যিহোবার গৌরব প্রচার করুন
১ গীতরচক ঘোষণা করেছিলেন: “সমস্ত পৃথিবী! সদাপ্রভুর উদ্দেশে গীত গাও। . . . প্রচার কর জাতিগণের মধ্যে তাঁহার গৌরব, সমস্ত লোক-সমাজে তাঁহার আশ্চর্য্য কর্ম্ম সকল।” যিহোবা আমাদের জন্য যা কিছু করেছেন, করছেন এবং এখনও করবেন সেই বিষয়ে আমরা যখন গভীরভাবে চিন্তা করি, তখন আমাদের হৃদয় আমাদেরকে তাঁর গৌরব প্রচার করতে অনুপ্রাণিত করে!—গীত. ৯৬:১, ৩.
২ আমাদের পরিচর্যায়: যিহোবার সাক্ষিরা সারা পৃথিবীতে সাধারণ্যে ঈশ্বরের নাম বহন এবং সেই নামের প্রশংসা করার জন্য বিশেষ সুযোগপ্রাপ্ত। (মালাখি ১:১১, যাত্রা. ৩:১৫) খ্রিস্টীয়জগতের সেই পাদরিশ্রেণীর চেয়ে কতই না আলাদা, যারা উদ্ধতভাবে তাদের বাইবেল অনুবাদগুলো থেকে ঈশ্বরের নাম বাদ দিয়ে দিয়েছে! ঈশ্বরের নাম জানানোর কাজ জরুরি, কারণ আসন্ন মহাক্লেশের মধ্যে দিয়ে রক্ষা পাওয়ার জন্য লোকেদের অবশ্যই বিশ্বাস সহকারে সেই নামে ডাকতে হবে। (রোমীয় ১০:১৩-১৫, NW) এ ছাড়া, সর্বজনীন শান্তি, যার অন্তর্ভুক্ত হল পৃথিবীর অধিবাসীদের মধ্যে শান্তি, তা নির্ভর করে ঈশ্বরের নামের পবিত্রীকরণের ওপর। বস্তুত, ঈশ্বরের সমস্ত কাজই তাঁর নামের সঙ্গে সম্পর্কযুক্ত।
৩ “সদাপ্রভু মহান ও অতি কীর্ত্তনীয়।” কিন্তু লোকেদের “সদাপ্রভুর নামের গৌরব কীর্ত্তন” করতে হলে, তাদের অবশ্যই তাঁর সম্বন্ধে সত্য জানতে হবে। (গীত. ৯৬:৪, ৮) কিন্তু, কেউ কেউ ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে। (গীত. ১৪:১) অন্যেরা তাঁকে শক্তিহীন বলে অপবাদ দেয় অথবা তারা দাবি করে যে, তিনি মানবজাতির বিষয়গুলোর ব্যাপারে আগ্রহী নন। আমরা যখন সৎহৃদয়ের ব্যক্তিদের আমাদের সৃষ্টিকর্তা, তাঁর উদ্দেশ্যগুলো এবং তাঁর চমৎকার ব্যক্তিত্ব সম্বন্ধে সঠিক জ্ঞান অর্জন করতে সাহায্য করি, তখন আমরা যিহোবার গৌরব করি।
৪ আমাদের আচারব্যবহারের দ্বারা: যিহোবার ধার্মিক মানগুলোর সঙ্গে মিল রেখে জীবনযাপন করা তাঁর সম্মান নিয়ে আসে। আমাদের উত্তম আচারব্যবহার অলক্ষিত থাকে না। (১ পিতর ২:১২) উদাহরণস্বরূপ, আমাদের পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটী ব্যক্তিগত বেশভূষা হয়তো অন্যদেরকে অনুকূল মন্তব্য করতে প্রণোদিত করতে পারে, আমাদেরকে ঈশ্বরের বাক্যে পাওয়া নীতিগুলোর দ্বারা জীবনযাপন করার উপকারগুলো সম্বন্ধে কথা বলার সুযোগ দিতে পারে। (১ তীম. ২:৯, ১০) অন্যেরা যখন ‘আমাদের সৎক্রিয়া দেখিয়া আমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে,’ তখন আমরা কতই না আনন্দিত হই!—মথি ৫:১৬.
৫ কথা ও কাজের মাধ্যমে, আসুন আমরা প্রতিদিন আমাদের মহিমান্বিত ঈশ্বরের প্রশংসা করি আর এভাবে এই আনন্দপূর্ণ আহ্বানে সাড়া দিই: “সদাপ্রভুর উদ্দেশে গীত গাও, তাঁহার নামের ধন্যবাদ কর, দিন দিন তাঁহার পরিত্রাণ ঘোষণা কর।”—গীত. ৯৬:২.