পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ অক্টো. ১৫
“অনেকেই মনে করে যে, ভবিষ্যৎ এতটাই অনিশ্চিত যে, আমাদের বর্তমানের জন্য যথাসম্ভব জীবন উপভোগ করাই উত্তম। আপনি কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] যিশু এই আগ্রহজনক মন্তব্যটি করেছিলেন। [মথি ৬:৩৪ পদ পড়ুন।] কীভাবে আমরা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারি অথচ একইসময়ে এই সম্বন্ধে অযথা উদ্বিগ্ন হওয়া এড়াতে পারি, এই পত্রিকা সেই সম্বন্ধে ব্যাখ্যা করে।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“আমাদের মধ্যে বেশির ভাগই উত্তম স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে থাকি। আপনার কি মনে হয় যে, এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা আমাদের স্বাস্থ্যের উন্নতি করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর হিতোপদেশ ১৭:২২ পদ পড়ুন।] যেকারণে এক আশাবাদী মনোভাব রাখার মূল্য রয়েছে, এই পত্রিকা তা আলোচনা করে। ২২ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি তুলে ধরুন।
প্রহরীদুর্গ নভে. ১
“আপনি কি মনে করেন যে, লোকেরা যদি আরও বেশি নম্র হতো, তা হলে এই জগৎ এক উত্তম স্থান হয়ে উঠত? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই গুণটি সম্বন্ধে যিশু কী বলেছিলেন, তা লক্ষ করুন। [মথি ২৩:১২ পদ পড়ুন।] এমনকি এই প্রতিযোগিতামূলক জগতে, নম্রতা গড়ে তোলার মূল্য সম্বন্ধে এই পত্রিকা আলোচনা করে।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“আপনি কী মনে করেন, বাবামারা কোথায় এমন পরামর্শ পেতে পারে, যা তাদেরকে সত্যিই সাহায্য করবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেলে দেওয়া এই প্রতিজ্ঞাটি লক্ষ করুন। [২ তীমথিয় ৩:১৬ পদ পড়ুন।] এই পত্রিকা দেখায় যে, ছেলেমেয়েদের সুখী হিসেবে বড় করে তোলার জন্য বাবামাদের সাহায্য করতে বাইবেল কতখানি ব্যবহারিক হতে পারে।”