পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
Awake! অক্টো.-ডিসে.
“অশ্লীল বিষয়গুলো এত ব্যাপকভাবে প্রাপ্তিসাধ্য হয়ে ওঠায় অনেক লোকই চিন্তিত। আপনি কি এটাকে চিন্তার এক কারণ বলে মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] বাইবেলে যে-ব্যবহারিক পরামর্শ পাওয়া যায়, তা আমাদের রক্ষা করতে পারে। [ইফিষীয় ৫:৩, ৪ পদ পড়ুন।] প্রতারণাপূণ এই বিপদ থেকে কীভাবে আমরা নিজেদের রক্ষা করতে পারি, এই পত্রিকা তা দেখায়।”
The Watchtower অক্টো. ১৫
“আমরা যেসব সিদ্ধান্তের মুখোমুখি হই, সেগুলো আমাদের জীবনের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলে। অবিবেচনাপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া এড়িয়ে চলতে কী আমাদের সাহায্য করতে পারে? [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর হিতোপদেশ ৩:৬ পদ পড়ুন।] প্রহরীদুর্গ পত্রিকার এই সংখ্যা বাইবেল ভিত্তিক পাঁচটা নির্দেশনা তুলে ধরে, যেগুলো বিজ্ঞ সিদ্ধান্তগুলো নেওয়ার ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে।”
Awake! অক্টো.-ডিসে.
“আপনি কি বিশ্বাস করেন যে, তিক্ত অনুভূতিগুলো যা সময়ে সময়ে বিভিন্ন সম্প্রদায় এবং জাতির মধ্যে দেখা যায়, সেগুলো কখনও নির্মূল হবে? [উত্তর দেওয়ার সুযোগ দিন এবং প্রেরিত ১০:৩৪, ৩৫, NW পদ পড়ুন।] সচেতন থাক! পত্রিকার এই সংখ্যা [২৮ পৃষ্ঠা দেখান] দেখায় যে, কীভাবে আমরা এই সমস্যা কাটিয়ে উঠতে পারি।”
The Watchtower নভে. ১
“কোনো না কোনো সময় আমাদের সকলেরই নির্ভরতাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনি কি কখনও নিজেকে জিজ্ঞেস করেছেন, ‘এমন কেউ কি আছেন যার ওপর আমি নির্ভর করতে পারি?’ [উত্তর দেওয়ার সুযোগ দিন। এরপর হিতোপদেশ ৩:৫, NW পড়ুন।] যেকারণে আমরা ঈশ্বরের ওপর আমাদের পূর্ণ নির্ভরতা রাখতে পারি, তা পত্রিকা ব্যাখ্যা করে। এ ছাড়া, কোন লোকেরা আমাদের নির্ভরতা পাওয়ার যোগ্য, তা আমরা কীভাবে নির্ণয় করতে পারি যে, সেই বিষয়েও এটা আলোচনা করে।”