পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ জানু.-মার্চ
“আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে পারিবারিক গণ্ডির মধ্যে আঘাতজনক কথাবার্তা বলা এড়িয়ে চলার বিষয়ে আলোচনা করছি। এই ব্যাপারে কিছু ব্যবহারিক পরামর্শ আলোচনা করতে কি আপনি খুশি হবেন? [গৃহকর্তা যদি শুনতে আগ্রহী থাকেন তাহলে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন যে, এই মানব দুর্বলতা সম্বন্ধে ঈশ্বর কী বলতে চান, সেই বিষয়ে আপনি তার কাছে কিছু পড়ে শোনাতে পারেন কিনা। তিনি যদি রাজি হন, তাহলে যাকোব ৩:২ পদটি পড়ুন।] এই প্রবন্ধটি আমাদেরকে পরিবারের সদস্যদেরকে আমাদের কথাবার্তার দ্বারা আঘাত দেওয়া এড়িয়ে চলতে সাহায্য করার ক্ষেত্রে কিছু ব্যবহারিক পরামর্শ প্রদান করে।” ১০ পৃষ্ঠায় যে-প্রবন্ধটি শুরু হচ্ছে সেটা তুলে ধরুন।
প্রহরীদুর্গ এপ্রিল-জুন
“আজকে যে-সমস্যাগুলো আমাদের ঘিরে রয়েছে সেগুলোর মধ্যে থেকে প্রকৃত মনের শান্তি অর্জন করা আমাদের পক্ষে সম্ভব বলে কি আপনার মনে হয়? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা থেকে আমি কি একটা বিষয় পড়ে শোনাতে পারি? [গৃহকর্তা যদি শুনতে আগ্রহী হন, তাহলে ৮-৯ পৃষ্ঠায় দেওয়া শাস্ত্রপদগুলোর মধ্যে থেকে একটি পড়ে শোনান।] আমাদের অস্তিত্ব, জীবনের উদ্দেশ্য এবং ভবিষ্যতে কী হতে চলেছে, সেই বিষয়ে এই পত্রিকা আলোচনা করে।”