ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১২/০৪ পৃষ্ঠা ৮
  • আত্মীয়স্বজনের কাছে সাক্ষ্য দেওয়া—কীভাবে?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আত্মীয়স্বজনের কাছে সাক্ষ্য দেওয়া—কীভাবে?
  • ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার আত্মীয়-স্বজনদের সম্বন্ধে কী?
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অবিশ্বাসী আত্মীয়দের হৃদয়ে পৌঁছানো
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • “যাহারা তোমার কথা শুনে,” তারা পরিত্রাণ পাবে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • সত্য ‘শান্তি নয়, কিন্তু খড়্গ’ নিয়ে আসে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
আরও দেখুন
২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১২/০৪ পৃষ্ঠা ৮

আত্মীয়স্বজনের কাছে সাক্ষ্য দেওয়া​—⁠কীভাবে?

১ যিহোবার উপাসনায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয়জনদের সঙ্গে নতুন জগতে প্রবেশ করার চেয়ে বড় আনন্দ আর কীই বা হতে পারে! আত্মীয়স্বজনের কাছে সাক্ষ্য দেওয়ার দ্বারা এই আনন্দপূর্ণ প্রত্যাশা বাস্তবে পরিণত হতে পারে। কিন্তু, উদ্দীপনার সঙ্গে তা করার জন্য বিচক্ষণতার প্রয়োজন। একজন সীমা অধ্যক্ষ জানিয়েছিলেন: “সর্বোত্তম ফলগুলো লাভ করা গিয়েছিল তাদের দ্বারা, যারা তাদের আত্মীয়স্বজনের কাছে পরিমিত মাত্রায় সাক্ষ্যদানের দ্বারা কৌতূহল জাগিয়ে তুলেছিল।” কীভাবে আমরা তা করতে পারি?

২ তাদের কৌতূহল জাগিয়ে তুলুন: আপনার আত্মীয়স্বজনের আগ্রহকে আপনি কীভাবে উদ্বুদ্ধ করতে পারেন, সেই বিষয়ে আগে থেকে ভালভাবে চিন্তা করুন। (হিতো. ১৫:২৮) কোন বিষয়গুলো নিয়ে তারা উদ্বিগ্ন? তারা কোন প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হচ্ছে? সম্ভবত, যে-বিষয়ে তাদের বিশেষ আগ্রহ রয়েছে, সেটার ওপর আপনি তাদের সঙ্গে কোনো একটি প্রবন্ধের বিষয় কথা বলতে পারেন অথবা এক আগ্রহজনক শাস্ত্রপদ উল্লেখ করতে পারেন। আপনার আত্মীয়স্বজনরা যদি কাছাকাছি বাস না করে, তা হলে আপনি হয়তো চিঠির মাধ্যমে অথবা ফোনে তা করতে পারেন। অনেক কিছু বলে তাদের জর্জরিত না করে, সত্যের বীজ বপন করুন এবং সেই বীজগুলোর বৃদ্ধির জন্য যিহোবাতে নির্ভর করুন।​—⁠১ করি. ৩:⁠৬.

৩ একজন ব্যক্তির মধ্যে থেকে অনেক মন্দ আত্মা বের করার পর যিশু তাকে এই নির্দেশ দিয়েছিলেন: “তুমি বাটীতে তোমার আত্মীয়গণের নিকটে চলিয়া যাও, এবং প্রভু [“যিহোবা,” NW] তোমার জন্য যে যে মহৎ কার্য্য করিয়াছেন, ও তোমার প্রতি যে কৃপা করিয়াছেন, তাহা তাহাদিগকে জ্ঞাত কর।” (মার্ক ৫:১৯) এই ঘটনাটা তার আত্মীস্বজনের ওপর যে-প্রভাব ফেলেছিল, তা একটু কল্পনা করুন! এতটা নাটকীয় অভিজ্ঞতা আপনার না-ও হতে পারে কিন্তু খুব সম্ভবত আপনার অথবা আপনার ছেলেমেয়েদের কাজকর্মের প্রতি আপনার আত্মীয়স্বজনের আগ্রহ থাকতে পারে। ঐশিক পরিচর্যা বিদ্যালয়ে দেওয়া আপনার কোনো বক্তৃতা, আপনি যে-সম্মেলনে যোগ দিয়েছেন, বেথেল পরিদর্শন অথবা কোনো ব্যক্তিগত স্মরণীয় ঘটনা সম্বন্ধে উল্লেখ করা হয়তো আপনাকে যিহোবা ও তাঁর সংগঠন সম্বন্ধে তাদের কাছে আরও কিছু বলার পথ খুলে দিতে পারে।

৪ বিচক্ষণ হোন: আত্মীয়স্বজনের কাছে সাক্ষ্য দেওয়ার সময়, তাদেরকে একবারে অনেক কিছু বলা এড়িয়ে চলুন। একজন ভাই যখন বাইবেল অধ্যয়ন করতে শুরু করেছিলেন সেই সময়ের কথা মনে করে তিনি স্বীকার করেন: “আমি বাইবেল থেকে যা কিছু শিখতাম সেগুলোর প্রায় সমস্তকিছুই ঘন্টার পর ঘন্টা ধরে ব্যাখ্যা করে মাকে নাজেহাল করতাম আর এর ফলে প্রায়ই তর্কবিতর্ক হতো, বিশেষ করে আমার বাবার সঙ্গে।” এমনকি একজন আত্মীয় যদি বাইবেলের বার্তার প্রতি আগ্রহ দেখায়ও, তবুও এমনভাবে উত্তর দিন যাতে তার মধ্যে আরও কিছু জানার আগ্রহ থাকে। (হিতো. ২৫:⁠৭) সবসময় সম্মান, দয়া ও ধৈর্য দেখান, ঠিক যেমনটা পরিচর্যায় অপরিচিতদের সঙ্গে কথা বলার সময় আপনি দেখিয়ে থাকেন।​—⁠কল. ৪:⁠৬.

৫ একবার, যিশুর আত্মীয়রা ভেবেছিল যে, তিনি হতজ্ঞান বা পাগল হয়ে গিয়েছেন। (মার্ক ৩:২১) কিন্তু, পরে কয়েক জন বিশ্বাসী হয়েছিল। (প্রেরিত ১:১৪) আপনার আত্মীয়স্বজনের কাছে সত্য জানানোর জন্য আপনার প্রথম প্রচেষ্টাগুলোর সময় তারা যদি সাদরে সাড়া না দেয়, তা হলে হাল ছেড়ে দেবেন না। পরিস্থিতি ও মনোভাব পালটাতে পারে। তাদের কৌতূহলকে জাগিয়ে তুলতে পারে এমন একটা বিষয় সম্বন্ধে কথা বলার জন্য আরেকটা সুযোগ খুঁজতে থাকুন। অনন্তজীবনের পথে চলা শুরু করতে তাদের সাহায্য করার আনন্দ হয়তো আপনার হতে পারে।​—⁠মথি ৭:​১৩, ১৪.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. আত্মীয়স্বজনের কাছে সাক্ষ্যদান করার সময় কেন বিচক্ষণতার প্রয়োজন?

২. আমাদের আত্মীয়স্বজনের প্রতি আন্তরিক আগ্রহ দেখানো কীভাবে তাদের কৌতূহল জাগিয়ে তুলতে আমাদের সাহায্য করতে পারে?

৩. আমাদের প্রতি আমাদের আত্মীয়স্বজনের আগ্রহ কীভাবে সাক্ষ্যদানের এক পথ খুলে দিতে পারে?

৪. আত্মীয়স্বজনের কাছে সাক্ষ্য দেওয়ার সময় কোন ফাঁদগুলো আমাদের এড়িয়ে চলা উচিত?

৫. আত্মীয়স্বজনের কাছে সাক্ষ্য দিলে তারা যদি সাদরে সাড়া না দেয়, তা হলে আমাদের কী করা উচিত?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার