পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! অক্টো.-ডিসে.
“বাইবেল ভবিষ্যদ্বাণী করেছিল যে, শেষকালে কঠিন সময় উপস্থিত হবে। [২ তীমথিয় ৩:১, ৩ পদ পড়ুন।] পৃথিবী জুড়ে, অপরাধের মাত্রা এর প্রমাণ দেয়। পুলিশ যদি না থাকত, তা হলে পরিস্থিতি কত খারাপই না হতো! সারা পৃথিবীতে পুলিশ বাহিনী যে-প্রতিদ্বন্দ্বিতাগুলোর মুখোমুখি হয় সেই সম্বন্ধে সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা আলোচনা করে।”
The Watchtower অক্টো. ১৫
“ছেলেমেয়ে বা অন্যদের আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে, কেন আজকে এত মন্দ বিষয়গুলো ঘটছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেল এই প্রশ্নটির উত্তর দেয়, ‘সমস্ত মন্দতার পিছনে কে রয়েছে?’ [১ যোহন ৫:১৯ পদ পড়ুন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা আপনাকে বুঝতে সাহায্য করবে যে, কে সেই দুষ্ট ব্যক্তি আর কীভাবে আমরা তার প্রতিরোধ করতে পারি।”
Awake! অক্টো.-ডিসে.
“অনেক লোকই মনে করে পর্নোগ্রাফি নিছক সময় কাটানোর একটা উপাদান। আবার অন্যেরা মনে করে যে, এটা ব্যক্তিবিশেষদের, পরিবারগুলোর এবং সমাজের ক্ষতি করে। সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা পর্নোগ্রাফিকে এই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত বাইবেলের নীতিগুলোর আলোকে পরীক্ষা করে।” উদাহরণ হিসেবে, ইফিষীয় ৪:১৭-১৯ পদ পড়ুন।
The Watchtower নভে. ১
“আমরা অনেকেই অন্যদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করি। কিন্তু আপনি হয়তো একমত হবেন যে, প্রায়ই সেটা মুখে বলা যতটা সহজ কাজে ততটা নয়। [উত্তর দেওয়ার সুযোগ দিন।] কেন এমনটা হয় বাইবেল তা জানায়। [যাকোব ৩:২ পদ পড়ুন।] এই প্রবন্ধটি দেখায় যে, অপরাধ স্বীকার করা কীভাবে শান্তি স্থাপন ও তা বজায় রাখার এক চাবিকাঠি হতে পারে।”