ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৪/০৫ পৃষ্ঠা ৮
  • উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আমাদের নামের পশ্চাতে অবস্থিত সংগঠনটির প্রতি ছাত্রদের পরিচালিত করা
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অন্যদের সভাগুলোতে আসতে সাহায্য করুন
    ২০০১ আমাদের রাজ্যের পরিচর্যা
  • বাইবেল ছাত্রদের সভায় যোগ দিতে সাহায্য করুন
    আমাদের খ্রিস্টীয় জীবন ও পরিচর্যা—সভার জন্য অধ্যয়ন পুস্তিকা ২০২২
  • ঈশ্বরের সংগঠনের অংশ হয়ে নিরাপদ থাকুন
    ১৯৯৮ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৪/০৫ পৃষ্ঠা ৮

উন্নতিশীল বাইবেল অধ্যয়ন পরিচালনা করা

৮ম ভাগ: ছাত্র-ছাত্রীদের সংগঠনের দিকে পরিচালিত করা

১ আমরা কেবল শাস্ত্রীয় তথ্য শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে বাইবেল অধ্যয়ন করি না কিন্তু সেইসঙ্গে ছাত্র-ছাত্রীদের খ্রিস্টীয় মণ্ডলীর অংশ হতে সাহায্য করার জন্যও করি। (সখ. ৮:২৩) যিহোবার সাক্ষিরা​—⁠তারা কারা? তারা কী বিশ্বাস করে? ব্রোশারটি তা করতে আমাদের সাহায্য করতে পারে। নতুন বাইবেল ছাত্র-ছাত্রীদেরকে এই ব্রোশারের একটা কপি দিন এবং তা পড়তে তাদের উৎসাহিত করুন। এ ছাড়া, প্রতি সপ্তাহে অধ্যয়নে কয়েক মিনিটের জন্য যিহোবার সংগঠনের একটা বিষয় নিয়ে কথা বলুন।

২ মণ্ডলীর সভাগুলো: যে-প্রধান উপায়ে বাইবেল ছাত্র-ছাত্রীরা ঈশ্বরের সংগঠনকে উপলব্ধি করতে শুরু করে সেটা হল, মণ্ডলীর সভাগুলোতে আমাদের সঙ্গে মেলামেশা করে। (১ করি. ১৪:​২৪, ২৫) তাই, আপনি হয়তো তাদেরকে সভাগুলোর সঙ্গে পরিচিত হওয়ার জন্য একেক বার একেকটা সভা নিয়ে মোট পাঁচটা সাপ্তাহিক সভা সম্বন্ধে বর্ণনা করে তা শুরু করতে পারেন। পরের সপ্তাহের জনসাধারণের বক্তৃতার শিরোনামটা উল্লেখ করুন। প্রহরীদুর্গ অধ্যয়ন এবং মণ্ডলীর বই অধ্যয়নে যে-বিষয়বস্তু আলোচনা করা হবে সেটা তাদের দেখান। ঐশিক পরিচর্যা বিদ্যালয় এবং পরিচর্যা সভা সম্বন্ধে বর্ণনা করুন। বিদ্যালয়ে আপনার যখন কোনো বক্তৃতা থাকে, তখন সম্ভবত আপনি তাদের সামনে সেটা মহড়া দিতে পারেন। সভাগুলোতে উপস্থাপিত উল্লেখযোগ্য বিষয়গুলো তাদের বলুন। আমাদের প্রকাশনায় ছাপানো ছবিগুলোর সাহায্যে তাদের মনশ্চক্ষে দেখতে সাহায্য করুন যে, সেখানে কী ঘটছে। অধ্যয়নের প্রথমদিন থেকেই সভাগুলোতে যোগ দেওয়ার জন্য তাদের আমন্ত্রণ জানান।

৩ স্মরণার্থ সভা, বিভিন্ন সম্মেলন ও ভ্রমণ অধ্যক্ষের পরিদর্শনের সময় যখন নিকটবর্তী হয়, তখন এই ব্যবস্থাগুলো সম্বন্ধে ব্যাখ্যা করার এবং এগুলোর প্রতি উদ্দীপনা জাগিয়ে তোলার জন্য কয়েক মিনিট সময় করে নিন। ক্রমান্বয়ে এই প্রশ্নগুলোর উত্তর দিন: কেন আমাদের যিহোবার সাক্ষি বলা হয়? কেন আমরা আমাদের সভার স্থানগুলোকে কিংডম হল বলি? প্রাচীন ও পরিচারক দাসদের কী কী দায়িত্ব রয়েছে? প্রচার কাজ ও প্রচারের এলাকাকে কীভাবে সংগঠিত করা হয়? আমাদের প্রকাশনাগুলো কীভাবে তৈরি করা হয়? কীভাবে সংগঠনকে আর্থিকভাবে চালানো হয়? কাজ দেখাশোনা করার ক্ষেত্রে শাখা অফিস এবং পরিচালক গোষ্ঠীর ভূমিকা কী?

৪ বিভিন্ন তথ্যমূলক ভিডিও: অন্য আরেকটা উপায়ে বাইবেল ছাত্র-ছাত্রীরা যিহোবার চমৎকার সংগঠনকে দেখতে পারে, সেটা হল আমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে। এগুলো তাদেরকে জগতের শেষ পর্যন্ত (ইংরেজি) নিয়ে যাবে, আমাদের সমগ্র ভ্রাতৃবর্গ এর (ইংরেজি) সঙ্গে পরিচিত করবে এবং তাদেরকে দেখাবে যে, কীভাবে আমরা ঐশিক শিক্ষার দ্বারা একতাবদ্ধ (ইংরেজি)। পাঁচ বছর ধরে আমাদের পত্রিকা ও অন্যান্য প্রকাশনাগুলো পেয়েছেন এমন একজন মহিলা, যিহোবার সাক্ষিরা​—⁠নামের পিছনে যে সংগঠন (ইংরেজি) ভিডিওটা দেখে কেঁদে ফেলেছিলেন। তিনি সেই সাক্ষিদের ওপর বিশ্বাস গড়ে তুলেছিলেন, যারা তার সঙ্গে সাক্ষাৎ করত কিন্তু এই ভিডিওটা দেখার পর তিনি মনে করেছিলেন যে, তিনি সংগঠনের ওপরও বিশ্বাস করতে পারেন। নিয়মমাফিক তার সঙ্গে বাইবেল অধ্যয়ন শুরু করা হয় আর পরের সপ্তাহে তিনি কিংডম হলে সভাগুলোতে যোগ দেন।

৫ আমাদের ছাত্র-ছাত্রীর সঙ্গে প্রতি সপ্তাহে কয়েক মিনিট ব্যয় করার এবং যে-হাতিয়ারগুলো জোগানো হয়েছে, সেগুলো ব্যবহার করার দ্বারা আমরা উন্নতিশীলভাবে বাইবেল ছাত্র-ছাত্রীদেরকে সেই সংগঠনের দিকে পরিচালিত করতে পারি, যেটাকে আজ যিহোবা ব্যবহার করছেন।

[অধ্যয়ন প্রশ্নাবলি]

১. প্রতি সপ্তাহে বাইবেল অধ্যয়নে যিহোবার সংগঠনের একটা বিষয় নিয়ে কথা বলা কেন উপকারী?

২. মণ্ডলীর সভাগুলোতে যোগ দেওয়ার জন্য বাইবেল ছাত্র-ছাত্রীদের কীভাবে আপনি উৎসাহিত করতে পারেন?

৩. সংগঠনের কোন দিকগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি?

৪, ৫. আমাদের ভিডিওগুলো কীভাবে সংগঠনের প্রতি উপলব্ধি বাড়িয়ে তুলতে পারে?

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার