ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১/১১ পৃষ্ঠা ২
  • আপনি কি আপনার বাছাইগুলো জানেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি আপনার বাছাইগুলো জানেন?
  • ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি আপনার বাছাইগুলো জানেন?
    ২০০৯ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সর্বোত্তম চিকিৎসা সেবা—সেটা কী?
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি এটা পূরণ করতে দেরি করছেন?
    ২০১০ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আপনি কি এটা পূরণ করতে দেরি করছেন?
    ২০০৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১/১১ পৃষ্ঠা ২

আপনি কি আপনার বাছাইগুলো জানেন?

সারা পৃথিবীতে যে-চিকিৎসাকেন্দ্রগুলোতে রক্ত ছাড়া অপারেশন করা হয়, সেগুলো বৃদ্ধি পেয়ে চলেছে। আপনি কি রক্ত ছাড়া চিকিৎসার ক্ষেত্রে প্রাপ্তিসাধ্য বাছাইগুলো সম্বন্ধে পুরোপুরিভাবে জানেন ও বোঝেন? সবকিছু জেনেশুনে সিদ্ধান্ত নেওয়ার জন্য চিকিৎসায় ও অস্ত্রোপচারে কী জড়িত রয়েছে, তা আপনার জানা প্রয়োজন। রক্ত ছাড়া চিকিৎসা—বিজ্ঞান চ্যালেঞ্জের মোকাবিলা করে (ইংরেজি) ভিডিওটা দেখুন। যারা ইংরেজি ভাষা বোঝে না, তাদের এই প্রবন্ধের শেষ অনুচ্ছেদে দেওয়া বিষয়বস্তু নিজ নিজ ভাষায় পড়া উচিত। এরপর, নীচে দেওয়া প্রশ্নগুলোর সাহায্যে আপনি যা শেখেন, তা প্রার্থনাপূর্বক বিবেচনা করুন।—নোট: যেহেতু এই ভিডিওতে অস্ত্রোপচারের ছোটো ছোটো দৃশ্য রয়েছে, তাই ছোটো বাচ্চাদের সঙ্গে নিয়ে তা দেখার ব্যাপারে বাবা-মাদের বিচক্ষণ হওয়া উচিত।

(১) মূলত কোন কারণে যিহোবার সাক্ষিরা রক্ত গ্রহণ থেকে বিরত থাকে? (২) চিকিৎসা সেবার বিষয়ে যিহোবার সাক্ষিরা কী আশা করে? (৩) রোগীদের কোন মৌলিক অধিকার রয়েছে? (৪) রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কী? (৫) কেন খ্রিস্টানদের মধ্যে কেউ কেউ (ক) রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ গ্রহণ করা বেছে নেয়? (খ) রক্তের যেকোনো অংশ প্রত্যাখ্যান করা বেছে নেয়? (৬) রক্ত দান করা এবং নিজের রক্ত সঞ্চয় করে পরে ব্যবহার করাকে একজন খ্রিস্টানের কীভাবে দেখা উচিত? (৭) রক্তের সঙ্গে জড়িত কিছু চিকিৎসাপদ্ধতি কী? ব্যাখ্যা করুন। (৮) রক্তের সঙ্গে জড়িত চিকিৎসাপদ্ধতির বিষয়ে প্রত্যেক খ্রিস্টানের কোন গুরু দায়িত্ব রয়েছে? (৯) রক্ত গ্রহণের যেকোনো বিকল্প সম্বন্ধে আপনার কোন তথ্য জানতে চাওয়া উচিত? (১০) রক্ত গ্রহণ না করেও কি গুরুতর ও জটিল অপারেশনগুলো করা যেতে পারে?

ভিডিওটিতে যে-চিকিৎসাগুলো তুলে ধরা হয়েছে, সেগুলোর মধ্যে থেকে কিছু গ্রহণ করার বিষয়টা প্রত্যেক ব্যক্তির বাইবেল শিক্ষিত বিবেকের সঙ্গে মিল রেখে নেওয়া ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনার এবং আপনার সন্তানদের জন্য রক্ত গ্রহণের কোন বিকল্পগুলো গ্রহণ করতে আপনি ইচ্ছুক, সেটা কি স্থির করেছেন আর তার পর চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র (ইংরেজি) কার্ডটি পূরণ করেছেন? এই বিষয়ে সম্পূর্ণ আলোচনা করার জন্য ২০০৪ সালের ১৫ জুন এবং ২০০০ সালের ১৫ অক্টোবর প্রহরীদুর্গ পত্রিকার “পাঠকদের থেকে প্রশ্নসকল” মনোযোগের সঙ্গে পুনরালোচনা করুন। তারপর, কোন বাছাইগুলো আপনি হয়তো গ্রহণ করবেন বা গ্রহণ করবেন না, সেই বিষয়ে আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার জন্য ২০০৬ সালের নভেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-য় দেওয়া “আমার নিজের রক্ত ব্যবহার করার সঙ্গে জড়িত রক্তের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এবং চিকিৎসাপদ্ধতিগুলোকে আমি কোন দৃষ্টিতে দেখি?” নামক ইনসার্টের প্রশ্নতালিকাগুলো ব্যবহার করুন। সবশেষে, নিশ্চিত হয়ে নিন যে, আপনি আপনার বাছাইগুলো সম্বন্ধে চিকিৎসা বিষয়ক অগ্রিম নির্দেশপত্র কার্ডটিতে সঠিকভাবে লিখেছেন। যোগাযোগ করার জন্য আপনি যাদেরকে বাছাই করেছেন এবং পরিবারের যেকোনো ন-সাক্ষি সদস্যকে আপনার সিদ্ধান্তগুলো সম্বন্ধে পুরোপুরিভাবে জানানো উচিত।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার