পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ এপ্রিল ১৫
“আজকে বিস্তর তথ্য পাওয়ার কোনো শেষ নেই বললেই চলে, তাই না? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] কিন্তু, এই শাস্ত্রপদে বর্ণিত তথ্যের চেয়ে বেশি মূল্যবান আর কোনো তথ্য নেই। [যোহন ১৭:৩, NW পদ পড়ুন।] এই পত্রিকা ব্যাখ্যা দেয় যে, “অনন্তজীবন” এই শব্দটার অর্থ কী এবং সেই জ্ঞান আমরা কীভাবে অর্জন করতে পারি যা অনন্তজীবনের দিকে পরিচালিত করে।”
সচেতন থাক! এপ্রিল-জুন
“অনেক লোক মনে করে যে, কায়িক শ্রম তাদের মর্যাদাহানি করে কিন্তু আপনি কি জানেন যে, শাস্ত্র কঠোর পরিশ্রম করার জন্য আমাদের উৎসাহিত করে? [উত্তর দেওয়ার সুযোগ দিন আর তারপর উপদেশক ২:২৪ পদ পড়ুন। ২০ পৃষ্ঠায় প্রবন্ধটি খুলুন।] বিশেষকরে অল্পবয়স্কদের কঠোর পরিশ্রম ও কায়িক শ্রমের প্রতি যে-দৃষ্টিভঙ্গি থাকা উচিত এই প্রবন্ধটি তা আলোচনা করে।”
প্রহরীদুর্গ মে ১
“যখন আমাদের কোনো প্রিয়জন মারা যান, তখন তাকে আবার দেখতে চাওয়াটা হল স্বাভাবিক। আপনি কি এই বিষয়ে একমত নন? [উত্তর দেওয়া সুযোগ দিন।] পুনরুত্থান সম্বন্ধে বাইবেলের প্রতিজ্ঞায় অনেকে সান্ত্বনা পেয়েছে। [যোহন ৫:২৮, ২৯ পদ পড়ুন।] এই পত্রিকা আলোচনা করে যে, কখন পুনরুত্থান ঘটবে এবং কারা আসলে সেটা থেকে উপকৃত হবে।”
সচেতন থাক! এপ্রিল-জুন
“আজকের ব্যস্ত জগতে, অনেকে তাদের সন্তানদের সঙ্গে সময় বের করে নেওয়াকে কষ্টকর বলে মনে করে। শাস্ত্র বাবাকে তার সন্তানদের প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব প্রদান করে। [ইফিষীয় ৬:৪, NW পদ পড়ুন, তারপর ১২ পৃষ্ঠায় প্রবন্ধটি খুলুন।] এই প্রবন্ধটি ব্যবহারিক পরামর্শগুলো দেয় যেগুলো সন্তান প্রশিক্ষণে সাহায্য করতে পারে।”