নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
“বোঝায় ক্ষমতায় পরিপক্ব হোন” হল আমাদের বিশেষ অধিবেশন দিনের কার্যক্রমের বিষয়বস্তু যেটা ২০০১ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে। (১ করি. ১৪:২০, NW) এই অধিবেশনে উপস্থিত থাকা কেন আমাদের জন্য খুবই জরুরি? কারণ আমরা মন্দতায় ভরা এক জগতে বাস করছি। তাই এই মন্দতা থেকে দূরে থাকার জন্য আমাদেরকে আধ্যাত্মিক বোঝার ক্ষমতা গড়ে তুলতে হবে, যাতে আমরা উত্তমের দ্বারা মন্দকে জয় করতে পারি। আর বিশেষ অধিবেশন দিনের এই কার্যক্রম আমাদেরকে তা করতে সাহায্য করবে।
অধিবেশনের প্রথম পর্বেই, “বাইবেল বোঝার জন্য পরিপক্ব হতে যে বিষয়গুলো সাহায্য করে” বিষয়টা নিয়ে সীমা অধ্যক্ষ আলোচনা করবেন। তিনি আমাদের জানাবেন যে, খ্রীষ্টীয় বিশ্বাসে কীভাবে অটল থাকা যায়। অতিথি বক্তা “জ্ঞানেন্দ্রিয় সকল পটু করে আপনার আধ্যাত্মিকতাকে রক্ষা করুন” বক্তৃতা দেওয়ার সময় বলবেন যে গভীর উপলব্ধি গড়ে তোলার জন্য বাইবেলের নীতিগুলোকে ঠিকভাবে ব্যবহার বা কাজে লাগানো কতখানি গুরুত্বপূর্ণ।
যুবক-যুবতীদেরও বোঝার ক্ষমতা গড়ে তুলতে হবে। “যে কারণে মন্দ বিষয়ে শিশুদের মতো হতে হবে” এবং “যে যুবক-যুবতীরা এখনই বোঝার ক্ষমতা অর্জন করে” এই বক্তৃতা দুটোতে তা আলোচনা করা হবে। জগতের মন্দ কাজগুলোর প্রতি কৌতূহলকে দমন করতে ও সমস্যা এড়াতে তারা নিজেদের আধ্যাত্মিকতাকে শক্তিশালী রাখার জন্য কী করে সেই বিষয়ে যুবক-যুবতীরা যা বলে তা শুনুন।
কীভাবে আমরা জীবনে সবচেয়ে বেশি সুখ খুঁজে পেতে পারি? “বাইবেলের নীতিগুলো বুঝে সেগুলো কাজে লাগিয়ে উপকার লাভ করুন” শেষ বক্তৃতায় অতিথি বক্তা সেই বিষয়ে আলোচনা করবেন। ঈশ্বরের বাক্য কাজে লাগালে তা কীভাবে আমাদের সমস্যাগুলোকে মোকাবিলা করতে, সিদ্ধান্ত নিতে আর যিহোবা আমাদেরকে যে শিক্ষা দিচ্ছেন তার থেকে সত্যিকারের উপকার লাভ করতে সাহায্য করে সেই বিষয়ে তিনি উদাহরণ দেবেন।
যারা বাপ্তিস্ম নিয়ে ঈশ্বরের কাছে তাদের উৎসর্গকে প্রকাশ করতে চান, তাদের যত তাড়াতাড়ি সম্ভব পরিচালক অধ্যক্ষকে তা জানানো দরকার। বিশেষ অধিবেশন দিনের তারিখ ঘোষণা করার সঙ্গে সঙ্গে সেই তারিখটা আপনার ক্যালেনডারে দাগ দিয়ে রাখুন এবং এই মূল্যবান কার্যক্রমে যোগ দিয়ে উপকার লাভ করার জন্য এখন থেকেই পরিকল্পনা করুন। বিশেষ অধিবেশন দিনের কোন বক্তাতাই বাদ দেবেন না! তা আপনাকে এই মন্দ বিধিব্যবস্থাতে টিকে থাকতে ও যিহোবার প্রতি বিশ্বস্ত থাকতে শক্তি জোগাবে।