পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ মার্চ ১৫
“আমাদের প্রায় সকলেরই মৃত্যুতে কোনো প্রিয়জনকে হারানোর দুঃখজনক অভিজ্ঞতা রয়েছে। আপনি কি এই সান্ত্বনাদায়ক প্রতিজ্ঞাটির সঙ্গে পরিচিত আছেন? [প্রেরিত ২৪:১৫ পদ পড়ুন। এরপর উত্তর দেওয়ার সুযোগ দিন।] কিন্তু, অনেকেই ভেবে থাকে যে, কারা পুনরুত্থিত হবে? এটা কখন হবে? এটা কোথায় হবে? এই পত্রিকাটি বাইবেল থেকে এই প্রশ্নগুলোর উত্তর দেয়।”
সচেতন থাক! জানু.-মার্চ
“প্রাকৃতিক দুর্যোগের কারণে দুঃখকষ্ট ভোগ করতে দেখা এক হৃদয়বিদারক বিষয়। [স্থানীয়ভাবে পরিচিত একটা উদাহরণ উল্লেখ করুন।] আপনি কি মনে করেন যে, এই ধরনের দুর্যোগ বেড়েই চলেছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা ওই প্রশ্নটিকে পরীক্ষা করে। এ ছাড়া, যারা এই ধরনের দুঃখজনক ঘটনাগুলোতে প্রিয়জনদের হারিয়েছে, এটি তাদের সান্ত্বনাও প্রদান করে।” যোহন ৫:২৮, ২৯ পদ পড়ুন।
প্রহরীদুর্গ এপ্রিল ১
“এই সুপরিচিত উক্তিটি ঈশ্বর সম্বন্ধে জ্ঞান নেওয়ার গুরুত্বের ওপর জোর দেয়। [মথি ৪:৪ পদ পড়ুন।] কিন্তু, অনেক লোকই ঈশ্বরের বাক্য বোঝাকে কঠিন বলে মনে করে। আপনারও কি তা-ই মনে হয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকাটি এমন কিছু বাস্তব পরামর্শ প্রদান করে, যেগুলো আপনাকে বাইবেল বুঝতে সাহায্য করতে পারে।”
সচেতন থাক! এপ্রিল-জুন
“আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, এই জগৎ আগামী ২০ বা ৩০ বছর পর কেমন হবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর গীতসংহিতা ১১৯:১০৫ পদ পড়ুন।] বাইবেল সম্মুখস্থ পথকে আলোকিত করে যাতে ভবিষ্যতে কী রয়েছে তা আমরা জানতে পারি। এই পত্রিকা সেই ভবিষ্যদ্বাণীগুলোকে পরীক্ষা করে যেগুলো দেখায় যে, সময়ের প্রবাহে আমরা এখন কোথায় রয়েছি এবং কেন আমরা উজ্জ্বল এক ভবিষ্যৎ আশা করতে পারি।”