আপনি কি ছাত্রকে তার পরিচিতদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার কথা জিজ্ঞেস করেছেন?
বর্তমানে আপনি যদি কোনো বাইবেল অধ্যয়ন করিয়ে থাকেন, তা হলে সেই ছাত্রকে জিজ্ঞেস করুন না কেন যে, তার বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন অথবা পরিচিত কেউ তার মতো বাইবেল যা শিক্ষা দেয়, তা শিখতে চায় কি না? প্রায়ই ছাত্র বেশ কয়েক জনের নাম উল্লেখ করে থাকেন। বাইবেল অধ্যয়নের প্রস্তাব দেওয়ার জন্য সেই ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার সময়, ছাত্রের অনুমতি নিয়ে আপনি তাদের কাছে আপনার ছাত্রের নাম উল্লেখ করতে পারেন। আপনি হয়তো বলতে পারেন, “[অমুক ব্যক্তি] বাইবেল অধ্যয়ন করা উপভোগ করছেন আর তিনি মনে করেন যে, আপনিও হয়তো আমাদের বিনামূল্যে বাইবেল অধ্যয়ন কার্যক্রম থেকে উপকৃত হতে চাইবেন।” এরপর বাইবেল শিক্ষা দেয় বইটি ব্যবহার করে কীভাবে অধ্যয়ন পরিচালনা করা হয়, সংক্ষেপে সেটার নমুনা দেখান।
আপনার যদি এমন কোনো ছাত্র থাকে যিনি ভালই উন্নতি করছেন, তা হলে আপনি হয়তো তার এমন কোনো বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের কাছে অধ্যয়নের ব্যবস্থার বিষয়ে বর্ণনা করার জন্য তাকে উৎসাহিত করতে পারেন, যারা আগ্রহী হতে পারে। সেই ছাত্র তাদেরকে তার অধ্যয়নে বসার জন্য আমন্ত্রণ জানাতে পারেন। অথবা সেটা যদি সুবিধাজনক না হয়, তা হলে তিনি বাইবেল অধ্যয়ন ব্যবস্থার নমুনা দেখানোর জন্য তাদের সঙ্গে আপনার সাক্ষাতের ব্যবস্থা করে দিতে পারেন। এটা করলে, তা ছাত্রকে তিনি বাইবেল সম্বন্ধীয় যে-জ্ঞান লাভ করছেন, তা অন্যদের জানাতে উৎসাহিত করতে পারে।
এ ছাড়া, যাদের সঙ্গে আপনি নিয়মিত সাক্ষাৎ করেন, তারাও হয়তো আপনাকে অন্য কারো সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারে, এমনকি যদিও তখন পর্যন্ত তারা নিজেরাই নিয়মিত বাইবেল অধ্যয়ন করার প্রস্তাব গ্রহণ করেনি। তাদেরকে বাইবেল শিক্ষা দেয় বইয়ের একটি কপি অর্পণ করার সময়, আপনি হয়তো শুধু বলতে পারেন, “আপনি কি এমন কাউকে জানেন, যিনি এই প্রকাশনার একটি কপি রাখতে চাইবেন?”
সময়ের গুরুত্বের পরিপ্রেক্ষিতে, লোকেদেরকে সুসমাচার শুনতে ও গ্রহণ করতে সাহায্য করার জন্য আমরা সম্ভাব্য প্রত্যেকটা উপায় কাজে লাগাতে চাই। আপনি কি ছাত্রকে তার পরিচিতদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার কথা জিজ্ঞেস করেছেন?