ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ২/০৫ পৃষ্ঠা ১
  • যিহোবার প্রেমপূর্ণ-দয়ার জন্য ধন্যবাদ দিন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • যিহোবার প্রেমপূর্ণ-দয়ার জন্য ধন্যবাদ দিন
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • স্মরণার্থ দিবস পালন করার জন্য আপনার প্রচেষ্টা দেখে যিহোবা আশীর্বাদ করবেন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • “সদাপ্রভুর সমস্ত অনুগত ব্যক্তিরা, তোমরা তাঁহাকে প্রেম কর”
    ২০০৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • মুক্তির মূল্য থেকে উপকৃত হতে অন্যদের সাহায্য করুন
    ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • কেন আমরা স্মরণার্থ সভায় যোগ দিই?
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২২
আরও দেখুন
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ২/০৫ পৃষ্ঠা ১

যিহোবার প্রেমপূর্ণ-দয়ার জন্য ধন্যবাদ দিন

খ্রিস্টের মৃত্যু উদ্‌যাপিত হবে ২৪শে মার্চ

১ গীতরচক বিস্ময়ে বলেছিলেন: “লোকে সদাপ্রভুর স্তব করুক, তাঁহার দয়া প্রযুক্ত, মনুষ্য-সন্তানদের জন্য তাঁহার আশ্চর্য্য কর্ম্ম প্রযুক্ত।” (গীত. ১০৭:⁠৮) ঈশ্বরের দয়া বা প্রেমপূর্ণ-দয়া সেই কোমল অনুভূতির চেয়েও আরও বেশি কিছু, যা লোকেদের জন্য তাঁর রয়েছে। এই বিষয়টা প্রশংসার অনুপ্রাণিত অভিব্যক্তিতে স্পষ্ট করা হয়েছে: “হে সদাপ্রভু, তোমার দয়া আমাকে সুস্থির রাখিত।” (গীত. ৯৪:১৮) আমাদের জন্য তাঁর একজাত পুত্রকে দান করে যিহোবা কী অসাধারণ প্রেমপূর্ণ-দয়াই না দেখিয়েছেন!​—⁠১ যোহন ৪:​৯, ১০.

২ খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ সভা যতই এগিয়ে আসছে, আমরা কীভাবে “দয়াবান্‌ ঈশ্বর”-কে ধন্যবাদ দিতে পারি? (গীত. ৫৯:১৭) আমরা প্রত্যেকেই পৃথিবীতে যিশুর শেষ দিনগুলো সম্বন্ধে ধ্যান করার জন্য সময় আলাদা করে রাখতে চাইব। (গীত. ১৪৩:⁠৫) এ ছাড়া, যেমন প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা​—⁠২০০৫ পুস্তিকায় উল্লেখ করা হয়েছে, স্মরণার্থের জন্য তালিকাবদ্ধ বিশেষ বাইবেল পাঠ করাও উপকারজনক হবে আর সম্ভব হলে বাইবেলভিত্তিক অন্যান্য প্রকাশনার সঙ্গে সর্বমহান পুরুষ বইয়ের ১১২-১৬ অধ্যায়গুলোও পড়ুন ও গবেষণা করুন। যে-অংশগুলো আপনি পড়েন সেগুলোর ওপর ধ্যান করুন এবং সেগুলোতে স্থিতি করুন বা নিবিষ্ট থাকুন। (১ তীম. ৪:১৫) ঈশ্বরের বাক্যের ওপর প্রার্থনাপূর্বক বিবেচনা কেবল আমাদের হৃদয়কেই পুষ্ট করে না কিন্তু সেইসঙ্গে যিহোবার প্রতি আমাদের ভালবাসাকেও প্রকাশ করে।​—⁠মথি ২২:⁠৩৭.

৩ ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার জন্য অন্যদের উদ্দীপিত করুন: গত বছরে পৃথিবীব্যাপী ১,৬৭,৬০,৬০৭ জন স্মরণার্থ সভায় যোগদান করেছিল। লাইবেরিয়ার একটা গ্রামে, ভাইয়েরা শহরের প্রধানকে তার শহরে প্রভুর সান্ধ্যভোজ উদ্‌যাপন করার ইচ্ছার কথা জানিয়ে একটা চিঠি লিখেছিল। সেই প্রধান ব্যক্তি ভাইদেরকে এই অনুষ্ঠানের জন্য স্থানীয় ফুটবল খেলার মাঠটা ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন আর এলাকা জুড়ে এই সম্বন্ধে ঘোষণা করা হয়েছিল, সেখানে যোগদান করার জন্য লোকেদের আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও সেই গ্রামে মাত্র পাঁচ জন প্রকাশক ছিল কিন্তু স্মরণার্থ সভায় উপস্থিতির সংখ্যা ছিল ৬৩৬ জন!

৪ একইভাবে, আমরা যত জনকে সম্ভব আমাদের সঙ্গে স্মরণার্থ সভা উদ্‌যাপনে যোগ দেওয়ার জন্য সাহায্য করতে চাই। আপনি যাদের আমন্ত্রণ জানাতে চান, তাদের একটা তালিকা করুন না কেন? আমাদের পত্রিকাগুলোর পিছনের প্রচ্ছদে এইরকম আমন্ত্রণের দৃষ্টান্ত রয়েছে। এ ছাড়া, স্মরণার্থ সভার ছাপানো আমন্ত্রণপত্রগুলোও ব্যবহার করা যেতে পারে। স্লিপের ওপর স্মরণার্থ সভার সময় ও স্থান টাইপ করুন অথবা পরিষ্কারভাবে লিখুন আর যাদের আপনি আমন্ত্রণ জানাবেন তাদের প্রত্যেকের কাছে একটা করে রেখে আসুন। ২৪শে মার্চ যতই এগিয়ে আসছে, প্রত্যেকের কাছে গিয়ে তা মনে করিয়ে দিন এবং শেষ ব্যবস্থাদি করে আসুন।

৫ যে-বাইবেল ছাত্ররা এখনও সভাগুলোতে আসছে না তাদেরকে কীভাবে আমরা এই অনুষ্ঠানে যোগদান করতে এবং এর থেকে পুরোপুরিভাবে উপকার লাভ করতে সাহায্য করতে পারি? এই উদ্‌যাপনের গুরুত্বের প্রতি উপলব্ধি গড়ে তুলতে প্রত্যেক বার অধ্যয়নের সময় কিছুটা সময় ব্যয় করুন। ২০০৪ সালের ১৫ই মার্চ প্রহরীদুর্গ পত্রিকার ৩-৭ পৃষ্ঠায় এবং যুক্তি (ইংরেজি) বইয়ের ২৬৬-৯ পৃষ্ঠায় চমৎকার বিষয়বস্তু পাওয়া যেতে পারে।

৬ অতিথিদের অভ্যর্থনা জানান: স্মরণার্থ সভায়, অতিথিদের কাছে এগিয়ে যান এবং তাদের অভ্যর্থনা জানান। (রোমীয় ১২:১৩) যাদেরকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন তাদের সঙ্গে বসার ব্যবস্থা করুন আর এই বিষয়ে নিশ্চিত হোন যে, তাদের কাছে বাইবেল ও গানবই রয়েছে। আমরা বিশেষ করে সেইসব নিষ্ক্রিয় ভাই ও বোনদের অভ্যর্থনা জানানোর জন্য নিজে থেকে এগিয়ে যেতে চাইব, যারা এখানে যোগদান করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। আমাদের প্রেমময় আগ্রহ হয়তো তাদেরকে মণ্ডলীর সঙ্গে পুনরায় নিয়মিত মেলামেশা করতে সাহায্য করতে পারে। (লূক ১৫:​৩-৭) সবচেয়ে পবিত্র এই অনুষ্ঠানে, যিহোবার “আশ্চর্য্য দয়া”-র জন্য তাঁকে ধন্যবাদ দিতে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য অন্যদের উৎসাহিত করতে আমরা যেন আমাদের যথাসাধ্য করি।​—⁠গীত. ৩১:⁠২১.

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. যিহোবা কীভাবে আমাদের প্রেমপূর্ণ-দয়া দেখিয়েছেন?

২. কীভাবে আমরা যিহোবাকে আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি?

৩, ৪. (ক) কীভাবে আমরা আমাদের লাইবেরিয়ার ভাইদের অনুকরণ করতে পারি? (খ) স্মরণার্থ সভায় আপনি কাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছেন?

৫. কীভাবে আমরা বাইবেল ছাত্রদেরকে যোগদান করার জন্য উৎসাহিত করতে পারি?

৬. স্মরণার্থ সভায় অতিথিদের অভ্যর্থনা জানানো কেন গুরুত্বপূর্ণ?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার