঙ্গে আপনার রেকর্ডগুলোর মধ্যে রাখতে উন্নতমানের কয়েকটা ফটোকপি করুন। এ ছাড়া, আপনি হয়তো পরিবারের অন্যান্য সদস্য এবং মণ্ডলীর সচিবকেও এটার কপি দিতে চাইবেন। DPA কার্ডটাকে (সাড়ে ৮ ইঞ্চি চওড়া ও ১১ ইঞ্চি লম্বা) মাপের কাগজের এক দিকেই ফটোকপি করতে হবে আর কার্ডটা যেন পৃষ্ঠার মাঝামাঝিতে ফটোকপি করা হয়। আপনার সঙ্গে আসল DPA কার্ডটা রাখা উচিত, ফটোকপিটা নয়।
সাক্ষি বাবামাদের অবাপ্তাইজিত ছেলেমেয়ের জন্য ৩/৯৯ তারিখ উল্লেখিত আইডেনটিটি কার্ড-টা পরিবর্তন হয়নি। বাবামার নিশ্চিত হওয়া উচিত যে, প্রত্যেক নাবালক সন্তানের জন্য একটা করে কার্ড ভালভাবে পূরণ ও সই করা হয়েছে আর সন্তান যেন উপযুক্ত সময়গুলোতে তা সঙ্গে রাখে।।
অবাপ্তাইজিত প্রকাশকরা হয়তো নিজেদের ও তাদের সন্তানদের জন্য স্বাস্থ্যের যত্ন সংক্রান্ত নির্দেশাবলি লেখার সময় DPA কার্ড এবং আইডেনটিটি কার্ড-এ পাওয়া কথাগুলোর কিছু নিতে পারে। সচিবের এই বছরে সমস্ত নতুন বাপ্তাইজিত প্রকাশকে একটা করে DPA কার্ড দেওয়া উচিত।