সীমা সম্মেলনের পুনরালোচনা
মণ্ডলী ২০০৬ সালের পরিচর্যা বছরের সীমা সম্মেলনে যোগদানের অল্প কিছুদিন আগে এবং পরে এই বিষয়বস্তু পরিচর্যা সভার কার্যক্রমে ব্যবহার করা হবে। ২০০৪ সালের ডিসেম্বর মাসের আমাদের রাজ্যের পরিচর্যা-র ৪ পৃষ্ঠায় যেমন দেওয়া রয়েছে, সেই অনুযায়ী পরিচালক অধ্যক্ষ এই পূর্ব আলোচনা এবং পুনরালোচনার ব্যবস্থা করবেন। পুনরালোচনার সময়, সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করা উচিত, এই বিষয়ের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করে যে, যে-তথ্য তুলে ধরা হয়েছিল সেগুলো আমরা কীভাবে কাজে লাগাতে পারি।
প্রথম দিন
১. কীভাবে আমরা নতুন মনুষ্য বা ব্যক্তিত্বকে পরিধান করতে পারি এবং কেন আমাদের তা রক্ষা করতে হবে?
২. কেউ কেউ কীভাবে প্রচার কাজে তাদের অংশগ্রহণকে আরও বৃদ্ধি করেছে?
৩. কেন অন্যদের সঙ্গে আমাদের নিজেদের তুলনা করা এড়িয়ে চলা উচিত?
৪. পরিবারের সদস্যরা কীভাবে পারিবারিক বৃত্তের মধ্যে নতুন মনুষ্য বা ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারে?
৫. মণ্ডলীর মধ্যে কীভাবে আমরা আমাদের অনুগত সমর্থন দেখাতে পারি?
৬. ক্ষেত্রের পরিচর্যায় কেন আমাদের নতুন মনুষ্য বা ব্যক্তিত্ব প্রদর্শন করতে হবে?
৭. সঠিক ধ্যানের অন্তর্ভুক্ত কী আর এইরকম ধ্যান থেকে আমরা কীভাবে উপকৃত হতে পারি?
৮. কোন গুণাবলি আমাদেরকে যিহোবার হাতে নমনীয় করে তুলবে?
দ্বিতীয় দিন
৯. আমাদের জিহ্বাকে সঠিকভাবে ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ?
১০. সহকর্মী, সহছাত্র-ছাত্রী এবং অন্যদের সঙ্গে গঠনমূলক কথাবার্তা বলা থেকে কোন কোন উপকার আসে?
১১. সহবিশ্বাসীদের সঙ্গে আচরণের ক্ষেত্রে কীভাবে আমরা ইফিষীয় ৪:২৫-৩২ পদে দেওয়া পৌলের পরামর্শ প্রয়োগ করতে পারি?
১২. আমাদের জিহ্বার সবচেয়ে সম্মানীয় ব্যবহার কী?
১৩. পাপাত্মাকে জয় করার জন্য আমাদের কী করতে হবে?
১৪. কোন কোন ক্ষেত্রে এই সংসার বা জগৎ থেকে আমাদের নিষ্কলঙ্ক থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা উচিত?
১৫. কেন আমাদের আন্তরিক বা ভিতরের মনুষ্যকে নতুনীকৃত করতে হবে এবং কীভাবে আমরা তা করতে পারি?
১৬. এই বছরের সীমা সম্মেলন কার্যক্রম থেকে কোন পরামর্শ আপনি কাজে লাগানোর পরিকল্পনা করছেন?