আপনি কি স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নিচ্ছেন?
দিনটা ছিল ৩৩ খ্রিস্টাব্দের ১৩ নিশান। যিশু জানতেন, মারা যাওয়ার আগে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে এটাই তাঁর শেষ সন্ধ্যা। তিনি তাদের সঙ্গে তাঁর শেষ নিস্তারপর্ব পালন করতে এবং এরপর এক নতুন অনুষ্ঠান প্রবর্তন করতে চেয়েছিলেন, যেটাকে প্রভুর সান্ধ্যভোজ বলা হয়। এইরকম এক গুরুত্বপূর্ণ উপলক্ষ্যের জন্য নিশ্চয়ই প্রস্তুতির প্রয়োজন ছিল। তাই, তিনি সান্ধ্যভোজের ব্যবস্থা করার জন্য পিতর ও যোহনকে পাঠিয়েছিলেন। (লূক ২২:৭-১৩) একইভাবে যে-খ্রিস্টানরা স্মরণার্থ সভা উদ্যাপন করতে চায়, তাদেরও এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। (লূক ২২:১৯) ৩ এপ্রিল তারিখের স্মরণার্থ সভার প্রস্তুতি হিসেবে আমরা সাধারণত কোন কোন কাজ করতে পারি?
প্রকাশকরা যেভাবে প্রস্তুতি নেবেন:
স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণ অভিযানে পূর্ণরূপে অংশগ্রহণ করুন।
বাইবেল ছাত্র, আত্মীয়স্বজন, সহপাঠী, সহকর্মী ও অন্যান্য পরিচিত ব্যক্তিদের এক তালিকা তৈরি করুন ও তাদের আমন্ত্রণ জানান।
স্মরণার্থের বাইবেল পাঠ পড়ুন এবং এটার উপর ধ্যান করুন।
স্মরণার্থ সভায় আসবেন এমন ব্যক্তিদের অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হয়ে আসুন।