ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৩/১৫ পৃষ্ঠা ১
  • আপনি কি স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নিচ্ছেন?

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • আপনি কি স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নিচ্ছেন?
  • ২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনি কি স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নিচ্ছেন?
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২১
  • আনন্দিত হৃদয়ে স্মরণার্থ সভার জন্য প্রস্তুত হোন
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • স্মরণার্থক সভার জন্য মনে রাখার বিষয়গুলো
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • স্মরণার্থক অনুস্মারকগুলি
    ১৯৯৮ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০১৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৩/১৫ পৃষ্ঠা ১

আপনি কি স্মরণার্থ সভার জন্য প্রস্তুতি নিচ্ছেন?

দিনটা ছিল ৩৩ খ্রিস্টাব্দের ১৩ নিশান। যিশু জানতেন, মারা যাওয়ার আগে তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে এটাই তাঁর শেষ সন্ধ্যা। তিনি তাদের সঙ্গে তাঁর শেষ নিস্তারপর্ব পালন করতে এবং এরপর এক নতুন অনুষ্ঠান প্রবর্তন করতে চেয়েছিলেন, যেটাকে প্রভুর সান্ধ্যভোজ বলা হয়। এইরকম এক গুরুত্বপূর্ণ উপলক্ষ্যের জন্য নিশ্চয়ই প্রস্তুতির প্রয়োজন ছিল। তাই, তিনি সান্ধ্যভোজের ব্যবস্থা করার জন্য পিতর ও যোহনকে পাঠিয়েছিলেন। (লূক ২২:৭-১৩) একইভাবে যে-খ্রিস্টানরা স্মরণার্থ সভা উদ্‌যাপন করতে চায়, তাদেরও এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নেওয়া উচিত। (লূক ২২:১৯) ৩ এপ্রিল তারিখের স্মরণার্থ সভার প্রস্তুতি হিসেবে আমরা সাধারণত কোন কোন কাজ করতে পারি?

প্রাচীনরা যেভাবে প্রস্তুতি নেবেন:

  • কিংডম হল অথবা অন্য কোনো উপযুক্ত স্থান ব্যবহার করার ব্যবস্থা করুন। সেই স্থানে যেন পর্যাপ্ত বসার জায়গা, আলো এবং বায়ু চলাচলের ব্যবস্থা থাকে। সেই স্থান আগে থেকে ভালোভাবে পরিষ্কার করার ব্যবস্থা করুন।

  • একজন যোগ্য বক্তা, সভাপতি এবং প্রতীকের জন্য প্রার্থনা করবেন এমন ভাইদের বাছাই করুন।

  • একই জায়গায় যদি একাধিক সভার আয়োজন করা হয়, তাহলে অন্যান্য মণ্ডলীর সঙ্গে আলোচনা করে সভার সময় এবং হলে ঢোকার ও হল থেকে বেরোনোর ব্যবস্থা এবং পার্কিংয়ের ব্যবস্থা স্থির করুন।

  • পরিচারক ও পরিবেশনকারীদের বাছাই করুন ও তাদের স্পষ্ট নির্দেশনা দিন।

  • উপযুক্ত প্রতীক ও সেইসঙ্গে প্লেট, ওয়াইন গ্লাস, উপযুক্ত টেবিল এবং টেবিলক্লথের ব্যবস্থা করুন।

প্রকাশকরা যেভাবে প্রস্তুতি নেবেন:

  • স্মরণার্থ সভার আমন্ত্রণপত্র বিতরণ অভিযানে পূর্ণরূপে অংশগ্রহণ করুন।

  • বাইবেল ছাত্র, আত্মীয়স্বজন, সহপাঠী, সহকর্মী ও অন্যান্য পরিচিত ব্যক্তিদের এক তালিকা তৈরি করুন ও তাদের আমন্ত্রণ জানান।

  • স্মরণার্থের বাইবেল পাঠ পড়ুন এবং এটার উপর ধ্যান করুন।

  • স্মরণার্থ সভায় আসবেন এমন ব্যক্তিদের অভ্যর্থনা জানানোর জন্য প্রস্তুত হয়ে আসুন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার