২০১০ সালের বিশেষ সম্মেলন দিন কার্যক্রম
১. (ক) সাম্প্রতিক বছরগুলোতে বিশেষ সম্মেলন দিনের কোন শাস্ত্রীয় মূলভাবগুলো নিয়ে আলোচনা করা হয়েছে? (খ) বিগত বিশেষ সম্মেলন দিনগুলোতে কি এমন কোনো নির্দিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো আপনাকে আপনার পরিচর্যায় সাহায্য করেছে?
১ ‘বেশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্বন্ধে নিশ্চিত হোন,’ “এক পাল হিসেবে দৃঢ় থাকা,” “সত্যের পক্ষে সাক্ষ্য দিতে থাকুন” এবং “আমরা মৃত্তিকা—যিহোবা হলেন আমাদের কুম্ভকার।” (ফিলি. ১:৯, ১০, NW, ২৭; যোহন ১৮:৩৭; যিশা. ৬৪:৮) এগুলো হল অতীতে আলোচিত বিশেষ সম্মেলন দিনের কয়েকটা মূলভাব। আপনি কি ২০১০ সালের পরিচর্যা বছরের বিশেষ সম্মেলন দিনে যোগ দেওয়ার জন্য উৎসুক হয়ে আছেন? এর মূলভাব হবে: “সময় সঙ্কুচিত,” যা ১ করিন্থীয় ৭:২৯ পদ থেকে নেওয়া হয়েছে।
২. কীভাবে এই সম্মেলনের জন্য উদ্যম গড়ে তোলা যেতে পারে?
২ আপনার মণ্ডলীতে বিশেষ সম্মেলন দিনের তারিখ ঘোষণা হওয়ার পর থেকেই এই বিষয়ে উদ্যম গড়ে তুলতে শুরু করুন। কিছু বাবা-মা পারিবারিক ক্যালেন্ডারে প্রয়োজনীয় জিনিসগুলোর একটা তালিকাসহ তারিখটি লিখে রাখার দ্বারা তাদের সন্তানদেরকে সম্মেলনের জন্য অপেক্ষা করতে সাহায্য করে থাকে আর এরপর তারা সম্মেলন না আসা পর্যন্ত অবশিষ্ট দিন গণনা করে থাকে। আপনার পারিবারিক উপাসনার সন্ধ্যায় আপনি হয়তো বিগত বিশেষ সম্মেলন দিনের নোটগুলো পুনরালোচনা করতে চাইতে পারেন। এ ছাড়া, আপনি ঐশিক পরিচর্যা বিদ্যালয়ের শিক্ষা থেকে উপকার লাভ করুন (ইংরেজি) বইয়ের ১৩-১৬ পৃষ্ঠা পুনরালোচনা করার দ্বারা এই উপলক্ষ্যের জন্য আপনার হৃদয়কে প্রস্তুত করতে পারেন, ‘কিভাবে শুনছেন সেই বিষয়ে মনোযোগ দিতে’ নিজেকে ও আপনার পরিবারকে সাহায্য করতে পারেন।—লূক ৮:১৮, বাংলা কমন ল্যাঙ্গুয়েজ ভারসন।
৩. যা উপস্থাপন করা হবে, তা থেকে কীভাবে আমরা পূর্ণ উপকার লাভ করতে পারি?
৩ যা শেখেন তা কাজে লাগান: একটা সম্মেলনের পরে যে-সাধারণ অভিব্যক্তি সবসময় শোনা যায় তা হল, “দারুন সম্মেলন হয়েছে!” তা সবসময়ই সত্য কারণ এটা হল যিহোবার অনেক ব্যবস্থার মধ্যে একটা। (হিতো. ১০:২২) তথ্যগুলো যেন ফল উৎপন্ন করে, সেইজন্য আপনাকে অবশ্যই এগুলো নিয়ে ধ্যান করতে হবে এবং এগুলোকে ধরে রাখতে হবে। (লূক ৮:১৫) সম্মেলনের পরে বাড়িতে ফিরে যাওয়ার সময় পরিবারগতভাবে বা যারা আপনার সঙ্গে যাত্রা করছে, তাদের সঙ্গে কার্যক্রমটি আলোচনা করার জন্য সময় করে নিন। একে অন্যের লক্ষ্য এবং সেই বিষয়বস্তু নিয়ে আলোচনা করুন, যেগুলো আপনাকে আপনার পরিচর্যায় সাহায্য করবে। তা করা, সম্মেলনের অনেকদিন পরেও আপনাকে তথ্যগুলো থেকে উপকার লাভ করতে সাহায্য করবে।—যাকোব ১:২৫.
৪. কেন এই সম্মেলন আমাদের জন্য বিশেষ হবে?
৪ আমাদের প্রয়োজনীয় ব্যবহারিক কোনো উপহার পেলে আমরা সবসময়ই নিজেদের বিশেষ ব্যক্তি বলে মনে করি। আমাদের পরবর্তী বিশেষ সম্মেলন দিনে যিহোবা আমাদের জন্য যা সঞ্চিত রেখেছেন, সেটার জন্য কি আমরা আকুলভাবে প্রত্যাশা করি না? আমরা নিশ্চিত থাকতে পারি যে, তা সমস্ত দিক দিয়ে ব্যবহারিক হবে। আমাদের স্বর্গীয় পিতা যিহোবা আমাদেরকে যে-কার্যভার দিয়েছেন, তা সম্পন্ন করার জন্য আমরা তাঁর কাছ থেকে উৎসাহ এবং প্রশিক্ষণের মাধ্যমে একেবারে সঠিক উপহার লাভ করার আশা করতে পারি।—২ তীম. ৪:২; যাকোব ১:১৭.