আনন্দিত হৃদয়ে স্মরণার্থ সভার জন্য প্রস্তুত হোন
১. স্মরণার্থ মরসুম কী করার জন্য এক বিশেষ সময়?
১ আমাদের পরিত্রাণের জন্য ঈশ্বর যা করেছেন, তাতে আনন্দ করার জন্য ২৬ মার্চ, মঙ্গলবার স্মরণার্থ সভা এক চমৎকার সুযোগ প্রদান করে। (যিশা. ৬১:১০) আসন্ন উদ্যাপনের আগে, এক আনন্দপূর্ণ মনোভাব আমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে সাহায্য করবে। কীভাবে?
২. স্মরণার্থ সভা উদ্যাপন করার জন্য প্রস্তুতি নিতে কী আমাদের অনুপ্রাণিত করে?
২ স্মরণার্থ সভা উদ্যাপন করার জন্য প্রস্তুত হওয়া: প্রভুর সান্ধ্য ভোজ এক গুরুগম্ভীর বিষয় হলেও এটা এক সাধারণ উদ্যাপন। কিন্তু, এর জন্য আগে থেকে চিন্তা বা পরিকল্পনা করা প্রয়োজন, যাতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপেক্ষিত না হয়। (হিতো. ২১:৫) সময় ও উপযুক্ত স্থান অবশ্যই বেছে নিতে হবে। যথার্থ প্রতীকচিহ্নগুলো সংগ্রহ করে রাখতে হবে। সভার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন ও প্রস্তুত রাখতে হবে। নির্ধারিত বক্তাকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং পরিবেশনকারী ও পরিচারকদের স্পষ্ট নির্দেশনা দিতে হবে। নিঃসন্দেহে, এর অনেকটাই ইতিমধ্যে করা হয়ে গিয়েছে। মুক্তির মূল্যের প্রতি উপলব্ধি দেখানো আমাদেরকে এই পবিত্র উপলক্ষ্যের জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে অনুপ্রাণিত করে।—১ পিতর ১:৮, ৯.
৩. প্রভুর সান্ধ্য ভোজের জন্য কীভাবে আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করতে পারি?
৩ হৃদয় প্রস্তুত করা: এ ছাড়া, স্মরণার্থ সভার পূর্ণ তাৎপর্য বোঝার জন্য আমাদের হৃদয়কেও সুস্থির বা প্রস্তুত করা গুরুত্বপূর্ণ। (ইষ্রা ৭:১০) তা করার জন্য, আমাদের স্মরণার্থের বিশেষ বাইবেল পাঠের বিষয়টা বিবেচনা করা আর তারপর যিশুর পার্থিব জীবনের শেষ দিনগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত। যিশুর আত্মত্যাগমূলক মনোভাবের বিষয়টা নিয়ে ধ্যান করা আমাদেরকে তাঁকে অনুকরণ করতে প্রেরণা দেবে।—গালা. ২:২০.
৪. মুক্তির মূল্যের কোন উপকার আপনাকে সবচেয়ে বেশি আনন্দ প্রদান করে?
৪ খ্রিস্টের মৃত্যু যিহোবার সার্বভৌমত্বের সত্যতা প্রতিপাদন করে। এটা পাপ ও মৃত্যু থেকে মুক্তি প্রদান করে। (১ যোহন ২:২) এটা ঈশ্বরের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করার এবং অনন্ত জীবন লাভ করার পথ খুলে দেয়। (কল. ১:২১, ২২) এ ছাড়া, এটা আমাদেরকে যিহোবার প্রতি আমাদের উৎসর্গীকরণের যোগ্যরূপে চলার সংকল্পকে শক্তিশালী করতে ও খ্রিস্টের শিষ্য হিসেবে দৃঢ় থাকতে সাহায্য করে। (মথি ১৬:২৪) আসন্ন স্মরণার্থ সভার জন্য প্রস্তুত হওয়ার ও তাতে যোগদান করার সময় আপনার আনন্দ যেন বৃদ্ধি পায়!