‘ইহা করিও’
৫ এপ্রিল স্মরণার্থ সভা উদ্যাপন করা হবে
১. স্মরণার্থ সভা উদ্যাপন করা কেন গুরুত্বপূর্ণ?
১ “ইহা আমার স্মরণার্থে করিও।” (লূক ২২:১৯) এই কথাগুলোর দ্বারা যিশু তাঁর বলিদানমূলক মৃত্যু উদ্যাপন করার জন্য তাঁর অনুসারীদের আজ্ঞা দিয়েছিলেন। মুক্তির মূল্য যা-কিছু সম্পাদন করেছে, সেটা বিবেচনা করলে, খ্রিস্টানদের কাছে বার্ষিক স্মরণার্থ সভা উদ্যাপন করার চেয়ে গুরুত্বপূর্ণ বা মূল্যবান আর কোনো দিনই থাকতে পারে না। যেহেতু, এই বছরের উদ্যাপনের দিন ৫ এপ্রিল এগিয়ে আসছে, তাই কীভাবে আমরা যিহোবার প্রতি আমাদের কৃতজ্ঞতা দেখাতে পারি?—কলসীয় ৩:১৫.
২. অধ্যয়ন ও ধ্যান করার মাধ্যমে আমরা কীভাবে স্মরণার্থের প্রতি আমাদের উপলব্ধি দেখাতে পারি?
২ প্রস্তুত হোন: আমরা সাধারণত যেটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি, সেটার জন্য প্রস্তুতি নিয়ে থাকি। পরিবারগতভাবে আমরা আমাদের হৃদয়কে স্মরণার্থের জন্য সুস্থির বা প্রস্তুত করার জন্য সেই বিষয়গুলো নিয়ে ধ্যান করতে পারি, যে-বিষয়গুলো যিশু পৃথিবীতে থাকাকালীন তাঁর শেষ দিনগুলোতে ঘটেছিল। (ইষ্রা ৭:১০) এই বিবরণগুলো সম্বন্ধে শাস্ত্রপদগুলোর আংশিক তালিকা ক্যালেন্ডার (ইংরেজি) এবং প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করা পুস্তিকায় পাওয়া যায়, তবে সর্বমহান পুরুষ বই থেকে এটার সঙ্গে সম্পর্কযুক্ত অধ্যায়সহ আরও বিশদ তালিকা ২০১২ সালের জানুয়ারি থেকে মার্চ প্রহরীদুর্গ পত্রিকার ২১-২২ পৃষ্ঠায় তুলে ধরা হয়েছে।
৩. পরিচর্যায় আমাদের অংশ বাড়ানোর মাধ্যমে কীভাবে আমরা স্মরণার্থের জন্য উপলব্ধি প্রকাশ করতে পারি?
৩ প্রচার করুন: পরিচর্যায় পূর্ণরূপে অংশ নেওয়ার মাধ্যমেও আমরা আমাদের উপলব্ধি প্রকাশ করতে পারি। (লূক ৬:৪৫) ১৭ মার্চ, শনিবার থেকে অন্যদেরকে স্মরণার্থ সভায় আমন্ত্রণ জানানোর জন্য আমরা বিশ্বব্যাপী এক বিশেষ অভিযান শুরু করব। আপনি কি পরিচর্যায় আরও বেশি সময় কাটানোর জন্য আপনার তালিকায় রদবদল করতে, সম্ভব হলে একজন সহায়ক অগ্রগামী হিসেবে কাজ করতে পারেন? বিষয়টা নিয়ে আপনার পরবর্তী পারিবারিক উপাসনার সন্ধ্যায় পরিবারগতভাবে আলোচনা করুন না কেন?
৪. স্মরণার্থ সভা উদ্যাপন করার মাধ্যমে আমরা কোন কোন উপকার পেতে পারি?
৪ প্রতি বছর স্মরণার্থ সভা উদ্যাপনে অংশ নেওয়ার মাধ্যমে আমরা কতই না উপকার লাভ করি! আমরা যখন যিহোবার উদারতা এবং তাঁর একমাত্র পুত্রের মাধ্যমে জোগানো মুক্তির মূল্য নিয়ে ধ্যান করি, তখন আমাদের আনন্দ এবং ঈশ্বরের প্রতি আমাদের প্রেম আরও বৃদ্ধি পায়। (যোহন ৩:১৬; ১ যোহন ৪:৯, ১০) এটা আমাদের নিজেদের জন্য জীবনধারণ না করার জন্য অনুপ্রাণিত করে। (২ করি. ৫:১৪, ১৫) এটা আমাদেরকে জনসাধারণ্যে যিহোবার প্রশংসা করার জন্য উদ্দীপিত করে। (গীত. ১০২:১৯-২১) প্রকৃতপক্ষে, ৫ এপ্রিল আমরা যখন স্মরণার্থ সভা উদ্যাপন করব, তখন ‘প্রভুর মৃত্যু প্রচার করিবার’ বিষয়ে যে-সুযোগ পাওয়া যাবে, সেটার জন্য যিহোবার অনুগত দাসেরা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।—১ করি. ১১:২৬.