আপনি কি এটা পূরণ করতে দেরি করছেন?
কী পূরণ করতে দেরি করছি? স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা (ইংরেজি) কার্ডটা পূরণ করতে, যেটা বাপ্তাইজিত সাক্ষিদের জন্য জোগানো হয়েছে। যেহেতু আপনি ‘কল্যকার তত্ত্ব জানেন না, আপনার জীবন কি প্রকার,’ তাই চিকিৎসা সংক্রান্ত কোনো জরুরি অবস্থায় আপনি কোন চিকিৎসা ও পদ্ধতিগুলো গ্রহণ করবেন, সেই বিষয়ে আগে থেকেই স্থির করা এবং লিখিত আকারে নির্দেশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। (যাকোব ৪:১৪; প্রেরিত ১৫:২৮, ২৯) এই কার্ডটা প্রতি বছর পুনর্নবীকরণ করতে হয়। সাক্ষি বাবা-মাদের অবাপ্তাইজিত সন্তানদের কাছে সঠিকভাবে পূরণ করা আইডেনটিটি কার্ড থাকা উচিত।
আপনার এবং আপনার সন্তানদের জন্য রক্ত গ্রহণের কোন চিকিৎসা ও পদ্ধতিগুলো গ্রহণ করতে আপনি ইচ্ছুক, সেটা কি আপনি স্থির করেছেন আর তারপর স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা-টা পূরণ করেছেন? এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য ২০০৪ সালের ১৫ জুন প্রহরীদুর্গ পত্রিকার পাঠকদের থেকে প্রশ্নসকল এবং ২০০৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র “আমার নিজের রক্ত ব্যবহার করার সঙ্গে জড়িত রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং চিকিৎসা পদ্ধতিগুলোকে আমি কোন দৃষ্টিতে দেখি?” শিরোনামের ইনসার্টটি মনোযোগের সঙ্গে পুনরালোচনা করুন। সবশেষে, নিশ্চিত হয়ে নিন যে, আপনি আপনার বাছাইগুলো স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা-তে সঠিকভাবে লিখেছেন। এই বিষয়টাও নিশ্চিত করুন যে, আপনার পরিবারের যেকোনো ন-সাক্ষি সদস্য আপনার সিদ্ধান্তগুলো সম্বন্ধে পুরোপুরিভাবে অবগত রয়েছে।
স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা-টা বাড়িতে পূরণ করা যেতে পারে কিন্তু দুজন সাক্ষির উপস্থিতি ছাড়া সেটাতে স্বাক্ষর করা কিংবা তারিখ লেখা উচিত নয়। এটা এখন কিংডম হলে দল অধ্যক্ষের অথবা অন্য কোনো প্রাচীনদের সহায়তায় করা যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়টা হল, কার্ডে “সাক্ষিদের মন্তব্য”-এ যেমন উল্লেখ করা হয়েছে, সেই অনুসারে স্বাক্ষর করতে এবং সাক্ষি থাকতে হবে। দল অধ্যক্ষরা মাঝে মাঝে খোঁজ নিতে পারে যে, যারা নতুন কার্ড পূরণ করেনি, তাদের সাহায্যে প্রয়োজন আছে কি না।
ইংরেজি পড়তে এবং বুঝতে পারে এমন সকলে স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা-টা (dpa-E In 11/04) পূরণ করবে। যারা ইংরেজি পড়তে এবং বুঝতে পারে না, তাদের জন্য আরেকটা কার্ড (dpa-1-E In 11/04) প্রস্তুত করা হয়েছে। এটাতে অতিরিক্ত ৮ নং. প্রশ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটাতে সেই ব্যক্তির নাম থাকবে, যিনি কার্ডে স্বাক্ষরকারী ব্যক্তির কাছে নির্দেশিকা-র বিষয়বস্তু পড়ে ব্যাখ্যা করেছেন। প্রকাশকদের শুধুমাত্র নির্দেশিকা-র আসল কপি সঙ্গে রাখা উচিত, কোনো ফটোকপি নয়।
[৩ পৃষ্ঠার বাক্স]
• আপনার এবং আপনার সন্তানদের জন্য রক্ত গ্রহণের কোন চিকিৎসা ও পদ্ধতিগুলো গ্রহণ করতে আপনি ইচ্ছুক, সেটা কি আপনি স্থির করেছেন?
• জরুরি অবস্থার জন্য আপনি কি সম্পূর্ণভাবে পূরণ করা স্বাস্থ্যসেবার অগ্রিম নির্দেশিকা-টা সঙ্গে রাখেন?