পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ অক্টো. ১৫
“অনেক লোক শিক্ষাকে জীবনে সাফল্যের এক চাবি হিসেবে দেখে থাকে। আপনার কি মনে হয় যে, এমন কোনো ধরনের শিক্ষা রয়েছে যা একজনকে উত্তম ব্যক্তি হতে এবং জীবনের সমস্যাগুলোর সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর রোমীয় ১২:২ পদ পড়ুন।] প্রাপ্তিসাধ্য সর্বোত্তম শিক্ষা থেকে আমরা কীভাবে উপকার লাভ করতে পারি, সেই বিষয়ে এই পত্রিকা আলোচনা করে।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“আপনার কি এই বিষয়টা শুনে অবাক লাগে যে, অনেকে চাঁদে এবং মঙ্গলগ্রহে বসতি স্থাপনের বিষয়ে কথা বলে অথচ অনেক দরিদ্র লোকের থাকার জন্য উপযুক্ত ঘর নেই? [উত্তর দেওয়ার সুযোগ দিন, তারপর যিশাইয় ৬৫:২১, ২২ পদ পড়ুন।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যাটি ব্যাখ্যা করে যে, আমাদের সৃষ্টিকর্তার এই প্রতিজ্ঞার ওপর কীভাবে নির্ভর করা যেতে পারে।”
প্রহরীদুর্গ নভে. ১
“অনেক লোক জগতের ন্যায়বিচারহীনতার দ্বারা বিক্ষুদ্ধ। আপনি কি মনে করেন যে, কেউ আসলেই এই জগতের পরিবর্তন আনতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পত্রিকা পরিবর্তন আনার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো নিয়ে আলোচনা করে। এ ছাড়া এটি এও দেখায় যে, কে এগুলোকে অতিক্রম করবেন এবং কীভাবে তিনি প্রকৃত শান্তি ও নিরাপত্তার এক জগৎ নিয়ে আসবেন।” গীতসংহিতা ৭২:১২-১৪ পদ পড়ুন।
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“বিশ্বব্যাপী সোনার অলংকারের উচ্চ মূল্য রয়েছে। সোনা কোথায় পাওয়া যায়, আপনি কি তা জানতে চান? [২৬ পৃষ্ঠায় দেওয়া বাক্সটা খুলুন।] এই প্রবন্ধ শুধুমাত্র সোনা কোথায় পাওয়া যায় তা নয়, বরং আজকে সোনার বিবিধ ব্যবহার সম্বন্ধেও আলোচনা করে।”