নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রম
১ নতুন বিশেষ অধিবেশন দিনের কার্যক্রমের বিষয়বস্তুটি হল “যিহোবার দ্বারা শিক্ষিত ব্যক্তি হোন” যেটি এই মাস থেকে শুরু হচ্ছে। যোহন ৬:৪৫) যিহোবার কাছ থেকে ঐশিক শিক্ষা সত্যই সন্তোষজনক জীবনযাপন করতে আমাদের সাহায্য করে। এটি আমাদের আধ্যাত্মিক উত্তরাধিকারের জন্য আমাদের মধ্যে এক প্রগাঢ় উপলব্ধিবোধ গড়ে তোলে। অন্যদের সুসমাচার শুনতে সাহায্য করার জন্য আমাদের প্রচেষ্টা আমাদেরকে সমাজের কার্যকর সদস্য করে তোলে। এই বিশেষ অধিবেশন দিন যিহোবার দ্বারা শিক্ষাপ্রাপ্ত ব্যক্তিরা যে আশীর্বাদগুলি উপভোগ করে সেগুলিকে তুলে ধরবে।
২ কার্যক্রমটি জাগতিক শিক্ষার বিপদগুলির সাথে ঐশিক শিক্ষার উপকারগুলির পার্থক্য দেখাবে। আমরা আরও স্পষ্টভাবে দেখব কিভাবে যিহোবা উচ্চ মানের শিক্ষা প্রদান করেন—যে শিক্ষার ভিত্তি হল তাঁর বাক্য, বাইবেল। উপাসনার তিনটি ক্ষেত্রের উপর জোর দেওয়া হবে যেগুলিতে আমরা ঈশ্বরের দ্বারা শিক্ষাপ্রাপ্ত হয়ে আনন্দ উপভোগ করব। অতিরিক্তভাবে, অল্পবয়স্কদের বাইবেলের উল্লেখযোগ্য উদাহরণগুলি, যেমন দায়ূদ ও তীমথিকে, অনুকরণ করতে এবং আধ্যাত্মিক কাজকর্মগুলিকে কেন্দ্র করে তাদের জীবন গড়ে তুলতে উৎসাহিত করা হবে। আমাদের বিশ্বাস দৃঢ় হবে যখন বয়স্ক ব্যক্তিদের নিষ্ঠাকেও তুলে ধরা হবে। নতুন উৎসর্গীকৃত ব্যক্তিরা যারা যোগ্য, তারা বাপ্তাইজিত হতে সক্ষম হবে। অধিবেশন দিনের বেশ কিছু পূর্বে, তাদের সেই ইচ্ছা সম্বন্ধে পরিচালক অধ্যক্ষকে জানানো উচিত।
৩ বিশেষ অধিবেশন দিনের মুখ্য বক্তৃতার শিরোনামটি হল “তাঁর ইচ্ছা পালন করার জন্য যিহোবার দ্বারা শিক্ষিত।” কেন আমাদের সকলের শিখে চলা, বিশ্বাসে দৃঢ় থাকা এবং ক্রমাগত অগ্রগতি করা প্রয়োজন, এটি তার কারণগুলির উপর জোর দেবে। যে সত্য অনন্ত জীবনে পরিচালিত করে তা অন্যদের শিক্ষা দেওয়ার দ্বারা আমাদের যিহোবাকে অনুকরণ করতে উপদেশ দেওয়া হবে। যিহোবার দ্বারা শিক্ষাপ্রাপ্ত হতে সমিতির প্রকাশনাগুলি কিভাবে অনেককে সাহায্য করেছে তা দেখাতে গঠনমূলক অভিজ্ঞতাগুলি অন্তর্ভুক্ত করা হবে। যিহোবার জগদ্ব্যাপী শিক্ষা কার্যক্রমের উপকারজনক সম্পাদনগুলি তুলে ধরা হবে।
৪ যোগদান করার জন্য নির্দিষ্ট পরিকল্পনা করুন। উপস্থিত হওয়ার জন্য সকল আগ্রহী ব্যক্তিদের উৎসাহিত করুন। আমাদের মহান নির্দেশদাতার দ্বারা বহু উত্তম বিষয়ে শিক্ষাপ্রাপ্ত হওয়ার প্রত্যাশায় থাকুন।—যিশা. ৩০:২০.