ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/০৬ পৃষ্ঠা ১
  • মুক্তির মূল্য থেকে উপকৃত হতে অন্যদের সাহায্য করুন

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • মুক্তির মূল্য থেকে উপকৃত হতে অন্যদের সাহায্য করুন
  • ২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • সভায় আমাদের উপস্থিতি আমাদের সম্বন্ধে যা জানায়
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে (অধ্যয়ন)—২০১৯
  • ‘ইহা করিও’
    ২০১২ আমাদের রাজ্যের পরিচর্যা
  • স্মরণার্থ দিবস পালন করার জন্য আপনার প্রচেষ্টা দেখে যিহোবা আশীর্বাদ করবেন!
    প্রহরীদুর্গ যিহোবার রাজ্য সম্বন্ধে ঘোষণা করে (অধ্যয়ন)—২০২৩
  • আসুন আমরা আমাদের কৃতজ্ঞতা দেখাই ১৭ এপ্রিলে স্মরণার্থ সভা উদ্‌যাপন করা হবে
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৬ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/০৬ পৃষ্ঠা ১

মুক্তির মূল্য থেকে উপকৃত হতে অন্যদের সাহায্য করুন

খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ সভা ১২ই এপ্রিল উদ্‌যাপন করা হবে

১ “ঈশ্বরের বর্ণনাতীত দানের নিমিত্ত তাঁহার ধন্যবাদ হউক।” (২ করি. ৯:১৫) এই কথাগুলো উপযুক্তভাবেই ঈশ্বর তাঁর পুত্র যিশু খ্রিস্টের মাধ্যমে লোকেদের প্রতি যে মঙ্গলভাব ও প্রেমপূর্ণ-দয়া দেখান তার প্রতি আমাদের অনুভূতিকে প্রকাশ করে। এই উপলব্ধিবোধ বিশেষ করে তখনই স্পষ্ট হয়ে উঠবে, যখন আমরা ১২ই এপ্রিল খ্রিস্টের মৃত্যুর স্মরণার্থ সভা উদ্‌যাপন করার জন্য সমবেত হব।

২ প্রতি বছর যিহোবার দাসদের সঙ্গে প্রায় এক কোটি অন্যান্য ব্যক্তি স্মরণার্থ সভায় উপস্থিত হয়। এর মাধ্যমে তারা কিছুটা হলেও, খ্রিস্টের বলিদানের প্রতি উপলব্ধি দেখিয়ে থাকে। তবে, মুক্তির মূল্য থেকে উপকৃত হতে হলে, তাদের এর ওপর বিশ্বাস করতে হবে। (যোহন ৩:​১৬, ৩৬) এইরকম বিশ্বাস গড়ে তোলার জন্য আমরা কীভাবে তাদের সাহায্য করতে পারি? এই স্মরণার্থ মরসুমে, আমরা তাদেরকে ব্যক্তিগত বাইবেল অধ্যয়ন করার এবং মণ্ডলীর সাপ্তাহিক সভাগুলোতে উপস্থিত হওয়ার জন্য উৎসাহ দিতে পারি। নীচের পরামর্শগুলো বিবেচনা করুন।

৩ বাইবেল অধ্যয়ন: যখন আপনি আগ্রহী ব্যক্তিদের স্মরণার্থ সভায় আসার জন্য আমন্ত্রণ জানান, তখন তাদের সঙ্গে বাইবেল শিক্ষা দেয় বইটি দিয়ে একটা বাইবেল অধ্যয়ন শুরু করার চেষ্টা করুন না কেন? ব্যক্তির কাছে বইটির ২০৬-৮ পৃষ্ঠা খুলে স্মরণার্থ সভা উদ্‌যাপন সম্বন্ধে ব্যাখ্যা করার এবং “প্রভুর সান্ধ্যভোজ​—⁠যে-উদ্‌যাপন ঈশ্বরকে সম্মানিত করে” এই বিষয়টি আলোচনা করার প্রস্তাব দিন। সম্ভবত দরজায় দাঁড়িয়ে করা বাইবেল অধ্যয়ন হিসেবে, আপনি হয়তো একটা বা দুটো সাক্ষাতেই সেই তথ্য আলোচনা করতে পারবেন। যখন আপনি সেই বিষয়বস্তু শেষ করে ফেলবেন, তখন ব্যক্তিটি হয়তো “মুক্তির মূল্য​—⁠ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ উপহার” শিরোনামের ৫ম অধ্যায়টি আলোচনা করতে চাইবেন। একটা নিয়মিত বাইবেল অধ্যয়ন শুরু হয়ে যাওয়ার পর, বইয়ের প্রথমে ফিরে যান ও প্রথম চারটে অধ্যায় আলোচনা করুন।

৪ এই পদ্ধতি ব্যবহার করে আমরা কাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করতে পারি? সম্ভবত আপনার সহকর্মী, সহপাঠী বা প্রতিবেশীদের কেউ কেউ এই বিষয়গুলো আলোচনা করতে সম্মত হবে। ভাইয়েরা হয়তো মণ্ডলীর বোনদের অবিশ্বাসী স্বামীদের কাছে যেতে পারে। আর আপনার নিজের ন-সাক্ষি আত্মীয়দের কথা ভুলে যাবেন না যেন। সেইসঙ্গে আমরা স্মরণার্থ সভার আমন্ত্রণ সেইসব ব্যক্তির কাছেও পৌঁছে দেওয়ার জন্য বিশেষ প্রচেষ্টা করতে চাইব, যারা একসময় মণ্ডলীর সঙ্গে সক্রিয়ভাবে মেলামেশা করত। (লূক ১৫:​৩-৭) মুক্তির মূল্য থেকে উপকৃত হতে, আমরা যেন এই ধরনের সমস্ত ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করি।

৫ মণ্ডলীর সভাগুলো: স্মরণার্থ সভা হচ্ছে অনেক বাইবেল ছাত্র এবং অন্যান্য আগ্রহী ব্যক্তির উপস্থিত হওয়া প্রথম সভা। কিন্তু, আমরা কীভাবে তাদেরকে মণ্ডলীর অন্য সভাগুলো থেকে উপকৃত হতে উৎসাহ দিতে পারি? ২০০৫ সালের এপ্রিল মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৮ পৃষ্ঠায় এই পরামর্শগুলো দেওয়া হয়েছিল: “পরের সপ্তাহের জনসাধারণের বক্তৃতার শিরোনামটা উল্লেখ করুন। প্রহরীদুর্গ অধ্যয়ন এবং মণ্ডলীর বই অধ্যয়নে যে-বিষয়বস্তু আলোচনা করা হবে সেটা তাদের দেখান। ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং পরিচর্যা সভা সম্বন্ধে বর্ণনা করুন। বিদ্যালয়ে আপনার যখন কোনো বক্তৃতা থাকে, তখন সম্ভবত আপনি তাদের সামনে সেটা মহড়া দিতে পারেন। সভাগুলোতে উপস্থাপিত উল্লেখযোগ্য বিষয়গুলো তাদের বলুন। আমাদের প্রকাশনায় ছাপানো ছবিগুলোর সাহায্যে তাদের মনশ্চক্ষে দেখতে সাহায্য করুন যে, সেখানে কী ঘটছে। অধ্যয়নের প্রথমদিন থেকেই সভাগুলোতে যোগ দেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানান।”

৬ সৎহৃদয়ের লোকেরা যখন নিয়মিত বাইবেল অধ্যয়ন করে এবং মণ্ডলীর সভাগুলোতে নিয়মিতভাবে উপস্থিত হয়, তখন প্রায়ই তারা দ্রুত আধ্যাত্মিক উন্নতি করে। তাই, এই আধ্যাত্মিক ব্যবস্থাগুলোর সদ্ব্যবহার করতে এবং ঈশ্বরের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার​—⁠মুক্তির মূল্য​—⁠থেকে উপকৃত হতে আমরা যেন অন্যদের উৎসাহিত করি।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. একটা উপায় কী, যেটার মাধ্যমে ঈশ্বরের লোকেরা মুক্তির মূল্যের প্রতি তাদের উপলব্ধি প্রকাশ করে?

২. যিহোবার দাসদের সঙ্গে আর কারা স্মরণার্থ সভায় উপস্থিত হয় এবং মুক্তির মূল্য থেকে উপকৃত হতে হলে, তাদের কী করতে হবে?

৩. স্মরণার্থ সভায় আমন্ত্রণ জানানোর সময়, কীভাবে আমরা একটা বাইবেল অধ্যয়ন শুরু করতে পারি?

৪. এই স্মরণার্থ মরসুমে আমরা কাদের সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করতে পারি?

৫. কীভাবে আমরা বাইবেল ছাত্র এবং অন্যান্য আগ্রহী ব্যক্তিকে মণ্ডলীর সাপ্তাহিক সভাগুলোতে উপস্থিত হওয়ার জন্য উৎসাহ দিতে পারি?

৬. কোন দুটো উপায়ে আমরা সৎহৃদয়ের লোকেদের মুক্তির মূল্য থেকে উপকৃত হতে সাহায্য করতে পারি?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার