নতুন বিশেষ সম্মেলন দিন কার্যক্রম
পবিত্র আত্মার দ্বারা শক্তিপ্রাপ্ত হয়ে, প্রাথমিক খ্রিস্টানরা যথাসম্ভব ব্যাপকভাবে সুসমাচার ঘোষণা করার জন্য প্রাণপণ করেছিল। (প্রেরিত ১:৮; কল. ১:২৩) ২০০৭ সালের পরিচর্যা বছরের বিশেষ সম্মেলন দিনের কার্যক্রম ‘বাক্যে নিবিষ্ট হোন,’ আমাদেরকে তাদের উত্তম উদাহরণ অনুকরণ করতে সাহায্য করবে।—প্রেরিত ১৮:৫.
ঈশ্বরের বাক্যের ওপর মন্তব্য করতে গিয়ে রাজা দায়ূদ বলেছিলেন: “সদাপ্রভুর সাক্ষ্য [“অনুস্মারক,” NW] বিশ্বসনীয়, অল্পবুদ্ধির জ্ঞানদায়ক।” (গীত. ১৯:৭) মনোযোগপূর্বক প্রস্তুত করা ২০০৭ সালের বিশেষ সম্মেলন দিনের কার্যক্রম “সংশোধনের . . . নিমিত্ত” শাস্ত্রের মূল্যকে তুলে ধরবে এবং তৎপরতার মনোভাব নিয়ে ঈশ্বরের বাক্য প্রচার করা ও শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করবে। (২ তীম. ৩:১৬, ১৭) নতুন কার্যক্রম দেখাবে যে, কীভাবে আমরা রোজকার জীবনে বাইবেলের নীতিগুলো প্রয়োগ করার দ্বারা ফাঁদগুলো এড়িয়ে চলতে পারি এবং নিজেরা উপকৃত হতে পারি। এ ছাড়া, এটি যুবক-যুবতী ও নতুন ব্যক্তিদের আধ্যাত্মিকভাবে উন্নতি করতে সাহায্য করার জন্য ঈশ্বরের বাক্যকে ব্যবহার করতে আমাদেরকে সহায্য করবে।
কার্যক্রম যখন শুরু হবে তখন আপনি সেখানে উপস্থিত রয়েছেন সেই বিষয়ে নিশ্চিত হোন এবং কার্যক্রমে মনোযোগ দিন। যে-বিষয়গুলোকে আপনি ব্যক্তিগতভাবে কাজে লাগাতে পারেন সেই বিষয়গুলোর নোট নিন। প্রাপ্ত নির্দেশনা ও অনুস্মারকগুলোর জন্য আপনার উপলব্ধি দেখান এবং যে-বিষয়গুলো আপনি শিখেছেন সেগুলোকে কীভাবে কাজে লাগানোর পরিকল্পনা করেছেন তা প্রকাশ করুন।
বিশেষ সম্মেলন দিনের কার্যক্রম ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের উপলব্ধিকে বৃদ্ধি করবে, উদ্যোগের সঙ্গে রাজ্যের সুমসাচার প্রচার করার ক্ষেত্রে সবসময় অটল থাকার কথা মনে করিয়ে দেবে এবং আমাদেরকে দেখাবে যে, অন্যদেরকে তা করার জন্য কীভাবে সাহায্য করতে পারি। তাই এইভাবে যিহোবা যে-আধ্যাত্মিক পরিচালনা ও নির্দেশনা প্রদান করেন তার কোনোটাই যেন বাদ না পড়ে সেই জন্য সংকল্পবদ্ধ হোন!—যিশা. ৩০:২০খ, ২১.