ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ৫/০৫ পৃষ্ঠা ৪
  • পারিবারিক তালিকা—পারিবারিক ক্ষেত্রের পরিচর্যা

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • পারিবারিক তালিকা—পারিবারিক ক্ষেত্রের পরিচর্যা
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • আপনার সন্তানদের যিহোবার প্রশংসা করতে শিক্ষা দিন
    ২০০৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পিতামাতারা—আপনাদের সন্তানদের প্রচার করার জন্য প্রশিক্ষণ দিন
    ১৯৯৭ আমাদের রাজ্যের পরিচর্যা
  • আধ্যাত্মিক দিক দিয়ে শক্তিশালী পরিবার গড়ে তোলা
    ২০০১ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
  • পরিবারগুলো, ঈশ্বরের মণ্ডলীর অংশ হয়ে তাঁর প্রশংসা করুন
    ১৯৯৯ প্রহরীদুর্গ যিহোবার রাজ্য ঘোষণা করে
আরও দেখুন
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ৫/০৫ পৃষ্ঠা ৪

পারিবারিক তালিকা​—⁠পারিবারিক ক্ষেত্রের পরিচর্যা

১ যুবক-যুবতীদের তাঁর নামের প্রশংসা করতে দেখে যিহোবা আনন্দিত হন। (গীত. ১৪৮:​১২, ১৩) যিশুর দিনে এমনকি ‘শিশু ও দুগ্ধপোষ্যরা’ ঈশ্বরের “স্তব” বা প্রশংসা করেছিল। (মথি ২১:​১৫, ১৬) আজকের দিনেও তা-ই ঘটছে। বাবামায়েরা, কীভাবে আপনারা আপনাদের সন্তানদের খ্রিস্টীয় পরিচর্যায় যিহোবার উদ্যোগী প্রশংসাকারীদের মধ্যে বিকশিত হওয়ার জন্য সাহায্য করতে পারেন? আবারও, মণ্ডলীর সভাগুলোর বিষয়ে ওপরের প্রবন্ধে যেমন জোর দেওয়া হয়েছে, আপনাদের উদাহরণ হচ্ছে একটা মুখ্য বিষয়। একজন বাবা সব জায়গার বাবামায়ের পক্ষ হয়ে এই কথা বলেছিলেন: “আপনারা যা বলেন, সন্তানরা তা করে না; কিন্তু আপনারা যা করেন, তারা তা করে থাকে!”

২ ঈশ্বর-ভয়শীল বাবামার অধীনে বড় হয়ে ওঠা একজন বোন স্মরণ করে বলেছিলেন: “আমাদের কখনো শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে জিজ্ঞেস করতে হয়নি যে আমরা পরিচর্যায় যাচ্ছি কি না। আমরা জানতাম যে আমরা যাচ্ছি।” একইভাবে আপনারাও, পরিবারগতভাবে ক্ষেত্রের পরিচর্যায় অংশ নেওয়ার জন্য এক সংগতিপূর্ণ সাপ্তাহিক তালিকা স্থাপন করে আপনাদের সন্তানদের মধ্যে প্রচার কাজের গুরুত্বকে সঞ্চারিত করতে পারেন। এটা আপনাদের সন্তানদেরকে কেবল আপনাদের প্রতি লক্ষ করে শেখার সুযোগ দেয় না কিন্তু সেইসঙ্গে এটা আপনাদেরকে তাদের মনোভাব, আচার-আচরণ এবং বিকাশমান দক্ষতাগুলোকে লক্ষ করতে সাহায্য করে।

৩ উন্নতিশীল প্রশিক্ষণ: সন্তানরা যাতে পরিচর্যা উপভোগ করতে পারে, সেইজন্য তাদের কার্যকারীভাবে অংশ নিতে প্রস্তুত হওয়া দরকার। যে-বোনের কথা আগে উদ্ধৃতি করা হয়েছে, তিনি এও বলেছিলেন: “আমরা কখনো পিছনে পিছনে যাওয়ার মতো ছিলাম না যারা পিতামাতাদের সাথে তাদের প্রচার কাজের সঙ্গী হয়। আমরা জানতাম যে এতে আমাদেরও একটা অংশ রয়েছে, এমনকি যদিও তা শুধুমাত্র দরজায় ঘন্টা বাজানো এবং হ্যান্ডবিল ছেড়ে আসা ছিল। প্রত্যেক সপ্তাহ শেষের কার্যক্রমের পূর্বে যত্নসহকারে প্রস্তুতিকরণের দ্বারা আমরা জানতাম যে আমাদের কী বলতে হবে।” পরিচর্যার জন্য আপনাদের সন্তানদের প্রস্তুত করতে প্রত্যেক সপ্তাহে কিংবা পারিবারিক অধ্যয়নের সময়ে অথবা অন্য কোনো সময়ে, কয়েক মিনিট সময় নিয়ে আপনারা তাদের জন্য এই ধরনের প্রশিক্ষণ জোগাতে পারেন।

৪ পরিবারগতভাবে একসঙ্গে প্রচার করা আপনাদেরকে আপনাদের সন্তানদের মধ্যে সত্য গেঁথে দেওয়ার জন্য বাড়তি সুযোগ দেয়। একজন খ্রিস্টান বাবা যখন পাশের উপত্যকায় গ্রামবাসীদের কাছে ট্র্যাক্ট বিতরণ করার জন্য সেখানে আসা-যাওয়া করতে কুড়ি কিলোমিটার পথ হেঁটে যেতেন, তখন তিনি তার মেয়েকে সঙ্গে নিতেন। “ঐ ভ্রমণের সময়গুলোতে,” আনন্দের সঙ্গে মেয়েটি স্মরণ করে বলে, “আমার বাবা আমার হৃদয়ে সত্যকে সঞ্চারিত করেছিলেন।” (দ্বিতী. ৬:⁠৭) ক্ষেত্রের পরিচর্যাকে আপনাদের সাপ্তাহিক পারিবারিক তালিকার অংশ করে তোলার জন্য একইভাবে আপনারাও যেন আশীর্বাদপ্রাপ্ত হন।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার