ওয়াচটাওয়ার অনলাইন লাইব্রেরি
ওয়াচটাওয়ার
অনলাইন লাইব্রেরি
বাংলা
  • বাইবেল
  • প্রকাশনাদি
  • সভা
  • km ১১/০৫ পৃষ্ঠা ১
  • ব্যক্তিগত আগ্রহ দেখান—পর্যবেক্ষণ করে

এই বাছাইয়ের সঙ্গে কোনো ভিডিও প্রাপ্তিসাধ্য নেই।

দুঃখিত, ভিডিওটা চালানো সম্বভব হচ্ছে না।

  • ব্যক্তিগত আগ্রহ দেখান—পর্যবেক্ষণ করে
  • ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • অনুরূপ বিষয়বস্ত‌ু
  • ব্যক্তিগত আগ্রহ দেখান—মানিয়ে নেওয়ার মাধ্যমে
    ২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
  • পরিচর্যায় আমাদের দক্ষতাকে বাড়ানো—ব্যক্তিগত আগ্রহ দেখানো
    ২০১৪ আমাদের রাজ্যের পরিচর্যা
  • সুসমাচার উপস্থাপন করা —বিচক্ষণতার সঙ্গে
    ২০১৩ আমাদের রাজ্যের পরিচর্যা
  • গৃহকর্তাকে যুক্তি করতে সাহায্য করুন
    ২০১১ আমাদের রাজ্যের পরিচর্যা
আরও দেখুন
২০০৫ আমাদের রাজ্যের পরিচর্যা
km ১১/০৫ পৃষ্ঠা ১

ব্যক্তিগত আগ্রহ দেখান​—⁠পর্যবেক্ষণ করে

১ যিহোবা ঈশ্বর এবং খ্রিস্ট যিশু লোকেদের নির্দিষ্ট প্রয়োজনগুলো উপলব্ধি করার এবং তাদেরকে সাহায্য প্রদান করার ব্যাপারে শ্রেষ্ঠ। (২ বংশা. ১৬:৯; মার্ক ৬:৩৪) আমাদের পরিচর্যায় যে-ব্যক্তিদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়, তাদের আগ্রহ এবং উদ্বেগগুলোকে যখন আমরা উপলব্ধি করি, তখন আমরা হয়তো আমাদের সুসমাচারের উপস্থাপনাকে সেইমতো উপযোগী করে নিতে পারি।

২ বিস্তারিত বিষয়ের প্রতি মনোযোগী হোন: যিশু পর্যবেক্ষণ করতেন। (মার্ক ১২:​৪১-৪৩; লূক ১৯:​১-৬) একইভাবে, আমরা যখন গৃহকর্তার দরজার কাছে এসে ধর্মীয় সাজসজ্জা, গাড়িতে বিভিন্ন শ্লোগান অথবা উঠোনে খেলনাপত্র লক্ষ করি, তখন আমরা হয়তো সুসমাচার সম্বন্ধে এক কার্যকারী সাক্ষ্য দেওয়ার জন্য বিভিন্ন সুযোগ তৈরি করতে সক্ষম হতে পারি।

৩ একজন ব্যক্তির মুখের হাবভাব এবং আচরণ হয়তো তার অনুভূতি সম্বন্ধে কিছু ইঙ্গিত দিতে পারে। (হিতো. ১৫:১৩) হয়তো কোনো প্রিয়জনকে হারানোর অথবা অন্য কোনো দুঃখজনক পরিস্থিতির কারণে তার সান্ত্বনার প্রয়োজন রয়েছে। উপযুক্ত কয়েকটা শাস্ত্রপদ পড়াকে তিনি হয়তো উপলব্ধি করবেন। (হিতো. ১৬:২৪) গৃহকর্তা বা গৃহকর্ত্রী কি তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছেন অথবা কান্নারত কোনো বাচ্চাকে সামলাচ্ছেন? যদি তা-ই হয়, তা হলে অন্য কোনো সময়ে সাক্ষাৎ করা হয়তো ভাল হবে। বিবেচনা দেখিয়ে এবং “পরদুঃখে দুঃখিত” হয়ে আমরা হয়তো আবার ফিরে এসে সেই ব্যক্তিকে আমাদের কথা শোনার জন্য প্রণোদিত করতে পারি।​—⁠১ পিতর ৩:⁠৮.

৪ আপনার মন্তব্যগুলোকে উপযোগী করে নিন: প্রেরিত পৌল পর্যবেক্ষণ করেছিলেন যে, আথীনী শহরে “অপরিচিত দেবের উদ্দেশে” উৎসর্গীকৃত একটা বেদি ছিল। এটা তিনি যেভাবে সুসমাচার উপস্থাপন করেছিলেন তাতে প্রভাব ফেলেছিল, কারণ তিনি বলেছিলেন: “তোমরা যে অপরিচিতের ভজনা করিতেছ, তাঁহাকে আমি তোমাদের নিকটে প্রচার করি।” পৌলের কৌশলী উপস্থাপনা, সেখানে উপস্থিত কিছুজনকে রাজ্যের বার্তা বিবেচনা করতে এবং বিশ্বাসী হতে পরিচালিত করেছিল।​—⁠প্রেরিত ১৭:​২৩, ৩৪.

৫ একইভাবে, বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা আমাদেরকে একজন ব্যক্তির আগ্রহগুলোকে নির্ণয় করতে সাহায্য করে আর ফলে তা আমাদের উপস্থাপনাকে উপযোগী করে নেওয়ার সুযোগ করে দেয়। এমন প্রশ্নগুলো ব্যবহার করুন, যেগুলো হয়তো গৃহকর্তার মনের কথা বের করে আনতে সাহায্য করবে। সেই শাস্ত্রপদগুলোর বিষয়ে চিন্তা করুন, যেগুলো গৃহকর্তার আগ্রহকে বাড়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে। (হিতো. ২০:⁠৫) বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা এবং অন্যদের প্রতি অকৃত্রিম ব্যক্তিগত আগ্রহ দেখানো আমাদেরকে দক্ষতার সঙ্গে সুসমাচার জানাতে সাহায্য করবে।

    বাংলা প্রকাশনা (১৯৮৯-২০২৬)
    লগ আউট
    লগ ইন
    • বাংলা
    • শেয়ার
    • পছন্দসমূহ
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • ব্যবহারের শর্ত
    • গোপনীয়তার নীতি
    • গোপনীয়তার সেটিং
    • JW.ORG
    • লগ ইন
    শেয়ার