নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
১ আমাদের ১৯৯৫ সালের বিশেষ অধিবেশন দিনে “সত্যের পক্ষে সাক্ষ্য দিতে থাকুন” এই বিষয়বস্তুটি উপস্থাপিত হবে। যীশু আমাদের জন্য কী উদাহরণ রেখে গেছেন ও কিভাবে তিনি লোকেদের সত্য শিখাতে প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করেছিলেন সেই বিষয়ের উপর সমস্ত কার্যক্রম কেন্দ্রীভূত হবে। এটি খ্রীষ্টের অনুগামী হিসাবে, তাঁকে অনুকরণ করে সত্যের পক্ষে সাক্ষ্য দিতে আমাদের দায়িত্বের বিষয় জোর দেওয়া হবে।—১ করি. ১১:১.
২ সত্যকে তুলে ধরার বিষয়ে মণ্ডলীর ভূমিকা বিবেচনা করা হবে। পত্রিকাগুলি এবং অন্যান্য সাহিত্যাদির সদ্ব্যবহারের বিষয়েও জোর দেওয়া হবে।
৩ অতিথি বক্তার দ্বারা মুখ্য বক্তৃতার শিরোনাম হল “সত্য সম্বন্ধে সাক্ষ্যদান—কী সম্পাদন করে।” (যোহন ৮:৩২) এই বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম অবশ্যই আমাদের সত্যের প্রতি উপলব্ধিবোধ বাড়িয়ে তুলবে এবং আমাদের সকলকে নিশ্চল হতে ও ‘সত্যে সুস্থির থাকতে’ সাহায্য করবে।—২ পিতর ১:১২; ১ করি. ১৫:৫৮.