পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ অক্টো. ১৫
“যেহেতু ঈশ্বর স্বর্গে থাকেন, তাই কেউ কেউ এই উপসংহারে পৌঁছায় যে, তাঁকে জানা অসম্ভব। আপনারও কি কখনো এমনটা মনে হয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর যোহন ১৭:৩, NW পদ পড়ুন।] আমরা কীভাবে ঈশ্বর সম্বন্ধে জ্ঞান নিতে পারি, এই পত্রিকা তা ব্যাখ্যা করে।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“অনেকে মনে করে আমাদের সৃষ্টি করা হয়েছে। অন্যেরা মনে করে আমরা বিবর্তনের মাধ্যমে এসেছি। আপনি এই বিষয়ে কী মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] লক্ষ করুন যে, এই পরামর্শে মনোযোগ দেওয়া আমাদের সঠিক উপসংহারে আসতে সাহায্য করে। [ইয়োব ১২:৭, ৮ পদ পড়ুন।] প্রকৃতিতে যে-প্রজ্ঞা এবং নকশা দেখা যায়, তা থেকে আমরা কী শিখতে পারি সেই বিষয়ে সচেতন থাক! পত্রিকার এই বিশেষ সংখ্যা আলোচনা করে।”
প্রহরীদুর্গ নভে. ১
“আজকে সন্তান লালনপালনের বিষয়ে পরস্পরবিরোধী ধারণা রয়েছে। আপনি কি মনে করেন যে, বাবামার পক্ষে নির্ভরযোগ্য পরামর্শ লাভ করা সম্ভব? [উত্তর দেওয়ার সুযোগ দিন। তারপর গীতসংহিতা ৩২:৮ পদ পড়ুন।] সন্তান লালনপালনের বিষয়ে এই পত্রিকা বাইবেল থেকে ব্যবহারিক নির্দেশনা তুলে ধরে।”
সচেতন থাক! অক্টো.-ডিসে.
“অনেকে একজন সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে। কীভাবে আমরা এই বিশ্বাসের পক্ষ সমর্থন করতে পারি? [উত্তর দেওয়ার সুযোগ দিন ও তারপর ইব্রীয় ৩:৪ পদ পড়ুন। ২৬ পৃষ্ঠার প্রবন্ধটি খুলুন।] আমরা যেকারণে একজন সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, তা অন্যদের কাছে কীভাবে ব্যাখ্যা করা যায়, সেই বিষয়ে এই প্রবন্ধ বিভিন্ন পরামর্শ দেয়।”