একটা বাইবেল অধ্যয়ন খুঁজে পাওয়ার পাঁচটা উপায়
১. আমাদের এলাকায় একটা বাইবেল অধ্যয়ন খুঁজে পাওয়া যদি কঠিন হয়, তাহলে আমাদের কী করা উচিত এবং কেন?
১ বাইবেল অধ্যয়ন করা যায় এমন কাউকে খুঁজে পাওয়াকে কি আপনি কঠিন বলে মনে করেছেন? চেষ্টা করে চলুন। যারা যিহোবার ইচ্ছা পালন করার ক্ষেত্রে নিরুৎসাহিত হয় না, তাদের তিনি আশীর্বাদ করেন। (গালা. ৬:৯) আপনাকে সাহায্য করার জন্য নীচে পাঁচটা পরামর্শ দেওয়া হল।
২. কীভাবে আমরা একটা বাইবেল অধ্যয়ন শুরু করার জন্য সরাসরি প্রস্তাব দিতে পারি?
২ সরাসরি প্রস্তাব দিন: অনেকেই জানে যে, আমরা প্রহরীদুর্গ পত্রিকা দিয়ে থাকি কিন্তু তারা হয়তো জানে না যে, আমরা বাইবেল অধ্যয়নের প্রস্তাবও দিয়ে থাকি। তাই ঘরে ঘরে যাওয়ার সময় সরাসরি প্রস্তাব দেওয়ার চেষ্টা করুন না কেন? এ ছাড়া, যে-আগ্রহী ব্যক্তিদের সঙ্গে আপনি সাক্ষাৎ করেন, তারা একটা বাইবেল অধ্যয়ন করতে চায় কি না, সে-কথাও জিজ্ঞেস করতে পারেন। তারা যদি ইচ্ছুক না থাকে, তাহলে আপনি ক্রমাগত সাহিত্যাদি ছেড়ে আসতে এবং আগ্রহ বৃদ্ধি করে যেতে পারেন। একজন ভাই তার পত্রিকা রুটের অংশ হিসেবে, বছরের পর বছর ধরে এক বিবাহিত দম্পতির সঙ্গে সাক্ষাৎ করে আসছিলেন। তাদেরকে সাম্প্রতিক পত্রিকাগুলো দেওয়ার পর, তিনি যখন চলে আসার জন্য ঘুরেছিলেন, তখন এই প্রশ্নটা জিজ্ঞেস করার কথা তার মাথায় এসেছিল: “আপনারা কি একটা বাইবেল অধ্যয়ন করতে চান?” তিনি অবাক হয়ে গিয়েছিলেন যখন তারা উত্তর দিয়েছিল, হ্যাঁ। এখন তারা বাপ্তাইজিত সাক্ষি।
৩. আমাদের কি এটা ধরে নেওয়া উচিত যে, সভাগুলোতে আসা আগ্রহী ব্যক্তিদের সঙ্গে কেউ বাইবেল অধ্যয়ন করছে? ব্যাখ্যা করুন।
৩ সভাগুলোতে আসা আগ্রহী ব্যক্তিদের জিজ্ঞেস করুন: এমনটা ধরে নেবেন না যে, মণ্ডলীর সভাগুলোতে যে-আগ্রহী ব্যক্তিদের আপনি আসতে দেখেন, তারা ইতিমধ্যেই বাইবেল অধ্যয়ন করছে। একজন ভাই জানান: “আমার অধ্যয়নগুলোর অর্ধেকেরও বেশি, সভাগুলোতে আসা ব্যক্তিদের সঙ্গে কথা বলার দ্বারা শুরু হয়েছিল।” একজন বোন এমন এক লাজুক ভদ্রমহিলাকে অধ্যয়নের প্রস্তাব দেবেন বলে স্থির করেছিলেন, যার বাপ্তাইজিত মেয়েরা সেই মণ্ডলীতেই ছিল। সেই ভদ্রমহিলা প্রায় ১৫ বছর ধরে সভাগুলোতে যোগদান করে আসছিলেন আর সবসময়েই সভা শুরু হওয়ার ঠিক আগে কিংডম হলে আসতেন ও সভা শেষ হওয়ার সঙ্গেসঙ্গে চলে যেতেন। সেই ভদ্রমহিলা অধ্যয়ন করতে রাজি হয়েছিলেন এবং পরিশেষে সত্যে এসেছিলেন। বোন লেখেন: “তিনি অধ্যয়ন করতে চান কি না সে-কথা তাকে জিজ্ঞেস করার জন্য ১৫ বছর অপেক্ষা করেছি বলে আমি অত্যন্ত দুঃখিত!”
৪. কীভাবে আমরা অন্যদেরকে জিজ্ঞেস করার মাধ্যমে একটা অধ্যয়ন খুঁজে পেতে পারি?
৪ অন্যদেরকে জিজ্ঞেস করুন: একজন বোন অন্যদের সঙ্গে তাদের বাইবেল অধ্যয়নগুলোতে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষকের অনুমতি নিয়ে বোন অধ্যয়নের শেষে ছাত্রকে জিজ্ঞেস করেন যে, তিনি এমন ব্যক্তিদের বিষয়ে জানেন কি না যারা হয়তো বাইবেল অধ্যয়ন করা উপভোগ করবে। আপনি সাক্ষাৎ করছেন এমন কাউকে বাইবেল শিক্ষা দেয় বইটি দেওয়ার সময়, আপনি হয়তো বলতে পারেন: “আপনি কি অন্য কাউকে জানেন, যিনি এর একটা কপি পড়া উপভোগ করবেন?” কখনো কখনো, বিভিন্ন পরিস্থিতির কারণে প্রকাশক এবং অগ্রগামীদের পক্ষে, এলাকায় তাদের সঙ্গে সাক্ষাৎ হয় এমন কারো সঙ্গে অধ্যয়ন করা সম্ভবপর হয় না। তাই অন্যদেরকে জানতে দিন যে, আপনি একটা বাইবেল অধ্যয়ন পরিচালনা করার জন্য ইচ্ছুক আছেন।
৫. কেন আমরা হয়তো মণ্ডলীর সদস্যদের অবিশ্বাসী সাথিরা বাইবেল অধ্যয়ন করতে চায় কি না, তা তাদেরকে জিজ্ঞেস করতে পারি?
৫ অবিশ্বাসী সাথিরা: আপনার মণ্ডলীতে কি এমন প্রকাশকেরা আছে, যাদের অবিশ্বাসী বিবাহসাথি রয়েছে? কিছু অবিশ্বাসী যদিও তাদের খ্রিস্টান সাথির সঙ্গে বাইবেল নিয়ে আলোচনা করায় বাধা দেয় কিন্তু পরিবারের বাইরের কারো সঙ্গে অধ্যয়ন করার প্রস্তাব গ্রহণ করে থাকে। তাদের অবিশ্বাসী সাথিকে প্রস্তাব দেওয়ার আগে, সবচেয়ে ভালো উপায় কী তা নির্ধারণ করার জন্য বিশ্বাসী স্বামী অথবা স্ত্রীর সঙ্গে পরামর্শ করা সর্বোত্তম হবে।
৬. একটা বাইবেল অধ্যয়ন খুঁজে পাওয়ার চেষ্টা করার সময় প্রার্থনা কতখানি গুরুত্বপূর্ণ?
৬ প্রার্থনা: প্রার্থনার শক্তিকে হালকা করে নেবেন না। (যাকোব ৫:১৬) যিহোবা প্রতিজ্ঞা করেছেন যে, আমাদের বিনতিগুলো তাঁর ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলে, তিনি সেগুলো শোনেন। (১ যোহন ৫:১৪) একজন ভাই, যার খুবই ব্যস্ত এক তালিকা ছিল, তিনি একটা বাইবেল অধ্যয়নের জন্য প্রার্থনা করতে শুরু করেছিলেন। তার স্ত্রী চিন্তা করতেন যে, একজন ছাত্রের, বিশেষ করে যে-ছাত্রের অনেক সমস্যা রয়েছে, তার যত্ন নেওয়ার জন্য তার স্বামীর যদি একটু সময় থাকত। তাই তার স্বামী যাতে একটা বাইবেল অধ্যয়ন খুঁজে পেতে পারে, তার জন্য তিনি যখন প্রার্থনা করতেন, তখন তিনি প্রার্থনায় এই বিষয়গুলোও যিহোবাকে জানাতেন। প্রায় দু-সপ্তাহ পরে তাদের প্রার্থনার উত্তর পাওয়া গিয়েছিল যখন মণ্ডলীর একজন অগ্রগামী, বাইবেল অধ্যয়ন করতে চান এমন একজন ব্যক্তিকে খুঁজে পেয়েছিলেন আর তিনি বাইবেল অধ্যয়নটা সেই ভাইকে দিয়েছিলেন। স্ত্রী লেখেন: “বাইবেল অধ্যয়ন পরিচালনা করাকে খুব কঠিন বলে মনে করেন এমন যে-কাউকে, আমি বলতে চাই: প্রার্থনা করার সময় বিষয়টা সম্বন্ধে নির্দিষ্টভাবে বলুন আর সেটা নিয়ে প্রার্থনা করা বন্ধ করবেন না। আমি যতটা কল্পনা করেছিলাম, তার চেয়ে আমরা অনেক বেশি আনন্দ লাভ করেছি।” অধ্যবসায়ী হলে, আপনিও হয়তো একটা বাইবেল অধ্যয়ন খুঁজে পেতে এবং কাউকে ‘জীবনের পথে’ প্রবেশ করতে সাহায্য করার আনন্দ লাভ করতে পারেন।—মথি ৭:১৩, ১৪.