পরিচর্যায় উন্নতি করার জন্য আপনার ছেলেমেয়েদের সাহায্য করুন
১ খ্রিস্টান বাবামাদের তাদের ছেলেমেয়েদেরকে একেবারে অল্প বয়স থেকে পরিচর্যায় প্রশিক্ষণ দেওয়ার গুরু দায়িত্ব রয়েছে। এটা বিভিন্ন উপায়ে দেওয়া যেতে পারে। কিছু কিছু ছেলেমেয়ে এমনকি পড়তে পারার আগেই উপযুক্ত একটা বাইবেলের পদ মুখস্ত বলতে পারে। এটা শ্রোতাদের ওপর এক জোরালো প্রভাব ফেলতে পারে। ছোটরা যখন বড় হতে থাকে, তখন তারা এমনকি পরিচর্যায়ও অনেক কিছু সম্পাদন করতে পারে। বাবামারা, আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে সাক্ষ্য দেওয়ায় অংশগ্রহণ করার জন্য কীভাবে সাহায্য করতে পারেন? সম্ভবত, নীচে দেওয়া প্রস্তাবনাগুলো আরও কিছু সাহায্য জোগাতে পারে।
২ শুভেচ্ছা জানানোর পর আপনি হয়তো বলতে পারেন:
▪ “আমার ছেলে [তার নাম] এক অর্থপূর্ণ শাস্ত্রপদ সম্বন্ধে আপনাকে জানাতে চায়।” আপনার ছেলে হয়তো বলতে পারে: “যাত্রাপুস্তকের এই পদটি আমাকে ঈশ্বরের নাম জানিয়েছে। [ছেলেটি যাত্রাপুস্তক ৩:১৫ পদ পড়ে বা মুখস্থ বলে।] এই পত্রিকাগুলো যিহোবা ঈশ্বর আমাদের জন্য কী করবেন সেই সম্বন্ধে জানায়। আমি কি এগুলো আপনার কাছে ছেড়ে যেতে পারি?” আপনি হয়তো, শিক্ষামূলক কাজে কীভাবে সমর্থন জোগানো হচ্ছে, সেটা ব্যাখ্যা করে আলোচনা শেষ করতে পারেন।
৩ অথবা আপনি হয়তো এই উপস্থাপনাটা চেষ্টা করতে পারেন:
▪ “নমস্কার। আমি আমার মেয়ে [তার নাম]-কে এলাকার অন্যান্য লোকেদের প্রতি চিন্তাশীল হওয়ার বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছি। সে আপনার কাছে বাইবেল থেকে এক সংক্ষিপ্ত বার্তা জানাতে চায়।” সে বলতে পারে: “যে-উপায়ে আমি লোকেদের সাহায্য করতে চাই, তার মধ্যে একটা হল ভবিষ্যতের বিষয়ে বাইবেলের আশা সম্বন্ধে জানিয়ে। [মেয়েটি প্রকাশিত বাক্য ২১:৪ পদ পড়ে বা মুখস্থ বলে।] এই পত্রিকাগুলো ব্যাখ্যা করে যে, ঈশ্বরের রাজ্য আমাদের জন্য কী কী করবে। আমার মনে হয় এগুলো পড়তে আপনার ভাল লাগবে।”
৪ সংগতিপূর্ণভাবে এক সহজ উপস্থাপনা ব্যবহার করা, ছেলেমেয়েদেরকে রাজ্যের বার্তা জানানোর ক্ষেত্রে তাদের ক্ষমতার প্রতি আস্থা গড়ে তোলার সুযোগ প্রদান করে। অভ্যাস করার সময়গুলোতে স্পষ্টভাবে এবং পর্যাপ্ত গলার আওয়াজ নিয়ে বলার বিষয়টার ওপর জোর দেওয়া তাদেরকে বিভিন্ন পরিস্থিতির মধ্যে কথা বলার জন্য সজ্জিত করবে। আগে থেকে ভালভাবে প্রস্তুতি নেওয়া এবং আন্তরিকভাবে প্রশংসা করা, ছোটদেরকে তাদের বিশ্বাস প্রকাশ করতে সাহায্য করবে।
৫ এই ধরনের উৎসাহ পেয়ে, অনেক অল্পবয়সি ছেলেমেয়ে অবাপ্তাইজিত প্রকাশক হওয়ার যোগ্য হয়েছে। খ্রিস্টীয় পরিচর্যায় আমাদের ছেলেমেয়েদের উন্নতি করতে দেখা কতই না আনন্দের বিষয়!—গীত. ১৪৮:১২, ১৩.