যিহোবার অদ্বিতীয় গুণগুলোর প্রতি উপলব্ধি গড়ে তুলুন
১ আমাদের পরিচর্যায়, আমরা অন্যদেরকে বাইবেলের মৌলিক সত্যগুলো শেখানোর চেয়েও আরও বেশি কিছু করি। যিহোবাকে একজন ব্যক্তি হিসেবে জানতে এবং তাঁর অদ্বিতীয় গুণগুলোর প্রতি উপলব্ধি গড়ে তুলতে আমরা লোকেদেরকে সাহায্য করি। সৎহৃদয়ের লোকেরা যখন ঈশ্বর সম্বন্ধে সত্য শেখে, তখন তা তাদের ওপর এক গভীর প্রভাব ফেলে আর ‘তদ্দ্বারা প্রভুর [“যিহোবার,” NW] যোগ্যরূপে সর্ব্বতোভাবে প্রীতিজনক আচরণ করিতে’ তাদের জীবনে বিভিন্ন পরিবর্তন করতে প্রেরণা দেয়।—কল. ১:৯, ১০; ৩:৯, ১০.
২ আমাদের নতুন অধ্যয়ন সহায়ক: বাইবেল শিক্ষা দেয় বইটি একেবারে শুরু থেকেই যিহোবার গুণগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে। সবচেয়ে প্রথম অধ্যায়টি এই প্রশ্নগুলোর উত্তর দেয়: ঈশ্বর কি আপনার জন্য সত্যিই চিন্তা করেন?, ঈশ্বর কেমন? এবং ঈশ্বরের নিকটবর্তী হওয়া কি সম্ভব? এ ছাড়া, সেই অধ্যায়টি যিহোবার পবিত্রতা (অনু. ১০), তাঁর ন্যায়বিচার ও সমবেদনা (অনু. ১১), তাঁর প্রেম (অনু. ১৩), তাঁর ক্ষমতা (অনু. ১৬) এবং তাঁর স্নেহ, কৃপা, ক্ষমাশীলতা, দীর্ঘসহিষ্ণুতা ও বিশ্বস্ততা (অনু. ১৯) সম্বন্ধেও তুলে ধরে। ২০ অনুচ্ছেদ এই বলে সারাংশ করে: “যিহোবার সম্বন্ধে আপনি যত বেশি জানবেন, তিনি আপনার কাছে ততই বাস্তব হয়ে উঠবেন এবং তাঁকে ভালবাসার ও তাঁর সঙ্গে নিকট সম্পর্ক বোধ করার তত বেশি কারণ আপনার থাকবে।”
৩ কীভাবে আমরা বাইবেল ছাত্রদের যিহোবার নিকটবর্তী হতে সাহায্য করার জন্য বাইবেল শিক্ষা দেয় বইটি কাজে লাগাতে পারি? ঈশ্বরের গুণগুলোর মধ্যে কোনো একটা তুলে ধরা হয়েছে এমন একটা অনুচ্ছেদ আলোচনা করার পর, আমরা হয়তো ছাত্রকে জিজ্ঞেস করতে পারি, “এই গুণটা একজন ব্যক্তি হিসেবে যিহোবা সম্বন্ধে আপনাকে কী জানায়?” অথবা “এটা কীভাবে দেখায় যে, ব্যক্তিগতভাবে ঈশ্বর আপনার প্রতি আগ্রহী?” অধ্যয়ন করার সময় মাঝেমধ্যে এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করার দ্বারা আমরা আমাদের ছাত্রদের, তারা যা শিখছে সেই বিষয় নিয়ে ধ্যান করতে শেখাই এবং যিহোবার অদ্বিতীয় গুণগুলোর প্রতি উপলব্ধি বাড়াতে তাদের সাহায্য করি।
৪ পুনরালোচনার বাক্সটা ব্যবহার করুন: প্রতিটা অধ্যায়ের শেষে, ছাত্রকে “বাইবেল যা শিক্ষা দেয়” বাক্সটার প্রত্যেকটা বিষয়ের ওপর নিজের ভাষায় মন্তব্য করতে আমন্ত্রণ জানান। উল্লেখিত শাস্ত্রপদগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করান। ছাত্রের মনে কী রয়েছে, তা বের করে আনতে আপনি হয়তো মাঝেমধ্যে জিজ্ঞেস করতে পারেন, “এই বিষয়ে বাইবেল যা শিক্ষা দেয় সেই সম্বন্ধে আপনার কী মনে হয়?” এটা করার দ্বারা আপনি কেবলমাত্র অধ্যায়ের মূল বিষয়গুলোর ওপরই জোর দিচ্ছেন না কিন্তু সেইসঙ্গে ছাত্র সত্যিই কী বিশ্বাস করেন, সেটাও স্পষ্টভাবে বুঝতে পারছেন। এটা ছাত্রকে যিহোবার সঙ্গে এক সম্পর্ক গড়ে তোলা শুরু করতে সাহায্য করবে।