ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/৯৭ পৃষ্ঠা ১
  • আপনার আত্মীয়-স্বজনদের সম্বন্ধে কী?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনার আত্মীয়-স্বজনদের সম্বন্ধে কী?
  • ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আত্মীয়স্বজনের কাছে সাক্ষ্য দেওয়া—কীভাবে?
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অবিশ্বাসী আত্মীয়দের হৃদয়ে পৌঁছানো
    ২০১৪ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • সত্য ‘শান্তি নয়, কিন্তু খড়্গ’ নিয়ে আসে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৭
  • “যাহারা তোমার কথা শুনে,” তারা পরিত্রাণ পাবে
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
আরও দেখুন
১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/৯৭ পৃষ্ঠা ১

আপনার আত্মীয়-স্বজনদের সম্বন্ধে কী?

১ আমাদের অধিকাংশেরই বেশ কিছু আত্মীয়-স্বজন রয়েছে যারা সত্যে নেই। আমরা এই বিষয়ে কতই না ব্যগ্র যে এই প্রিয়জনেরা আমাদের সাথে জীবনের পথে যোগ দিক! যখন তারা আমাদের নিজ পরিবারের সদস্যবর্গ, তখন তাদের অনন্ত ভবিষ্যতের জন্য আমাদের চিন্তা হয়ত আরও বেশি হয়ে থাকে। যদিও আমরা তাদের সত্যে আগ্রহী করার জন্য একাধিক বছরগুলি ধরে চেষ্টা করেছি, তবুও আমাদের এই উপসংহারে আসা উচিত নয় যে পরিস্থিতি হতাশাজনক।

২ যখন যীশু তাঁর প্রচার কাজ করেছিলেন, তখন “তাঁহার ভ্রাতারাও তাঁহাতে বিশ্বাস করিত না।” (যোহন ৭:⁠৫) একটা সময়ে, তাঁর আত্মীয়-স্বজনেরা মনে করেছিল যে তিনি ছিলেন উন্মাদ। (মার্ক ৩:​১২) কিন্তু, যীশু তাদের সম্বন্ধে হাল ছেড়ে দেননি। কালক্রমে, তাঁর ভাইয়েরা সত্যকে গ্রহণ করেছিল। (প্রেরিত ১:​১৪) তাঁর সৎভাই যাকোব খ্রীষ্টীয় মণ্ডলীর এক স্তম্ভস্বরূপ হয়েছিলেন। (গালা. ১:​১৮, ১৯; ২:⁠৯) যদি আপনি আপনার আত্মীয়-স্বজনেরা সত্যকে আলিঙ্গন করে তা দেখার আনন্দ পেতে চান, তাহলে রাজ্যের সুসমাচার নিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা বন্ধ করে দেবেন না।

৩ আচ্ছন্নকারী নয়, সতেজক হোন: যখন যীশু অন্যদের কাছে প্রচার করেছিলেন, তাঁর শ্রোতারা ভয় নয়, কিন্তু সতেজতা অনুভব করেছিল। (মথি ১১:​২৮, ২৯) তারা আয়ত্ত করতে পারবে না এমন শিক্ষার দ্বারা তিনি তাদের আচ্ছন্ন করেননি। সত্যের জল দ্বারা আপনার আত্মীয়-স্বজনদের সতেজ করার জন্য একসাথে অত্যধিক নয়, কিন্তু অল্প পরিমাণ দিন! একজন সীমা অধ্যক্ষ জানিয়েছিলেন: “সর্বোত্তম ফলগুলি লাভ করা গিয়েছিল তাদের দ্বারা, যারা তাদের আত্মীয়-স্বজনদের কাছে পরিমিত মাত্রায় সাক্ষ্যদানের দ্বারা কৌতুহল জাগিয়ে তুলেছিল।” এইভাবে, এমনকি হয়ত বিরোধীরাও প্রশ্নগুলি জিজ্ঞাসা করা আরম্ভ করতে এবং পরিশেষে সত্যের জন্য তৃষ্ণা গড়ে তুলতে পারে।​—⁠১ পিতর ২:২; তুলনা করুন ১ করিন্থীয় ৩:​১, ২.

৪ অনেক বিবাহিত খ্রীষ্টানেরা কার্যকারীভাবে তাদের অবিশ্বস্ত সাথীদের কাছে সাক্ষ্যদান করেছেন তাদের সামনে সাহিত্যের সেই বিষয়বস্তুটি খুলে রাখার মাধ্যমে যেটি হয়ত তাদের আগ্রাহান্বিত করতে পারে। একজন বোন যিনি এটি করেছিলেন, তিনি তার সন্তানের সাথে এমনভাবে এক অধ্যয়নও পরিচালনা করতেন যেন সেটি তার স্বামী শুনতে পায় এবং এইভাবে ব্যাখ্যা করতেন যেটি তার জন্য উপকারজনক হবে। কখনও কখনও তিনি তাকে জিজ্ঞাসা করতেন: “আজকে আমার অধ্যয়নে আমি এইধরনের বিষয় শিখেছি। এই বিষয়ে তুমি কী মনে কর?” পরিশেষে তার স্বামী সত্য গ্রহণ করেছিলেন।

৫ অধৈর্য নয়, কিন্তু শ্রদ্ধাশীল হোন: একজন প্রকাশক মন্তব্য করেছিলেন যে “এমনকি আত্মীয়-স্বজনদের তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং মতামত পোষণের অধিকার আছে।” তাই যখন তারা তাদের চিন্তাধারা ব্যক্ত করে অথবা যখন তারা নির্দিষ্টভাবে আমাদের বলে যে আমরা যেন তাদের কাছে সত্য সম্বন্ধে কথা না বলি, তখন আমাদের শ্রদ্ধা দেখান উচিত। (উপ. ৩:⁠৭; ১ পিতর ৩:​১৫) ধৈর্যশীল ও প্রেমপূর্ণ এবং উত্তম শ্রোতা হওয়ার দ্বারা এক কৌশলী সাক্ষ্য দেওয়ার জন্য আমরা উপযুক্ত সুযোগগুলির প্রত্যাশায় থাকতে পারি। এইধরনের ধৈর্য পুরস্কারজনক হতে পারে, যেমন এটি দেখা গিয়েছিল একজন খ্রীষ্টীয় স্বামীর ক্ষেত্রে যিনি ধৈর্যের সাথে তার অবিশ্বাসী স্ত্রীর দুর্ব্যবহার ২০ বছর যাবৎ সহ্য করেছিলেন। যে মুহূর্তে সে পরিবর্তিত হতে শুরু করে, তিনি বলেছিলেন: “আমি যিহোবার কাছে কতই না কৃতজ্ঞ যে তিনি আমাকে দীর্ঘ-সহিষ্ণুতা গড়ে তুলতে সাহায্য করেছিলেন, কারণ এখন আমি এর ফল দেখতে পাচ্ছি: আমার স্ত্রী জীবনের পথে চলতে শুরু করেছে!”

৬ আপনার আত্মীয়-স্বজনদের সম্বন্ধে কী? এটি হতে পারে যে আপনার উত্তম খ্রীষ্টীয় আচরণ এবং তাদের জন্য আপনার প্রার্থনার মাধ্যমে “আপনি যিহোবার পক্ষে তাদের লাভ করতে পারেন।”​—⁠১ পিতর ৩:​১, ২, পাদটীকা, NW.

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার