পত্রিকাগুলো সম্বন্ধে এই কথাগুলো বলা যায়
প্রহরীদুর্গ ফেব্রু. ১৫
“কেউ কেউ মনে করে যে, মানুষ পৃথিবীকে নাশ বা ধ্বংস করছে। আপনি কি এই সম্বন্ধে কখনো উদ্বিগ্ন হয়েছেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] আশ্বাসজনক এই প্রতিজ্ঞাটি লক্ষ করুন। [প্রকাশিত বাক্য ১১:১৮ পদ পড়ুন।] যে-বিষয়টা এই গ্রহকে অদ্বিতীয় করে তোলে, সেটার ওপর এই পত্রিকা তথ্য তুলে ধরে। এ ছাড়া, পৃথিবীর ভবিষ্যৎ সম্বন্ধে বাইবেল যা বলে, এটি তা-ও দেখায়।”
সচেতন থাক! জানু.-মার্চ
“আপনি কি কখনো ভেবে দেখেছেন যে, একজন প্রেমময়, ন্যায্য ও শক্তিমান ঈশ্বর যদি থেকেই থাকেন, তা হলে কেন এত দুঃখকষ্ট রয়েছে? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] দুঃখকষ্টের কারণ সম্বন্ধে এই শাস্ত্রপদ কী বলে, তা লক্ষ করুন। [১ যোহন ৫:১৯ পদ পড়ুন।] এই পত্রিকা বাইবেল থেকে ব্যাখ্যা করে যে, দুঃখকষ্টকে নির্মূল করার জন্য ঈশ্বর কী করছেন।”
প্রহরীদুর্গ মার্চ ১
“অনেক লোক মনে করে যে, সব ধর্মই ঈশ্বরের দিকে পরিচালিত করে। একজন ব্যক্তি কোন ধর্ম বেছে নেন, তা কি কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে আপনি মনে করেন? [উত্তর দেওয়ার সুযোগ দিন।] এই পরামর্শটি লক্ষ করুন। [১ যোহন ৪:১ পদ পড়ুন।] শিক্ষাগুলো ঈশ্বরের কাছ এসেছে থেকে কি না, সেটা দেখার জন্য আমরা কীভাবে সেগুলোকে পরীক্ষা করতে পারি, এই পত্রিকা তা আলোচনা করে। এ ছাড়া, কীভাবে বিভিন্ন ধর্মের সূত্রপাত হয়েছে, এটি তা-ও ব্যাখ্যা করে।”
সচেতন থাক! জানু.-মার্চ
“আজকে অনেক তরুণ-তরুণীরা তাদের বাবামার স্থাপিত বাড়ির নিয়মকানুন পছন্দ করে না। একজন বিজ্ঞ ব্যক্তি একবার যা বলেছিলেন, সেটা আমি আপনাকে পড়ে শোনাতে চাই আর এর ওপর আপনার মন্তব্য শুনে আমি খুশি হব। [হিতোপদেশ ৬:২০ পদ পড়ুন ও উত্তর দেওয়ার সুযোগ দিন। ১০ পৃষ্ঠায় দেওয়া প্রবন্ধটি খুলুন।] এই প্রবন্ধ অল্পবয়সিদের দেখতে সাহায্য করবে যে, কীভাবে তারা তাদের বাবামার স্থাপিত বাড়ির নিয়মকানুনের সঙ্গে মোকাবিলা করতে পারে।”