নতুন সীমা সম্মেলন কার্যক্রম
জগৎ আমাদের বিশ্বাস করাতে চাইবে যে, বর্তমান বিধিব্যবস্থা চিরকাল থাকবে। কিন্তু, ঈশ্বরের বাক্য আমাদের ভিন্ন কথা বলে থাকে। (১ যোহন ২:১৫-১৭) এটি আমাদের বুঝতে সাহায্য করে যে, ‘পৃথিবীতে ধন সঞ্চয় করা’ হল এক ব্যর্থ অনুধাবন। ঈশ্বরের লোকেদেরকে শক্তিশালী করার জন্য ২০০৭ সালের পরিচর্যা বছরের সীমা সম্মেলন কার্যক্রম এই মূলভাব তুলে ধরবে, “স্বর্গে . . . ধন সঞ্চয় কর।”—মথি ৬:১৯, ২০.
ইফিষীয় ২:২ পদে ‘আকাশের [“বাতাসের,” NW] কর্ত্তৃত্বাধিপতি, যে আত্মা এখন অবাধ্যতার সন্তানগণের মধ্যে কার্য্য করিতেছে,’ এই সম্বন্ধে যা উল্লেখ করা হয়েছে তাতে বস্তুবাদী চিন্তাভাবনা অন্তর্ভুক্ত রয়েছে। ঠিক যেমন আক্ষরিক বাতাস সর্বত্র রয়েছে, সহজেই শ্বাস নেওয়া যায়, সেইরকমই ‘জগতের আত্মা’ এই বিধিব্যবস্থায় পরিব্যাপ্ত রয়েছে। (১ করি. ২:১২) যেহেতু এর প্রভাব খুবই প্রবল, তাই এটাকে ‘কর্ত্তৃত্বাধিপতি’ বলা হয়ে থাকে। নতুন সীমা সম্মেলন কার্যক্রম আমাদেরকে জগতের বস্তুবাদী চিন্তাভাবনাকে এড়াতে এবং আমাদের অগ্রাধিকারের বিষয়গুলোর প্রতি সূক্ষ্ম দৃষ্টি রাখতে সাহায্য করবে। (মথি ৬:৩৩) অধিকন্তু, কার্যক্রম আমাদেরকে যে-চাপ ও পরীক্ষাগুলোর মুখোমুখি হয়তো আমরা হতে পারি সেগুলো সত্ত্বেও, আমাদের পরিচর্যা সম্পন্ন করার জন্য যিহোবার ওপর নির্ভর করতে সাহায্য করবে।
নিশ্চিত হোন, যেন দুদিনই আপনি উপস্থিত থাকেন এবং “অধিক আগ্রহের সহিত মনোযোগ” দেন। (ইব্রীয় ২:১) যে-বিষয়গুলোকে আপনি ব্যক্তিগতভাবে আপনার জীবনে এবং পরিচর্যায় কাজে লাগাতে পারেন সেই বিষয়গুলোর সংক্ষেপে নোট নিন। আধ্যাত্মিকভাবে সমৃদ্ধশালী এই কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকার দ্বারা, আপনি ক্রমাগত ‘স্বর্গে ধন সঞ্চয়’ করতে উৎসাহিত ও শক্তিশালী হবেন!